Tolly Actress: অসংলগ্ন কথাবার্তা, রাস্তায় ঘুরছেন টলিপাড়ার অভিনেত্রী! মানসিক ভারসাম্যহীন অবস্থায় উদ্ধার!
স্থানীয় যুবকরা প্রথমে অবাক হয়ে যান। কে এই মহিলা? যখন তারা কথা বলার চেষ্টা করেন. তখন বুঝতে পারেন ওই মহিলার কথাবার্তা একটু অসংলগ্ন।

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: ভবঘুরের মতো ঘুরে বেড়াচ্ছেন কলকাতার জনপ্রিয় টেলি অভিনেত্রী। রাস্তায় এভাবে ঘুরতে দেখে বিশ্বাসই করতে পারছেন না স্থানীয়রা। স্থানীয়দের কাছে খবর পেয়ে টেলি অভিনেত্রীকে উদ্ধার করে খণ্ডঘোষ থানার পুলিশ। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের আমিলা বাজার থেকে তাঁকে উদ্ধার করে পুলিশ।
পেশাদার অভিনেত্রী, বর্তমানে ভবঘুরের মতো ঘুরে বেড়াচ্ছেন বর্ধমান-আরামবাগ ৭ নম্বর রাজ্য সড়ক ধরে। সোমবার সকালে বর্ধমান-আরামবাগ সাত নম্বর রাজ্য সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন তিনি। বর্ধমান-আরামবাগ রাজ্য সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎই বৃষ্টি শুরু হলে তিনি আশ্রয় নেন খণ্ডঘোষ ব্লকের আমিলা বাজারের একটি বিশ্রামাগারে।
স্থানীয় যুবকরা প্রথমে অবাক হয়ে যান। কে এই মহিলা? যখন তারা কথা বলার চেষ্টা করেন. তখন বুঝতে পারেন ওই মহিলার কথাবার্তা একটু অসংলগ্ন। কথা বলার ছন্দেও কোনও সামঞ্জস্য নেই।
তবে তাঁর সঙ্গে কথা বলে জানা যায়, তিনি পেশায় একজন অভিনেত্রী। নিজের নাম সুমি হর চৌধুরী বলে জানান। বলেন, ‘‘আমি স্টার জলসার ধারাবাহিকে অভিনয় করেছি।’’ কখনও বলেন, ‘‘আমি বেহালার মেয়ে।’’ আবার কখনও বলেন, ‘‘আমি বোলপুর থেকে এখানে এসেছি।’’ এলাকায় অচেনা মুখ দেখে স্থানীয়েরা তাঁর সঙ্গে কথা বলার চেষ্টা করেন। তবে বুঝতে পারেন, মানসিক সমস্যা রয়েছে তাঁর।
তাঁর দেওয়া নাম এবং সোশ্যাল মিডিয়ার প্রোফাইল ঘেঁটে স্থানীয়রা দেখতে পান— মহিলার একাধিক অভিনয় ক্লিপ। সত্যিই স্টার জলসার একটি ধারাবাহিকে তিনি অভিনয় করেছেন। তার অভিনয় দক্ষতাও অসাধারণ।
তবে বর্তমানে তিনি কোথা থেকে এলেন? কেনই বা এই অবস্থায় রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন? সে প্রশ্নের উত্তর মেলেনি। খবর দেওয়া হয় থানায়। পুলিশ এসে যুবতীকে উদ্ধার করে। তবে কী ভাবে তিনি পূর্ব বর্ধমানে এলেন, তা এখনও পরিষ্কার নয়। যুবতীর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে পুলিশ।






















