Recruitment Scam : বৃহস্পতিতে গ্রেফতার কেজরিওয়াল, শুক্রেই কলকাতায় ছড়িয়ে পড়ল ED
Education Recruitment Scam : কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে সাতসকালে একযোগে ৫ জায়গায় হানা দিলেন ইডি-র প্রায় ৪০ জন আধিকারিক।
প্রকাশ সিনহা, ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা : শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলায় জেলে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আর সেই শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এবার রাজ্যের আরও এক মন্ত্রীর বাড়িতে কড়া নাড়ল ইডি। ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিংহের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি অভিযান শুরু হল। ইডি সূত্রে খবর, তদন্তে বারবার নাম উঠে আসাতেই, তথ্য জানতে মন্ত্রীর বাড়িতে তাঁদের এই অভিযান বলে সূত্রের খবর ।
স্থানীয় সূত্রে খবর, স্কুলে নিয়োগ দুর্নীতির গোটা চক্রের অন্যতম বড় মডিউল সক্রিয় বীরভূমে। একাংশের অভিযোগ, লালমাটির জেলায় প্রাথমিক থেকে উচ্চ প্রাথমিক, সর্বস্তরে স্কুলে চাকরি বিক্রি হয়েছে। সেই অভিযোগ ক্ষতিয়ে দেখতেই এই অভিযান বলে মনে করা হচ্ছে।
সন্দেশখালিকাণ্ডের পুনরাবৃত্তি এড়াতে, এদিন মন্ত্রী চন্দ্রনাথ সিংহের (Chandranath Singh) বাড়ির একশো মিটার জুড়ে কড়া নিরাপত্তার ব্য়বস্থা করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর দলে রাখা হয়েছে মহিলা সদস্যও। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা স্থানীয় কাউকেই ধারেকাছে ঘেঁষতে দিচ্ছেন না।
ভোটের মুখে ইডি-র হাতে দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেফতারি ঘিরে জাতীয় রাজনীতি যখন উত্তাল, তখন শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে বাংলাতে ফের অলআউট অ্যাকশনে নেমেছে কেন্দ্রীয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে সাতসকালে একযোগে ৫ জায়গায় হানা দিয়েছেন ইডি-র প্রায় ৪০ জন আধিকারিক। চেতলা, লেকটাউন সহ ৫ জায়গায় চলছে ইডি-র তল্লাশি অভিযান। চেতলায় পিয়ারীমোহন রায় রোডে বিশ্বরূপ বসু নামে এক ব্যক্তির বাড়িতে হানা দিয়েছে ইডি। স্থানীয় সূত্রে খবর, বিশ্বরূপ বসু তৃণমূল নেতা। তাঁর পরিবহণ সংক্রান্ত ব্যবসা রয়েছে। তৃণমূল নেতার বাড়িতে গেলে, ইডি-র আধিকারিকদের জানানো হয়, তিনি বাড়িতে নেই।
পাশাপাশি লেকটাউনে এক ব্যবসায়ীর বাড়িতেও শুক্রবার সকালে পৌঁছেছে ইডি। সকাল সাতটার আগেই ৭৯ শরৎ চ্যাটার্জি রোড, বরাত কলোনির একটি আবাসনে ওই ব্যবাসায়ীর ফ্ল্যাটে পৌঁছে যান ইডি-র আধিকারিকরা। এর বাইরেও আরও তিন জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত মিডলম্য়ান প্রসন্ন রায়ের মাধ্যমে ব্যাপক আর্থিক তছরুপ হয়েছে। আগেই ইডি সূত্রে এই দাবি করা হয়। কেন্দ্রীয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে খবর, চাকরি বিক্রির টাকা ঘুরপথে কোথায় কোথায় খেটেছে, তার হদিশ পেতেই তাঁদের এদিনের অভিযান।
আরও পড়ুন :
Arjun Singh Exclusive : বিজেপি-তৃণমূল বাপের বাড়ি-শ্বশুরবাড়ি? অর্জুনের ফুল-বদলের রহস্য জানত বিজেপি? এক্সক্লুসিভ অর্জুন সিংহ
অন্যদিকে আবার,