Dibyendu Adhikari: বাড়ির পাশে ড্রোন উড়িয়ে নজরদারি! অভিযোগ দিব্যেন্দু অধিকারীর
Dibyendu Adhikari on Drone: পুলিশের পক্ষ থেকে তাঁর বাড়ির সামনেই ড্রোন ওড়ানো হয় বলে অভিযোগ করেছেন তিনি। এ ব্যাপারে দিব্যেন্দু অধিকারী বলেছেন, দল ও লোকসভা স্পিকারের কাছে অভিযোগ জানাবো।
কাঁথি (পূর্ব মেদিনীপুর): বাড়ির পাশে ড্রোন (Drone) উড়িয়ে নজরদারির (alleged surveillance)অভিযোগে সরব তৃণমূল সাংসদ (TMC MP)দিব্যেন্দু অধিকারী (Dibyendu Adhikari)। পুলিশের পক্ষ থেকে তাঁর বাড়ির সামনেই ড্রোন ওড়ানো হয় বলে অভিযোগ করেছেন তিনি। এ ব্যাপারে দিব্যেন্দু অধিকারী বলেছেন, দল ও লোকসভা স্পিকারের কাছে অভিযোগ জানাবো।
তিনি বলেছেন, দেখলাম ড্রোন ওড়ানো হচ্ছে। বিস্মিত হলাম, খবর নিলাম। ইউনিফর্ম নেই, আই কার্ড নেই। কিছু লোকজন ঘুরে বেড়াচ্ছে। এটা একেবারেই নিম্নরুচির পরিচয়। কার অঙ্গুলি হেলনে হচ্ছে জানি।
দিব্যেন্দু বলেছেন, এখনও বলছি, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রতি আমি শ্রদ্ধাশীল।
একইসঙ্গে তিনি বলেছেন, শুভেন্দু অধিকারী এখন বিরোধী দলনেতা। এটা তাঁর ব্যক্তিগত ব্যাপার।
দিব্যেন্দুর অভিযোগ, পুলিশ অভিযোগই নেয় না। তাঁর বাবার বয়স ৮৩, মায়ের ৭৯। মেয়ের বয়স ৯। এভাবে একটি অস্বস্তিকর পরিবেশ তৈরির চেষ্টা চলছে।
দিব্যেন্দু বলেছেন, কাঁথি কলেজের অধ্যক্ষকে জিজ্ঞাসা করেছি, তিনি বলেছেন, পুলিশের লোকজন এসেছে। একইসঙ্গে দিব্যেন্দু বলেছেন, ‘দলের পক্ষ থেকে কোনও বিষয়েই আমার সঙ্গে যোগাযোগ করা হয় না’
তাঁর এই অভিযোগ সম্পর্কে তৃণমূল নেতৃত্ব বলেছেন, ‘পুলিশ প্রশাসনই এব্যাপারে প্রকৃত কারণ বলতে পারবে’। স্থানীয় তৃণমূল নেতৃত্ব বলেছে, সত্যি সত্যি ড্রোন ওড়ানো হয়েছে কিনা, হলে তা কেন ওড়ানো হয়েছে, তা পুলিশ প্রশাসনই বলতে পারবে।
দল গুরুত্ব দিচ্ছে না বলে দিব্যেন্দু যে অভিযোগ করেছেন, সে বিষয়ে স্থানীয় তৃণমূল নেতত্ব বলেছেন, দলে তাঁর অবস্থান কী, তাঁকে কাজে লাগানো হবে কিনা, সে বিষয়ে শীর্ষ নেতৃবৃন্দ সিদ্ধান্ত নেবেন এবং সেই সিদ্ধান্ত মতো কাজ করব।
দিব্যেন্দুর অভিযোগ সম্পর্কে প্রতিক্রিয়ায় বিজেপি বলেছে, পুরভোট যতই এগিয়ে আসছে, তৃণমূল হতাশাগ্রস্ত হয়ে পড়ছে এবং এভাবে নজরদারি চালাচ্ছে। কিন্তু এতে কিছু লাভ নেই। কাঁথির মানুষের মনে রয়েছে বিজেপি।