SIR : কাদের SIR নিয়ে 'নো টেনশন'? কাদের দিতে হবে না কোনও নথি?
কাদের কী নথি দিতে হবে, কাদের কোনও নথিই দিতে হবে না, কী না করলে নাম বাদ যাবে, তা আর বিশদে জানিয়েছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার থেকেই এ রাজ্যে শুরু হয়ে যাচ্ছে SIR। এই প্রক্রিয়ায় কাদের কোনও নথি দিতে হবে না? কাদের নাম তুলতে হবে? কী কী নথি গ্রাহ্য হবে, এই নিয়ে এখন আলোচনা তুঙ্গে। ১১ টি নথির তালিকা দেখে অনেকেই এখন নিজের নথি গোছাতে বসেছেন। অনেকেরই মাথায় হাত, কী কী করতে হবে ভেবে। এরই মধ্যে কারা থাকতে পারবেন নিশ্চিন্তে। চলুন দেখে নেওয়া যাক কী বলছে নির্বাচন কমিশনের নির্দেশ।
মঙ্গলবার থেকেই পশ্চিমবঙ্গে শুরু SIR অর্থাৎ ভোটার তালিকার বিশেষ সংশোধন। এই প্রক্রিয়ায় কাদের নতুন করে নাম তুলতে হবে, কাদের কী নথি দিতে হবে, কাদের কোনও নথিই দিতে হবে না, কী না করলে নাম বাদ যাবে, তা আর বিশদে জানিয়েছে নির্বাচন কমিশন।
২০০২ সালের তালিকায় যাঁদের নাম রয়েছে, তাঁদের এবার আর কোনও নথি দিতে হবে না। ২০০২ সালের তালিকায় মা-বাবার নাম থাকলেও আর কোনও নথি লাগবে না। শুধু কমিশনের ওয়েবসাইটে গিয়ে গিয়ে 'ম্যাচিং' প্রক্রিয়া করে নিতে হবে, যা ভোটাররা নিজেরাই করে নিতে পারবেন। কিন্তু হঠাৎ ২০০২ সালের নথিকে এত গুরুত্ব দেওয়া হচ্ছে কেন। পশ্চিমবঙ্গে শেষবার SIR হয়েছিল ২০০২ সালে। তাই সেই বছরের ভোটার তালিকার ভিত্তিতেই এরাজ্য়ে SIR প্রক্রিয়া এগোবে। ইতিমধ্য়ে পশ্চিমবঙ্গের ২০০২ সালের ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। তা দেখা যাবে । ২০০২ সালের তালিকায় যাঁদের নাম রয়েছে, তাঁদের এবার আর কোনও নথি দিতে হবে না।
২০০২ সালের ভোটার তালিকায় যাঁদের নিজেদের বা মা-বাবার নাম নেই, তাঁদের নথি দিয়ে নাম তুলতে হবে। এক্ষেত্রে কোন কোন নথি দেওয়া যাবে? কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসাবে কাজ করেছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র। ১৯৮৭ সালের ১ জুলাইয়ের আগে ব্যাঙ্ক, পোস্ট অফিস, এলআইসি, স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনও নথি। বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট,
মাধ্যমিক বা তার পরের শিক্ষাগত যোগ্য়তার সার্টিফিকেট, রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের শংসাপত্র,
ফরেস্ট রাইট সার্টিফিকেট, জাতিগত শংসাপত্র, কোনও নাগরিকের ন্যাশনাল রেজিস্ট্রার, স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্ট্রার, জমি অথবা বাড়ির দলিল। এছাড়া সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পরিচয়পত্র হিসাবে আধার কার্ড দেখানো যাবে।
তবে তা দেখিয়ে নাগরিকত্বের দাবি করা যাবে না। নির্বাচন কমিশন জানিয়েছে, আধার কার্ডের সঙ্গে ১১টি নথির যে কোনও একটি দিতে হবে।






















