Coal Scam In Bengal: আর্থিক অপরাধীর তালিকায় বিজয়-নীরবদের সঙ্গে এবার বিনয় মিশ্রও, তোড়জোড় ইডি-র
ED On Binay Mishra: বিজয় মাল্য, মেহুল চোকসি, নীরব মোদীর তালিকায় এবার বিনয় মিশ্র। কয়লা পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্রকেও আর্থিক অপরাধী ঘোষণা করতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
প্রকাশ সিনহা, কলকাতা: বিজয় মাল্য, মেহুল চোকসি, নীরব মোদীর তালিকায় এবার বিনয় মিশ্র (binay mishra)। কয়লা পাচার কাণ্ডে (coal smuggling) অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্রকেও ফেরার আর্থিক অপরাধী (fugitive economic offender) ঘোষণা করতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বিষয়টির অনুমতি চেয়ে দিল্লির পাতিয়ালা কোর্টেও আবেদন করেছে ইডি।
কী বলছে আইন?
ফেরার অর্থনৈতিক অপরাধী ঘোষণা করার জন্য ২০১৮ সালে একটি আইনে আনে কেন্দ্রের মোদী সরকার। সেই আইন অনুযায়ী, কাউকে অর্থনৈতিক অপরাধী ঘোষণা করলে দেশে তাঁর নামে বেনামে সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারে তদন্তকারী সংস্থা। এমনকী ফেরার অভিযুক্তের বিদেশের সম্পত্তিও বাজেয়াপ্ত করার পরিসর রয়েছে আইনটিতে। কারও বিরুদ্ধে ১০০ কোটি টাকারও বেশি প্রতারণা করে বিদেশে পালানোর অভিযোগ থাকলে, তাঁর বিরুদ্ধে এই আইন প্রয়োগ করা যেতে পারে।
বিনয়ই 'প্রথম'বাংলায়
পশ্চিমবঙ্গ থেকে প্রথম বিনয় মিশ্রকেই এই আইনে অর্থনৈতিক অপরাধী ঘোষণার তোড়জোড় করছে ইডি। তাঁর বিরুদ্ধে কয়েকশো কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে। উল্লেখ্য, গত মাসে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক চিকিৎসার জন্য দুবাই যেতে গেলে বিনয়ের কথা বলেই বাধা দিতে চেয়েছিল ইডি। কলকাতা হাইকোর্টে তদন্তকারী সংস্থার আইনজীবী দাবি করেন, 'আমাদের কাছে খবর আছে, ফেরার বিনয় মিশ্র পালিয়ে গিয়ে দুবাইয়ে রয়েছেন।' তৃণমূল সাংসদের সেখানে যাওয়ার সঙ্গে বিনয়ের যোগ আছে বলে দাবি করেন তদন্তকারীরা। তাঁদের আপত্তি অবশ্য মানেনি হাইকোর্ট। বরং পাল্টা প্রশ্ন করেছিল, অভিযুক্ত দুবাইয়ে আছেন জানা সত্ত্বেও কেন তাঁকে গ্রেফতার করা হচ্ছে না? সঙ্গে তৃণমূল সাংসদকে চিকিৎসার জন্য দুবাই যাওয়ার অনুমতি দেওয়া হয়।
রাজনৈতিক মহলের অবশ্য ধারণা, এবার একেবারে আঁটঘাঁট বেঁধেই প্রস্তুতি নিচ্ছে ইডি। বিনয়কে অর্থনৈতিক অপরাধী ঘোষণা করার তোড়জোড় তারই অংশ।
আরও পড়ুন:সত্যি অশনি সঙ্কেত, বর্ষণ ও তার জেরে দুর্ঘটনায় পশ্চিমের তিন রাজ্যে ৬ শিশু-সহ মৃত ১৮