ED Raid: বালি পাচার মামলায় কলকাতা ও একাধিক জেলার ২২ ঠিকানায় ইডি হানা, চলছে তল্লাশি
ED raids in Kolkata and District: বালি পাচার মামলায় GD মাইনিং-এর লিঙ্কে ২২ জায়গায় তল্লাশি। বালি পাচারের কালো টাকা সাদা করতে বিমায় বিনিয়োগ, সন্দেহ ইডির।

কলকাতা: রাজ্যে ফের ইডির অভিযান, একযোগে ২২ ঠিকানায় তল্লাশি। এবার বালি পাচার মামলায় কলকাতা ও একাধিক জেলায় হানা ইডির। বালি পাচারের কালো টাকা সাদা করার অভিযোগে হানা। ইডির স্ক্যানারে বালি খাদানের ব্যবসায় যুক্ত সংস্থা GD মাইনিং। বালি পাচার মামলায় GD মাইনিং-এর লিঙ্কে ২২ জায়গায় তল্লাশি। বালি পাচারের কালো টাকা সাদা করতে বিমায় বিনিয়োগ, সন্দেহ ইডির।
সল্টলেক সেক্টর ফাইভে GD মাইনিংয়ের হেড অফিসে তল্লাশি করা হয়। সল্টলেকের FE ব্লকে সংস্থার কর্ণধার অরুণ শরাফের বাড়িতে ইডি। সখের বাজারের জি ডি মাইনিংয়ের রেজিস্টার্ড অফিসে হানা। রিজেন্ট কলোনিতে রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থার এজেন্টের বাড়িতে এজেন্সির হানা। ঝাড়গ্রামে গোপীবল্লভপুরে ১ ও ২ ব্লকের ৬ জায়গায় তল্লাশি করে পুলিশ। ঝাড়গ্রাম গোপীবল্লভপুরে GD মাইনিংয়ের কর্মী শেখ জহিরুল আলির বাড়িতে হানা। ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের ভামালে দুই গাড়িচালকের বাড়িতে ইডি হানা দেয়। মেদিনীপুরের বালি ব্যবসায়ী সৌরভ রায়ের বাড়িতে তল্লাশি। খেজুরিতে জয়রামনগরে পরিবহণ ব্যবসায়ী দিলীপ প্রধানের বাড়িতে তল্লাশি। কল্যাণীর GD মাইনিং-এর ডিরেক্টর ধীমান চক্রবর্তীর বাড়িতে হানা।
নির্দিষ্ট পরিমাণের চেয়েও বেআইনিভাবে বেশি বালি তুলে পাচারের অভিযোগ পেয়েছে ইডি। ইডির তরফ থেকে আরও জানানো হয়েছে, অতিরিক্ত বালি বিক্রি করে সেই মুনাফা পৌঁছে যেত প্রভাবশালীদের কাছে। অতিরিক্ত বালির বিক্রির টাকা লগ্নি করা হয়েছে বিভিন্ন প্রকল্পে। ECIR দায়ের করে বালি পাচার মামলায় কেন্দ্রীয় এজেন্সির অভিযান চলে আজকে। BLLRO, পুলিশের দায়ের করা FIR-র ভিত্তিতে তদন্তে নেমেছে ED। ঝাড়গ্রাম, পঃ মেদিনীপুরে দায়ের করা মামলার ভিত্তিতে অভিযান করা হয়েছে।
বর্ধমান রেঞ্জে কয়েকটা ট্রাক ধরে FIR করে বর্ধমান রেঞ্জের পুলিশ। কলকাতার দিকে আসা বালি ভর্তি ট্রাক আটক করে পুলিশের FIR। জাল নথি দিয়ে বালি পাচার, সেই সূত্রেই সামনে GD মাইনিং করা হয়েছে বলে অভিযোগ ইডির। বালি পাচারের কালো টাকা সাদা করতে বিমায় বিনিয়োগ, সন্দেহ ইডির। সল্টলেক সেক্টর ৫-এর GD মাইনিংয়ের হেড অফিসে ED-র তল্লাশি করা হয়েছে আজ। সল্টলেকের FE ব্লকের GD মাইনিংয়ের কর্ণধার অরুণ শরাফের বাড়িতে আজ তল্লাশি চালায় ED।
আজ কল্যাণীর GD মাইনিংয়ের ডিরেক্টর ধীমান চক্রবর্তীর বাড়িতে হানা দেয় ইডি। সখেরবাজারের GD মাইনিংয়ের রেজিস্টার্ড অফিসে হানা দিয়েছে ইডি। রিজেন্ট কলোনিক রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থার এজেন্টের বাড়িতে এজেন্সির হানা। ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে ১ ও ২ ব্লকের ৬ জায়গায় ইডির তল্লাশি। গোপীবল্লভপুরের GD মাইনিংয়ের কর্মী শেখ জহিরুল আলির বাড়িতে হানা দেয় পুলিশ ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের ভামালে ২ গাড়িচালকের বাড়িতে ED। মেদিনীপুরের বালি ব্যবসায়ী সৌরভ রায়ের বাড়িতে তল্লাশি চালায় ইডি। খেজুরির জয়রামনগরে পরিবহণ ব্যবসায়ী দিলীপ প্রধানের বাড়িতে তল্লাশি।























