South Pont School Scam : সাউথ পয়েন্ট স্কুলে ED অভিযান, বিরাট দুর্নীতির জট ছাড়াতে দিকে দিকে ছুটল ইডি
ED At South Pont School : রাজ্যে শিক্ষা নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড়ের মধ্যেই এই বছর ফেব্রুয়ারিতে কলকাতার নামজাদা স্কুল সাউথ পয়েন্টে নিয়োগ দুর্নীতির অভিযোগ ওঠে।
ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা : আর জি কর মেডিক্যালে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মামলায় CBI-এর হাতে সন্দীপ ঘোষের গ্রেফতারির পরের দিনই বেসরকারি স্কুলে দুর্নীতি মামলার তদন্তে শহরে ED-র অ্যাকশন। সকাল সকাল ইডির গন্তব্য কলকাতার প্রখ্যাত সাউথ পয়েন্ট স্কুল। দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মামলায় সকাল থেকে একাধিক জায়গায় চলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযান। কিন্তু হঠাৎ সাউথ পয়েন্ট স্কুলের নাম কেন জড়াল দুর্নীতিতে?
আসলে মামলাটি পুরনো। স্কুলের ট্রাস্টি বোর্ডের প্রাক্তন সদস্য কৃষ্ণ দামানির বিরুদ্ধে দুর্নীতির লম্বা অভিযোগ ছিলই, তার তদন্ত একটা সময় ছিল কলকাতা পুলিশের হাতে। কোটি কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন কৃষ্ণ দামানি। স্কুলের দায়িত্বে থাকাকালীনই এই দামানি নাকি কোটি কোটি টাকার দুর্নীতি করে। সেই টাকা কোথায় পাচার হয়েছে, কার অ্যাকাউন্টে গিয়েছে, তাই খতিয়ে দেখছে ইডি।
সকাল সাড়ে ৬টা নাগাদ কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে নিউ আলিপুরে হানা দেয় ED-র একটি টিম। প্রায় একই সময়ে ED-র আরেকটি টিম পৌঁছে যায় কসবার কায়স্থ পাড়ায়। নিউ আলিপুরে বি ব্লকের নলিনী রঞ্জন অ্যাভিনিউতে ৮৮/১ বাড়িটি হল সাউথ পয়েন্টের পরিচালন সমিতির প্রাক্তন চেয়ারম্যান সুশীল কুমার দাগার। সকাল সকাল সেখানে পৌঁছে যায় ED-র টিম। কেন্দ্রীয় এজেন্সির আরেকটি টিম হানা দেয় কসবার কায়স্থ পাড়ায় কে কে মালব্যর বাড়িতে। সাউথ পয়েন্টে দুর্নীতির অভিযোগে এর আগে তদন্ত করেছে কলকাতা পুলিশও। কোটি কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগে গ্রেফতার হন স্কুলের ট্রাস্টি বোর্ডের সদস্য কৃষ্ণ দামানি।
রাজ্যে শিক্ষা নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড়ের মধ্যেই এই বছর ফেব্রুয়ারিতে কলকাতার নামজাদা স্কুল সাউথ পয়েন্টে নিয়োগ দুর্নীতির অভিযোগ ওঠে। কোটি কোটি টাকা নয়ছয়ের অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন স্কুলের ট্রাস্টি বোর্ডের এক সদস্য।
নজরে ট্রাস্টি বোর্ডের আরেক সদস্য-সহ আরও ৩ জন। অভিযোগ, স্কুলে শিক্ষক-অশিক্ষক কর্মী নিয়োগের নামে প্রায় ২০ কোটি
টাকার দুর্নীতি হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে কলকাতা পুলিশ গ্রেফতার করে ট্রাস্টি বোর্ডের সদস্য কৃষ্ণ দামানিকে।
মুকুন্দপুরে তৈরি হচ্ছে সাউথ পয়েন্ট স্কুলের দ্বিতীয় ক্যাম্পাস। সূত্রের খবর, দ্বিতীয় ক্যাম্পাসের নির্মাণ খরচ নিয়েও বহু টাকা তছরুপ হয়েছে। এখনও নির্মাণকাজ অনেকটাই বাকি। এই বছরই কলকাতা পুলিশ যখন তদন্ত চালায়, তখন অনুমান করা হয়, দুর্নীতির অঙ্ক একশো কোটি পেরিয়ে যেতে পারে।
আরও পড়ুন :
'দিদি পাঠিয়েছে, CM কে ফোন করুন' চড়া গলা, হুমকি বর্তমান অধ্যক্ষকে ! কে এই সন্দীপ ঘনিষ্ঠ আফসার?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে