Rujira Banerjee: প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে এবার তলব রুজিরাকে, আগামী সপ্তাহে সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ
Primary Recruitment: ED-র একটি সূত্র জানিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর মা-বাবার সঙ্গে রুজিরাকেও জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা।
![Rujira Banerjee: প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে এবার তলব রুজিরাকে, আগামী সপ্তাহে সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ ED summons TMC leader Abhishek Banerjee's wife Rujira Banerjee in SSC Case Rujira Banerjee: প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে এবার তলব রুজিরাকে, আগামী সপ্তাহে সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/04/bcdca135550070673c5ea3581b7373151696399982239338_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্য়ায়কে জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই মর্মে অভিষেক-পত্নীকে তলব করা হয়েছে বলে ED সূত্রে খবর। জানা গিয়েছে, তলব আগামী সপ্তাহেই সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে রুজিরাকে।
ED-র একটি সূত্র জানিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর মা-বাবার সঙ্গে রুজিরাকেও জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা। নিয়োগ দুর্নীতিতে ED-র হাতে আসা তথ্যের ভিত্তিতেই হবে জিজ্ঞাসাবাদ। বয়ান রেকর্ড করা হবে রুজিরার। ইতিমধ্যেই অভিষেকের মা অমিত এবং মা লতা বন্দ্যোপাধ্যায়কেও হাজিরার নির্দেশ দেয় ED.
কলকাতায় সিজিও কমপ্লেক্সের সাত তলায় ED-র দফতর। এর আগে, কয়লা পাচার মামলায় সিজিও কমপ্লেক্সে আগেও গিয়েছিলেন রুজিরা। সেবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দিল্লির আধিকারিকরা তাঁকে জিজ্ঞাসাবাদ করে। এবার প্রাপ্ত তথ্য সামনে রেখে ED তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায়। রুজিরার বয়ানও রেকর্ড করতে চান ED-র আধিকারিকরা।
প্রাথমিক দুর্নীতি মামলায় ৩ অক্টোর অভিষেককেও জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল ED. কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ নিয়ে দিল্লিতে ধর্না কর্মসূচি থাকায় হাজিরা দিতে পারেননি তিনি। বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থও হন তিনি। বার বার ডেকে পাঠিয়ে তাঁকে এবং তাঁর পরিবারকে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ করেন অভিষেক।
আরও পড়ুন: Abhishek Banerjee: দিল্লি ছাড়ার আগেই ফের অভিষেককে তলব ED-র, আগামী সপ্তাহে জিজ্ঞাসাবাদ
যদিও ED-র একটি সূত্র জানিয়েছে, প্রাথমিক দুর্নীতির তদন্ত করতে গিয়ে বেশ কিছু তথ্য হাতে এসেছে তদন্তকারীদের হাতে। এর আগে লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার অফিস থেকে বেশ কিছু নথিপত্র উদ্ধার করেন তাঁরা। তাতে সন্দেহজনক কিছু লেনদেন চোখে পড়েছে বলে জানা গিয়েছে। তার পরি রুজিরাকে তলব করা হল।
প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে গতকালই ED-র দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল অভিষেকের। কিন্তু দিল্লিতে ধর্না কর্মসূচি থাকায় হাজিরা দেননি তিনি। এর পর, নতুন করে ফের তাঁকে সমন পাঠানো হয়েছে। ৯ অক্টোবর হাজিরা দিতে বলা হয়েছে অভিষেককে। আগামী সপ্তাহে রুজিরাকেও হাজির হতে বলা হল।
এ নিয়ে তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, "এবার অভিষেকের বাড়ির কাজের লোক, গাড়ির চালককে ডাকা বাকি। তার পরও কিছু করতে পারছে না। অভিষেক ফোবিয়া বিজেপি-কে তাড়া করে বেড়াচ্ছে। তাই এভাবে হেনস্থা করা হচ্ছে।" রাজ্য বিজেপি-র মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, "কেন্দ্রীয় সংস্থা যদি কোনও প্রমাণ করতে না পারে, তাহলে বার বার রক্ষাকবচের জন্য আদালতের দ্বারস্থ হচ্ছেন কেন অভিষেক? আর ED-র তলব শুনে শুনে ক্লান্ত মানুষ। আমাদের আর কোনও আগ্রহ নেই। আগ্রহ নেই মানুষেরও। এই খেলা থেকে বেরিয়ে আসুক পশ্চিমবঙ্গ।"
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)