(Source: Poll of Polls)
Potato Price Hike: লাফিয়ে বাড়ছে আলুর দাম, মূল্যবৃদ্ধিতে সমস্যায় ক্রেতারা
East Burdwan News: মাত্র চার দিনের ব্যবধানে বেড়ে গেল আলুর দাম। প্রতি কেজিতে ১০ থেকে ১৩ টাকা বেড়ে যাওয়ায় সমস্যায় পড়ছেন ক্রেতারা।
কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: আলু ব্যবসায়ীদের ধর্মঘটের জের। প্রতি কেজিতে এক লাফে ১০ থেকে ১৩ টাকা আলুর দাম (Potato Price Hike) বৃদ্ধি পেল। শনিবার কেজি প্রতি আলুর দাম যেখানে ছিল ৩০ থেকে ৩২ টাকা বুধবার বর্ধমানের আলু বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৪২ থেকে ৪৫ টাকা দরে।
আলুর দাম বৃদ্ধি: মাত্র চার দিনের ব্যবধানে বেড়ে গেল আলুর দাম। প্রতি কেজিতে ১০ থেকে ১৩ টাকা বেড়ে যাওয়ায় সমস্যায় পড়ছেন ক্রেতারা। বাজারে চাহিদার তুলনায় যোগান কম থাকায় শুরু হয়েছে কালো বাজারি। সোমবার থেকে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ধর্মঘটের ডাক দিয়েছে। হিমঘর খোলা থাকলেও বেরোচ্ছে না কোন আলু। হিমঘর থেকে আলু না বেড়োনোয় হিমঘরের আলু রাখার আচ্ছাদনগুলি ফাঁকা। তবে কৃষকরা খাবার জন্য কিছু কিছু আলু হিমঘর থেকে বের করছে। ফলে চাহিদা থাকলেও যোগান না থাকায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে আলুর দাম।
গত সপ্তাহে যেখানে ১৪০০ থেকে ১৪৪০ টাকা প্রতি বস্তা দামে আলু খুচরো মার্কেটে এসেছে। সেখানে খুচরো ব্যবসায়ীদের আলু কিনতে হচ্ছে বস্তা প্রতি ১৮০০ থেকে ২০০০ টাকায়। এদিকে আলু বাজার দরে নিয়ন্ত্রণ আনতে হিমঘরে হিমঘরে অভিযান প্রশাসনিক আধিকারিকদের। আজ সকাল থেকেই জামালপুর ব্লকের বিডিও ও ওসির নেতৃত্বে ব্লকে থাকা ১৮ টি হিমঘরে হানা দেয় কর্তৃপক্ষ। ইতিমধ্যেই কত আলু কার কার নামে আছে তার তালিকা হিমঘর কর্তৃপক্ষের কাছে নিয়েছে প্রশাসন।
প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির কর্মবিরতির জেরে আলুর দাম ক্রমশ উর্ধ্বমুখী রাজ্যজুড়ে আলুর দাম বৃদ্ধির জেরে নাজেহাল সাধারণ মানুষ। বাজারে আলুর দামে লাগছে ছেঁকা। আলুর দাম বৃদ্ধির জেরে এদিন সিঙ্গুর নান্দা হাটতলায় বিক্ষোভ দেখায় বিজেপি। আলুর দাম নিয়ন্ত্রণে বিক্ষোভ দেখায় বিজেপি। রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: South 24 Parganas: জলমগ্ন একাধিক বাড়ি, চাষের জমি, জলোচ্ছ্বাসে তলিয়ে গেল কংক্রিটের নদীবাঁধ