Recruitment Scam: নিয়োগ দুর্নীতিতে এবার অভিষেকের বাবা-মাকে ইডির তলব: সূত্র
Recruitment Corruption: সূত্রের খবর, লিপস অ্যান্ড বাউন্ডসের ডিরেক্টর হিসেবে তলব করেছে ইডি। লিপস অ্যান্ড বাউন্ডস নিয়ে একাধিক নথি নিয়ে হাজিরার নির্দেশ।
কলকাতা: নিয়োগ দুর্নীতিতে এবার অভিষেকের (Abhishek Banerjee) বাবা-মাকে তলব করল ইডি। এমনটাই খবর মিলেছে সূত্র মারফত। সূত্রের খবর, লিপস অ্যান্ড বাউন্ডসের ডিরেক্টর হিসেবে ইডির (ED) তলব। অভিষেকের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়, মা লতা বন্দ্যোপাধ্যায়কে ইডি তলব করেছে। আগামী সপ্তাহে ২জনকেই সিজিও কমপ্লেক্সে ইডির তলব করেছে বলে সূত্রের খবর। লিপস অ্যান্ড বাউন্ডস নিয়ে একাধিক নথি নিয়ে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।
অভিষেকের বাবা-মাকে তলব: কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে, আগামী দোসরা ও তেসরা অক্টোবর, দিল্লিতে ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছে তৃণমূল। আর সেই কর্মসূচির দ্বিতীয় দিনেই অর্থাৎ, ৩ অক্টোবর, মঙ্গলবার ফের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।তবে শুধু অভিষেক নন, সূত্রের দাবি, লিপস অ্যান্ড বাউন্ডসের ডিরেক্টর হিসেবে, তাঁর বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এবং মা লতা বন্দ্যোপাধ্যায়কেও ED তলব করেছে। আগামী সপ্তাহে ২ জনকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে।
সোমবার বিচারপতি অমৃতা সিন্হা ইডির জমা দেওয়া রিপোর্ট দেখে প্রশ্ন করেন, 'এতদিনেও কেন সম্পত্তির খতিয়ান পাওয়া গেল না?' বিচারপতি বলেন, আপনারা (ED) জানিয়েছেন যে, অভিষেক বন্দোপাধ্যায়ের ৩টি বিমা আছে । তাহলে কি তার হাতে আর কোনও সম্পত্তি নেই? ব্যাঙ্ক অ্যাকাউন্টও কি নেই? বিচারপতি অমৃতা সিনহা বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন সাংসদ। তাঁর অ্যাকাউন্টও কি নেই? তাঁর বেতন কোন অ্যাকাউন্টে যায়? উত্তরে ইডি বলে, ব্য়াঙ্ক অ্য়াকাউন্ট আছে। বিচারপতি জানতে চান, তাহলে সেই অ্যাকাউন্টের উল্লেখ করেননি কেন? আপনারা কি পোস্ট অফিস? এরপরই বিস্ফোরক মন্তব্য করেন বিচারপতি। তিনি বলেন, আপনারাই তথ্য গোপন করছেন বলে এখন সন্দেহ হচ্ছে। শুধু তাই নয়, ওই শুনানিতেই ২৫ সেপ্টেম্বর লতা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির খতিয়ান তলব করেন বিচারপতি। তিনি বলেন,
'মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনে লতা বন্দ্যোপাধ্যায়ের নাম আছে। কোম্পানির সদস্য এবং ডিরেক্টরদের খতিয়ান অসম্পূর্ণ। তদন্তভার নেওয়ার পরে ১৮ মাস হয়ে গেছে, ফলাফল দেখা যাচ্ছে না।'