Electricity Bill Hike Protest: বিদ্যুতের মাশুল বৃদ্ধির প্রতিবাদ,পথে নামল বিজেপি
CESC Bill Hike BJP Protest Rally: হাতিয়ার বেলাগাম বিদ্যুতের বিল। প্রতিবাদে বিজেপির সিইএসসি অফিস অভিযান। ভোটের পর প্রথম বড় কর্মসূচিতে পথে নামলেন শুভেন্দু-রাহুল-কৌস্তভরা।
শিবাশিস মৌলিক, কলকাতা: বেলাগাম বিদ্যুতের বিল রাজ্যে। আর তার প্রতিবাদে পথে নামল বিজেপি। হাইকোর্টের অনুমতি নিয়ে মুরলীধর সেন লেন থেকে বিজেপির মিছিল শুরু হয়। ভিক্টোরিয়া হাউস পর্যন্ত এই মিছিল হয়।
রাজ্য়ের সর্বত্র অস্বাভাবিক হারে বিদ্য়ুতের মাশুলবৃদ্ধির প্রতিবাদে এভাবেই পথে নামল বঙ্গ বিজেপি। হাইকোর্টের অনুমতি নিয়ে মুরলীধর সেন লেন থেকে CESC-র সদর দফতর পর্যন্ত মিছিলে,
নেতৃত্ব দিলেন শুভেনদু অধিকারী। গ্রাহকস্বার্থের কথা বিনদুমাত্র মাথায় না রেখেই, লাগামছাড়া বিদ্যুতের মাশুল বৃদ্ধি করা হয়েছে, CESC-র বিরুদ্ধে আগেই এই অভিযোগ উঠেছিল। এ নিয়ে সম্প্রতি মুখ খোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "এই সুযোগে শুনলাম CESC দাম বৃদ্ধি করেছে। আমাদের তো কিছু জানায়নি। বিদ্যুৎ দফতরকেও ওরা জানায়নি।''
পথে নামল বিজেপি: হাতিয়ার বেলাগাম বিদ্যুতের বিল, প্রতিবাদে বিজেপির সিইএসসি অফিস অভিযান। সোমবার থেকে টানা ৫দিন অবস্থান-বিক্ষোভের হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। বাড়তি বিল প্রত্যাহারে ১৫ অগাস্ট পর্যন্ত ডেডলাইন দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। পাশাপাশি একচেটিয়া ব্যবসা বন্ধে বিল আনার হুঁশিয়ারিও দেন তিনি। এদিন শুভেন্দু অধিকারী বলেন, "ভোট চুরি করে নিশীথ প্রামাণিককে হারানো হয়েছে। ছাপ্পা ভোটে ডায়মন্ড হারবারে জিতেছে তৃণমূল। বাড়তি বিল প্রত্যাহার করতে হবে, না হলে করাতে জানে বিজেপি। ১৫ অগাস্ট পর্যন্ত CESC-কে টাইম দিয়ে গেলাম।'' এদিন বিরোধী দলনেতা আরও বলেন, "তৃণমূল কংগ্রেস ১ হাজার কোটি টাকা দুজনের কাছ থেকে চাঁদা নিয়েছে। একটা হল ডিয়ার লটারির থেকে... ৬০০ কোটি টাকা, আরেকটা হল গোয়েঙ্কার থেকে ৪০০ কোটি টাকা। মুখ্যমন্ত্রী বলছেন আমি তো জানতাম না ওরা বিল বাড়িয়েছে। CESC তৃণমূল সরকারের থেকে ছাড়পত্র নিয়ে তবেই এই বিল বাড়িয়েছে। এর জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি মিথ্যালগ্নে জন্মেছেন, একটাও সত্যি বলেন না।''
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Recruitment Scam: CBI স্ক্যানারে পুরসভার ১ হাজার ৮৫০ জনের চাকরি ! অভিযোগের শীর্ষে দক্ষিণ দমদম..