ED : অনুপ মাঝির ডায়ারিতে কেন উল্লেখ? আর্থিক লেনদেনে জড়িত? রাজ্যের পুলিশ অফিসারকে জেরা ইডির
West Bengal Police : ইডি সূত্রে জানা যাচ্ছে, তথাগত বসুর কাছে জানতে চাওয়া হবে, কোনও আর্থিক লেনদেনে বিষয়ে তিনি কিছু জানেন কি না।
প্রকাশ সিনহা, কলকাতা : কয়লা পাচারকাণ্ডে (Coal Smuggling) রাজ্যের আরও এক আইপিএস অফিসারের হাজিরা দিচ্ছেন ইডি দফতরে। দিল্লির ইডি অফিসে হাজিরা দিয়েছেন আইপিএস তথাগত বসু। তাঁকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে জিজ্ঞাসাবাদা চালানো হচ্ছে বলেই জেরা করছে এনফোর্সমেন্ট ডাইরেক্টটরেট (Enforcement Directorate)।
জেরা কোন কোন বিষয়ে
ইডি সূত্রে জানা গিয়েছে, কয়লাপাচারকাণ্ডে তদন্তে নেমে রাজ্যের একাধিক পুলিশ অফিসারের নাম উঠে আসে তদন্তে। যারপরই বাংলার ৮ অফিসারকে বিভিন্ন দিনে তলব করে ইডি। কয়লাপাচারকাণ্ডের অন্যতম অভিযুক্ত লালা ওরফে অনুপ মাঝির ডায়ারিতেও পুলিশ অফিসারদের নাম পাওয়া গিয়েছে বলেই দাবি ইডি-র।
কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, লালার ডায়ারিতে এসি পুরুলিয়া, এসপি হুগলিকে বিপুল অঙ্কের টাকা দেওয়ার উল্লেখ রয়েছে। প্রসঙ্গত, সেই সময় এস পি হুগলির দায়িত্বে ছিলেন তথাগত বসু। আপাতত তিনি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের SP পদে কর্মরত। ইডি সূত্রে জানা যাচ্ছে, তাঁর জানতে চাওয়া হবে, কোনও আর্থিক লেনদেনে বিষয়ে তিনি কিছু জানেন কি না। আদৌ তিনি কোনও টাকা পেয়েছিলেন কি না সেই প্রসঙ্গেও জানতে জেরা চালাবে ইডি, বলেই সূত্রের খবর।
আইপিএসদের তলব
জ্ঞানবন্ত সিং, সুকেশ জৈন, রাজীব মিশ্র, শ্যাম সিংহ, তথাগত বসু, সেলভা মুরুগান, কোটেশ্বর রাও ও ভাস্কর মুখোপাধ্যায়, রাজ্যের ৮ জন আইপিএস-কে দিল্লিতে তলব করা হয়েছে। স্পেশাল টাস্ক ফোর্সের ADG জ্ঞানবন্ত সিংহ দিল্লির ইডি সদর দফতরে না গিয়ে ১৫ দিনের সময় চেয়ে নিয়েছেন। যদিও তার পরে নির্দিষ্ট দিনেই বর্তমানে রাজ্যের দুর্নীতিদমন শাখার সদর দফতরের SP কোটেশ্বর রাও, সিভিল ডিফেন্সের DIG শ্যাম সিং, পুরুলিয়ার পুলিশ সুপার সেলভা মুরুগান, রাজীব মিশ্র, সুকেশ জৈন ও তারপর তথাগত বসু ইডি জেরার সম্মুখীন হলেন। আগামীকাল হাজিরা দেওয়ার কথা সুন্দরবন পুলিশ জেলার SP ভাস্কর মুখোপাধ্যায়ের।
আইপিএসদের জেরা প্রসঙ্গে বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরার কথায়, তৃণমূল যে ধরনের দুর্নীতি করে থাকে, যারা পদস্থ আধিকারিক, তাদের বলির পাঁঠা বানিয়ে দুর্নীতি করেন। এই আইপিএস, আইএএস-দের ডাকলে, এরা তো রাজসাক্ষী, এদের ডাকলে ঠিকঠাক জিজ্ঞাসাবাদ করলে একদিন মমতা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে আসবে।
আরও পড়ুন- কয়লা পাচারকাণ্ডে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন পাঠাল ইডি