West Bengal SSC scam: তদন্তকারীদের লিস্টে ছিল না নাম, তারপর কীভাবে উঠে এল পার্থ ঘনিষ্ঠ অর্পিতার নাম?
Teacher recruitment scam: পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে এই টাকা কার? কোথা থেকে এল?
ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা : প্রায় ২৪ ঘণ্টার বেশি পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জের ফ্ল্যাটে চলছে ইডি-র তল্লাশি। ডায়মন্ড সিটি সাউথের ওই ফ্ল্যাটে রাতভর চলেছে টাকা গোনা।নিয়ে আসা হয়েছে টাকা গোনার যন্ত্র। ইডি সূত্রে খবর, এখনও পর্যন্ত ২০ কোটি টাকা উদ্ধার হয়েছে।
কীভাবে উঠে এল অর্পিতা মুখোপাধ্যায়ের নাম?
SSC দুর্নীতি তদন্তে কীভাবে উঠে এল পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের নাম? কীভাবেই বা অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হল কোটি কোটি টাকা?
ইডি ( Enforcement Directorate ) সূত্রে খবর, SSC দুর্নীতি তদন্তে তল্লাশি চালানোর পরিকল্পনার সময় অর্পিতা মুখোপাধ্যায়ের নাম ছিল না। সূত্রের দাবি, গতকাল তল্লাশি চালানোর সময়, ED-র তদন্তকারীদের হাতে পড়া একটি কাগজের সূত্র ধরে অর্পিতার নাম জানা যায়।
ED is carrying out search operations at various premises linked to recruitment scam in the West Bengal School Service Commission and West Bengal Primary Education Board. pic.twitter.com/i4dP2SAeGG
— ED (@dir_ed) July 22, 2022
সোর্স মারফৎ জানা যায়, টালিগঞ্জের ডায়মন্ড সিটি সাউথের বাসিন্দা অর্পিতা পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ। তখনই দিল্লির অফিসারদের সঙ্গে কথা বলে, অর্পিতার বাড়িতে তল্লাশি চালানোর সিদ্ধান্ত। অন্য জায়গা থেকে ৭-৮ জন অফিসারকে পাঠানো হয় অর্পিতার ফ্ল্যাটে। ED সূত্রে দাবি, ফ্ল্যাটের ভিতরে গিয়ে দেখা যায়, ৩টে ঘরের মধ্যে একটি বন্ধ। অর্পিতা দাবি করেন, সেটি তাঁর বেডরুম। ওই ঘরেরই একটি ওয়ারড্রোব থেকে দুটি বস্তা ভর্তি টাকা উদ্ধার হয়।
প্রশ্ন উঠেছে, পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে এই টাকা কার? কোথা থেকে এল?
View this post on Instagram