![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Gaighata Farmer Agitation: দালাল রাজের অভিযোগ, প্রতিবাদে গাইঘাটা কৃষক বাজারের গেট আটকালেন চাষীরা
Gaighata News: গাইঘাটা কৃষক বাজারে ফসল বিক্রি করতে যাওয়া চাষীদের থেকে কম দামে কিনে বেশি দামে বিক্রি করার অভিযোগ উঠল। এই দালাল রাজের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বাজারের গেট বন্ধ করলেন কৃষকরা।
![Gaighata Farmer Agitation: দালাল রাজের অভিযোগ, প্রতিবাদে গাইঘাটা কৃষক বাজারের গেট আটকালেন চাষীরা Farmer Show agitation and closed Farmers market gate for corruption at Gaighata in North 24 parganas Gaighata Farmer Agitation: দালাল রাজের অভিযোগ, প্রতিবাদে গাইঘাটা কৃষক বাজারের গেট আটকালেন চাষীরা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/25/7322b515236f2214a0cac4d65e65254b1721901402953990_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সমীরণ পাল, গাইঘাটা: কৃষকরা যাতে ফসলের নায্য দাম পান তার জন্য রাজ্যজুড়ে বিভিন্ন জেলায় কৃষক বাজার (Farmers market) খুলেছে রাজ্য সরকার। কিন্তু, এইরকমই একটি বাজারে দালাল রাজের বিরুদ্ধে সরব হলেন খোদ কৃষকরাই। অভিযোগ জানিয়ে কৃষক বাজারের গেটই বন্ধ করে দিলেন তাঁরা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার (North 24 parganas) গাইঘাটা কৃষক বাজারে। কৃষকদের অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপক।
স্থানীয় সূত্রে জানা গেছে, গাইঘাটা কৃষক বাজারে একদল লোক দালাল চক্র চালাচ্ছে বলে অভিযোগ চাষী ও তৃণমূল কংগ্রেসের শ্রমিক ও কৃষক সংগঠনের স্থানীয় সদস্যদের। এর ফলে কষ্টার্জিত ফসলের ন্যায্য দাম কৃষকরা পাচ্ছেন না বলেই দাবি। এর প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার বাজার চত্বরে বিক্ষোভ দেখানো হল তৃণমূলের শ্রমিক ও কৃষক সংগঠন এবং চাষীদের পক্ষ থেকে। কয়েকজনকে দালাল চক্র চালানোর অভিযোগে তাড়া করে কৃষক বাজার থেকে বেরও করে দেওয়া হয়। পরে ফসলের সঠিক দাম পাচ্ছেন না এই অভিযোগ জানিয়ে কৃষক বাজারে গেট বন্ধ করে দেন চাষীরা।
তৃণমূলের শ্রমিক সংগঠনের অভিযোগ, গাইঘাটা কৃষক বাজার থেকে ভেন্ডার সমিতির নামে বিল ছাপিয়ে টাকা তোলা হচ্ছে। বাজারে বড় ব্যবসায়ীরা ঢুকতে পারছেন না।
বিক্ষোভ দেখানো কৃষকদের দাবি, তাঁরা বাজারে কাঁচামাল নিয়ে আসার পর ন্যায্য দাম পাচ্ছেন না। ফসল তাঁদের থেকে কম দামে কিনে বেশি দামে ব্যবসায়ীদের কাছে বিক্রি করছে ভেন্ডারদের একাংশ। এই ধরনের দালালদের জন্য কৃষকরা তাঁদের ফসলের ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন।
প্রসঙ্গত উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস ২০১১ সালে পশ্চিমবঙ্গের ক্ষমতার আসার পরেই রাজ্যের বিভিন্ন জেলায় কৃষক বাজার খোলার সিদ্ধান্ত হয়েছিল। চাষীরা যাতে তাঁদের ফসলের ন্যায্য মূল্য সেটাই ছিল লক্ষ্য।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)