Recruitment Scam: SSC নিয়োগ দুর্নীতি মামলায় পার্থর জামাইকে জিজ্ঞাসাবাদ ED-র
পিংলার স্কুল নিয়েই পার্থ চট্টোপাধ্যায়ের জামাইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর। এসএসসি নিয়োগ দুর্নীতিতে মামলায় পার্থর জামাইকে জিজ্ঞাসাবাদ ইডির
কলকাতা: জেলে পার্থ, জামাইকে জিজ্ঞাসাবাদ ইডির। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় পার্থর জামাইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইতিমধ্যেই ৩ ঘণ্টা পার, সিজিও কমপ্লেক্সে কল্যাণময় ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করছে ইডি। পিংলার স্কুল নিয়েই পার্থ চট্টোপাধ্যায়ের জামাইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর। এসএসসি নিয়োগ দুর্নীতিতে মামলায় পার্থর জামাইকে জিজ্ঞাসাবাদ ইডির।
তৃতীয়বার জিজ্ঞাসাবাদ: প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আপাতত জেলে। এরই মধ্যে বুধবার তাঁর জামাই কল্যাণময় ভট্টাচার্যকে তৃতীয়বার জিজ্ঞাসাবাদ করল ইডি। নিয়োগ-দুর্নীতির তদন্তে ইডি’র স্ক্যানারে রয়েছে পশ্চিম মেদিনীপুরের পিংলায় পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রীর নামাঙ্কিত এই স্কুল। এই স্কুলে একাধিকবার তল্লাশিও চালানো হয়েছে। আদালতেও ED’র তরফে দাবি করা হয়েছিল, নিয়োগ দুর্নীতির মোটা অঙ্কের টাকা ঢুকেছে পার্থ চট্টোপাধ্যায়ের প্রয়াত স্ত্রীর নামে তৈরি বিসিএম ইন্টারন্যাশনাল স্কুলে। কালো টাকা এভাবেই সাদা করা হয়েছে। ওই স্কুলের অ্যাকাউন্ট পরীক্ষা করা হচ্ছে।
স্কুলে কত টাকা বিনিয়োগ করা হয়েছিল? ২০২১ সালের এপ্রিলে তৈরি হওয়া এই স্কুলের চেয়ারম্যান ছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য। ইডি সূত্রে দাবি, বুধবার তাঁর কাছে জানতে চাওয়া হয় এই স্কুলে কত টাকা বিনিয়োগ করা হয়েছিল? সেই টাকার উৎস কী? স্কুলের নিয়ন্ত্রণ কাদের হাতে ছিল? স্কুল তৈরির সময় কারা কারা যুক্ত ছিলেন? এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে দাবি, পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য জিজ্ঞাসাবাদে সহযোগিতা করেছেন। তাঁকে জিজ্ঞাসাবাদে কয়েকটি নাম সামনে এসেছে। এই তথ্য সামনে রেখেই, তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হবে বলে ইডি সূত্রে দাবি।
এরপরেই ফের মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করে ইডি। তাৎপর্যপূর্ণভাবে আজ তাপস মণ্ডলের মুখেও উঠে এসেছে, মানিক ভট্টাচার্যের ছেলে সৌভিকের সংস্থা Educlasses’এর কথা।
প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি। পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক। তিনিই এখন জেলবন্দি! উঠছে একের পর এক বিস্ফোরক অভিযোগ! তদন্তে নেমে মানিকের বিরুদ্ধে কি ED’র এখন প্রধান হাতিয়ার তাঁরই ঘনিষ্ঠ তাপস মণ্ডল?তাঁকে জিজ্ঞাসাবাদ করেই কি উঠে আসছে বহু গুরুত্বপূর্ণ ও বিস্ফোরক তথ্য? সম্প্রতি, আদালতে ED দাবি করেছিল, অল বেঙ্গল টিচার্স ট্রেনিং অ্যাচিভার্স অ্যাসোসিয়েশনের অ্যাকাউন্ট থেকে Educlasses’এর (মানিক ভট্টাচার্যের ছেলে সৌভিকের সংস্থা) অ্যাকাউন্টে আরও ২ কোটি ৪৭ লক্ষ টাকা পাঠানো হয়েছে। ২০২০-২১ অর্থবর্ষে অনলাইন ক্লাসের জন্য পড়ুয়া পিছু এই টাকা দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার তাৎপর্যপূর্ণভাবে তাপস মণ্ডলের মুখেও উঠে এসেছে Educlasses’এর কথা।
সূত্রের দাবি, অফলাইনে ভর্তির টাকা কীভাবে, কোথায়, কাকে দেওয়া হয়েছে, এই বিষয়টা নিয়েই এদিন জিজ্ঞাসাবাদ করা হয় তাপস মণ্ডলকে। এদিন, অল বেঙ্গল টিচার্স ট্রেনিং অ্যাচিভার্স অ্যাসোসিয়েশনের অ্যাকাউন্ট সংক্রান্ত শেষ কয়েক বছরের নথি ED’র কাছে জমা দেন তাপস। এছাড়া, অল বেঙ্গল টিচার্স ট্রেনিং অ্যাচিভার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে আর কোনও বেসরকারি সংস্থার চুক্তি রয়েছে কি না, সেই দিকটাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
উল্লেখ্য, চলতি মাসেই বাড়ি বিক্রির নামে প্রতারণার অভিযোগে গ্রেফতার কোলাঘাটের প্রাক্তন তৃণমূল নেতার স্ত্রী। পুলিশ সূত্রে খবর, চলতি বছরের এপ্রিলে তমলুকের বাসিন্দা বিকাশ বেরা অভিযোগ করেন, কোলাঘাটের প্রাক্তন তৃণমূল নেতা অতনু গুছাইত, তাঁর ভাই ও স্ত্রী বাড়ি বিক্রির নামে দফায় দফায় ৫০ লক্ষ টাকা নেন। পরে জানা যায়, বাড়িটি সমবায় ব্যাঙ্কের কাছে বন্ধক রয়েছে। টাকা ফেরতের জন্য চাপ দিলে অতনুদের চেকও বাউন্স করে বলে অভিযোগ। এরপরই থানায় অভিযোগ জানানো হয়। গতকাল অতনুর স্ত্রী ও স্কুলশিক্ষিকা মানসী গুছাইতকে গ্রেফতার করে পুলিশ। চাকরি-বিক্রির অভিযোগ রয়েছে ধৃতের স্বামী প্রাক্তন তৃণমূল নেতা অতনু গুছাইতের নামে। তিনি পলাতক।