Nandigram: বাড়ির কাছেই উদ্ধার রক্তাক্ত মৃতদেহ, ব্য়ক্তির রহস্য়মৃত্যুতে চাঞ্চল্য
বাড়ি নন্দীগ্রামের ডিহি জামতলা এলাকায়। মৃতের মাথায় গোল আঘাতের চিহ্ন রয়েছে। সেটি কি গুলির ক্ষত, নাকি অন্য় কোনও ধারাল অস্ত্রের। খতিয়ে দেখছে পুলিশ।
বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: নন্দীগ্রামে (Nandigram) যুবকের রহস্য়মৃত্যু (Youth Mysterious Death)। বাড়ি থেকে মাত্র ১০০ মিটার দূরে উদ্ধার হয়েছে রক্তাক্ত মৃতদেহ। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম দিব্য়েন্দু মণ্ডল। বয়স ৪৬। বাড়ি নন্দীগ্রামের ডিহি জামতলা এলাকায়। মৃতের মাথায় গোল আঘাতের চিহ্ন রয়েছে। সেটি কি গুলির ক্ষত, নাকি অন্য় কোনও ধারাল অস্ত্রের। খতিয়ে দেখছে পুলিশ।
পূর্ব মেদিনীপুরের (East Midnapore) নন্দীগ্রামে এক ব্যক্তির রহস্য়মৃত্যু হয়। বাড়ি থেকে মাত্র ১০০ মিটার দূরে উদ্ধার হয়েছে রক্তাক্ত মৃতদেহ। খুনের অভিযোগ করেছে পরিবার। কীভাবে খুন, কেন খুন? অস্বাভাবিক মৃত্য়ুর মামলা রুজু করে খতিয়ে দেখছে পুলিশ।
বেসরকারি সংস্থায় চাকরির নামে টাকা তোলার অভিযোগের জেরে খুন? নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?এক ব্যক্তির রহস্য মৃত্যুর ঘটনায় উঠছে একাধিক প্রশ্ন । পুলিশ সূত্রে খবর, মৃতের মাথায় রয়েছে, গোল আঘাতের চিহ্ন। তা কি গুলির ক্ষত, নাকি কোনও ধারাল অস্ত্রের? খতিয়ে দেখছে পুলিশ।
ঠিক কী হয়েছিল? ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের (East Midnapore) নন্দীগ্রামের (Nandigram) ডিহি জামতলা এলাকায়। মৃতের নাম দিব্যেন্দু মণ্ডল(৪৬)। পরিবার সূত্রে খবর, মঙ্গলবার রাতে বাজারে গিয়েছিলেন দিব্যেন্দু। রাত সাড়ে দশটা নাগাদ স্থানীয় এক ব্যক্তি দেখতে পারন, বাড়ি থেকে ১০০ মিটার দূরে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন তিনি। খবর পেয়ে পুলিশ ওই ব্যক্তিকে উদ্ধার করে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। স্থানীয় বাসিন্দাদের দাবি, ঘটনার আগে পটকা ফাটার মতো শব্দ পেয়েছিলেন তাঁরা।
তাহলে কি গুলি করেই খুন করা হয়েছে দিব্যেন্দুকে? কীসের শব্দ শুনতে পেয়েছিলে নবাসিন্দারা? খতিয়ে দেখছেন তদন্তকারীরা। স্থানীয় সূত্রে খবর, হলদিয়ার বিভিন্ন বেসরকারি সংস্থায় নিরাপত্তারক্ষী সহ চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগের একটি অফিসে কাজ করতেন দিব্যেন্দু। স্থানীয় বাসিন্দাদের দাবি, চাকরি দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগ ছিল মৃতের বিরুদ্ধে। পাশাপাশি, জমি কেনাবেচার কাজও করতেন তিনি।
টাকা তোলার অভিযোগ অস্বীকার করে খুনের অভিযযোগ করেছেন মৃতের স্ত্রী। সকালে তদন্তে আসেন নন্দীগ্রাম থানার আইসি সহ পুলিশের পদস্থ আধিকারিকরা। সব মিলিয়ে কীভাবে খুন, কেন খুন - তা নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলেই স্পষ্ট হবে সব কিছু।
আরও পড়ুন: Nadia News: শ্রাদ্ধ বাড়িতে মর্মান্তিক দুর্ঘটনা! প্যান্ডেলের খোলা তারে মৃত্যু শিশু কন্যার