BCCI New Rule: আর কোহলির সঙ্গে মাঠে দেখা যাবে না অনুষ্কাকে? দলের ব্যর্থতায় গুচ্ছ কড়া সিদ্ধান্ত নিচ্ছে BCCI?
BCCI: বোর্ড শীর্ষ কর্তাদের সঙ্গে রোহিত, গম্ভীর, আগরকরদের বৈঠকে ভারতীয় দলের সাপোর্ট স্টাফের মেয়াদ তিন বছর করার পরামর্শ দেওয়া হয়েছে বলে খবর।
নয়াদিল্লি: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছনোয় ব্যর্থ ভারতীয় দল (Indian Cricket Team) ঘরের মাঠেও প্রথমবার তিন ম্যাচের সিরিজ়ে প্রথমবার হোয়াইটওয়াশ হয়েছে ২০২৪ সালে। অস্ট্রেলিয়ার মাটিতেও মুখ থুবড়ে পড়েছে রোহিত বাহিনী। বছরের শেষভাগে পরপর এহেন ব্যর্থতার পর স্বাভাবিকাভাবেই ভারতীয় দলের দিকে আঙুল উঠছে। এবার ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইও (BCCI) নাকি কড়া নিয়মকানুন পুনরায় লাগু করতে চলেছে।
এতদিন পর্যন্ত ভারতীয় দলের লম্বা বিদেশ সফরে ক্রিকেটারদের পরিবার, বিশেষত স্ত্রীরা নিজেদের খুশি মতো তারকাদের সঙ্গে থাকতে পারতেন। তবে সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী ভারতীয় বোর্ড মনে করছে দীর্ঘ সময় পরিবারের সঙ্গে থাকা ক্রিকেটারদের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব ফেলছে। তাই পরিবারের সঙ্গে কাটানোর সময়টার ওপর না না বিধিনিষেধ আরোপ হতে পারে, যা ২০১৯ সালের আগেও ছিল। শোনা যাচ্ছে বিসিসিআই নাকি এবার থেকে ৪৫ দিনের লম্বা সফর হলে সেক্ষেত্রে পরিবার বা স্ত্রীদের দলের সঙ্গে দুই সপ্তাহই থাকতে দেওয়া হবে, এমন নিয়ম চালু করতে চায়। শুধু তাই নয়, প্রতিটি খেলোয়াড়কেই দলের সকলের সঙ্গে টিম বাসে সফর করার নিয়মও চালু করতে আগ্রহী বোর্ড। অর্থাৎ একা একা নিজের ইচ্ছামতো সফর আর করা যাবে না।
শুধু তাই নয়। কোচ গৌতম গম্ভীরের ম্যানেজার গৌরব আরোরাকেও না এবার থেকে দলের সঙ্গে এক হোটেলে রাখা হবে, না স্টেডিয়ামে তাঁর ভিআইপি বক্সে বসার বন্দোবস্ত করা হবে। এখানেও শেষ নয়। বিমানযাত্রায় কোনও খেলোয়াড়ের লাগেজ ১৫০ কেজির গণ্ডি পার করলে এবার থেকে আর বিসিসিআই তাঁর ব্যয় বহন করবে না, বরং খেলোয়াড়দের নিজেদেরই এই খরচ দিতে হবে বলেও রিপোর্টে দাবি করা হচ্ছে।
ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা, প্রধান কোচ গৌতম গম্ভীর এবং নির্বাচকপ্রধান অজিত আগরকর বিসিসিআইয়ের শীর্ষ আধিকারিকদের সঙ্গে সদ্যই এক বৈঠক করেন। সেই বৈঠকেই এইসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এর পাশাপাশি ভারতীয় দলের সাপোর্ট স্টাফের মেয়াদও তিন বছর করার পরামর্শ দেওয়া হয় ওই বৈঠকে। এবার এইসব কঠিন সিদ্ধান্তগুলি দলের ওপর লাগু করা হবে কি না, সেটা জানতে কিন্তু খানিকটা সময় ধৈর্য্য ধরতেই হবে।
আরও পড়ুন: ফর্ম নিয়ে প্রশ্নের মুখে, এবার মুম্বইয়ের রঞ্জি ট্রফির অনুশীলনে নামছেন টিম ইন্ডিয়া অধিনায়ক রোহিত?