Durga Puja 2024 : সুবর্ণ, প্ল্যাটিনাম জয়ন্তীতেও অনুদানের টাকা ফেরত, কী ভাবে সেজে উঠছে কলকাতার দুই বড় পুজো?
নেতাজিনগর সর্বজনীনের পুজোর ৭৫ বছর। মণ্ডপে ফুটিয়ে তোলা হচ্ছে গ্রাম বাংলা। পাড়ার বাসিন্দারা নিজেরাই হাতে-হাতে ফুটিয়ে তুলছেন থিম।
![Durga Puja 2024 : সুবর্ণ, প্ল্যাটিনাম জয়ন্তীতেও অনুদানের টাকা ফেরত, কী ভাবে সেজে উঠছে কলকাতার দুই বড় পুজো? Durga Puja 2024 Netajinagar Sarbajanin Behala Abahani Club Not taking Govt Puja Grant Going For Simple Celebration Durga Puja 2024 : সুবর্ণ, প্ল্যাটিনাম জয়ন্তীতেও অনুদানের টাকা ফেরত, কী ভাবে সেজে উঠছে কলকাতার দুই বড় পুজো?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/09/21/dfd865116b3b9d7d0bd7814f155206d6172688867689653_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
অরিত্রিক ভট্টাচার্য, পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : আর জি কর-কাণ্ডের প্রতিবাদে সরকারের অনুদান ফিরিয়ে দিয়েছেন। কোথাও পাড়ার বাসিন্দারাই হাতে-হাত মিলিয়ে থিমের পুজো করছেন। কোথাও আবার পুজো হচ্ছে জাঁক-জমকহীনভাবে।
নেতাজিনগর সর্বজনীন
নেতাজিনগর সর্বজনীনের পুজোর এবার ৭৫ বছর। নেতাজিনগর বাস্তুহারা সমিতির উদ্যোগে এই পুজো করা হয়। এই এলাকায় পূর্ববঙ্গ থেকে আসা প্রচুর মানুষ রয়েছেন। কয়েক প্রজন্ম ধরে তাঁরা এখানে থাকছেন। তাই, তাদের এবারের থিম 'শিকড় ছেঁড়ার যন্ত্রণা, শূন্য থেকে পুর্ণতায়'। মণ্ডপে ফুটিয়ে তোলা হচ্ছে গ্রাম বাংলা। খড়ের চালের বাড়ি, নাট মন্দিরের পাশাপাশি, পটচিত্র দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে মণ্ডপ। কোনও শিল্পকে দিয়ে নয়, পাড়ার বাসিন্দারা নিজেরাই হাতে-হাতে ফুটিয়ে তুলছেন থিম। নেতাজিনগর সর্বজনীনের সভাপতির দাবি, সরকারি অনুদান না নিলেও আর্থিক সঙ্কটে পড়েনি এই পুজো। কারণ পাড়া প্রতিবেশীর সহায়তা তাঁরা পাচ্ছেন।
বেহালার মধ্যপাড়া আবাহনী ক্লাব
অন্যদিকে আবার বেহালার মধ্যপাড়া আবাহনী ক্লাব। তাঁরাও এবার ফিরিয়ে দিয়েছেন রাজ্য সরকারের পুজোর অনুদান। তবে, এর ফলে খামতি থাকছে না পুজোয়। এবার ৫০ বছরে পা দিল মধ্যপাড়া আবাহনী ক্লাবের পুজো। প্রাথমিকভাবে পরিকল্পনা ছিল একটু জাঁকজমক করে পুজো করার। কিন্তু, আর জি কর-কাণ্ডের পর পাড়ার সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছেন, পুজো হবে আড়ম্বরহীনভাবে। পুজোর ফ্লেক্সেও রয়েছে আর জি কর-কাণ্ডের ছোঁয়া। প্রতীকি সিরদাঁড়া রয়েছে মা দুর্গার হাতে।
ভবানীপুরের মল্লিকবাড়ি
একই পথে হাঁটল ভবানীপুরের মল্লিকবাড়িও। এবার ১০০ বছরে পা দিচ্ছে ভবানীপুরের মল্লিক বাড়ির পুজো। জাঁকজমক না করেই পুজো করার সিদ্ধান্ত নিয়েছে তারা। মল্লিক বাড়ির পুজো দেখতে আসেন অনেকে। তবে এবার আর বাইরের কেউ দেখতে পারবেন না মল্লিক বাড়ির পুজো। থাকবেন শুধু পরিবারের সদস্য়রাই।
চিকিৎসককে খুন-ধর্ষণের ঘটনার প্রতিবাদে, ইতিমধ্যেই রাজ্য সরকারের দেওয়া ৮৫ হাজার টাকার পুজো-অনুদান না নেওয়ার কথা জানিয়েছে কলকাতা ও জেলার একাধিক পুজো কমিটি। তালিকায় আছে নেতাজিনগর বাস্তুহারা সমিতি ও বেহালার সবেদা বাগান ক্লাবও। এর আগে আর জি কর-কাণ্ডের প্রতিবাদে সরকারি পুজো অনুদান না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হুগলির বৈদ্যবাটির মহিলা মিলন চক্র ক্লাব, মুর্শিদাবাদে লালগোলার মহিলা পরিচালিত কৃষ্ণপুর সন্ন্যাসীতলা পুজো কমিটি, দক্ষিণ ২৪ পরগনার জয়নগর-মজিলপুরের ৭ ও ১৪ নম্বর পল্লি সর্বজনীন শারদোৎসব কমিটির মতো একাধিক পুজো উদ্যোক্তারা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: বাংলা-ঝাড়খণ্ডের সব সীমানা বন্ধ রাজ্যের, পুরুলিয়ায় লরির সারি
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)