Soumendu Adhikari: নতুন মামলার মুখে পড়ার আশঙ্কা, হাইকোর্টের দ্বারস্থ সৌমেন্দু অধিকারী
আবেদনে শুভেন্দু অধিকারীর ভাই উল্লেখ করেছেন, তাঁর বিরুদ্ধে ১২টি এফআইআর রয়েছে। মিথ্যা মামলায় তাঁকে জড়ানো হচ্ছে। তৃণমূলে থাকাকালীন প্রায় ১০ বছর কাঁথি পুরসভার চেয়ারম্যান ছিলেন সৌমেন্দু অধিকারী।
সৌভিক মজুমদার, কলকাতা : দুয়ারে পঞ্চায়েত নির্বাচন (Somendu Adhikary)। তার আগে, নতুন মামলার মুখে পড়ার আশঙ্কায় কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন কাঁথি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ও বিজেপি নেতা সৌমেন্দু অধিকারী (Somendu Adhikary)।
আবেদনে শুভেন্দু অধিকারীর ভাই উল্লেখ করেছেন, তাঁর বিরুদ্ধে ১২টি এফআইআর রয়েছে। মিথ্যা মামলায় তাঁকে জড়ানো হচ্ছে। তৃণমূলে থাকাকালীন প্রায় ১০ বছর কাঁথি পুরসভার চেয়ারম্যান ছিলেন সৌমেন্দু অধিকারী।
পুরসভার মেয়াদ শেষের পর প্রশাসকের দায়িত্বও সামলেছেন। একুশের বিধানসভা ভোটের মুখে দাদা শুভেন্দু অধিকারীর মতো তিনিও বিজেপিতে যোগ দেন। এরপর,কাঁথির রাঙামাটি শ্মশান উন্নয়নে টাকা নয়ছয়, শ্মশান চত্বরে স্টল তৈরি করে বেআইনিভাবে বিক্রি, টেন্ডারের শর্ত মেনে কাজ না করা-সহ একাধিক দুর্নীতির অভিযোগে সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা রুজু হয়।
একাধিকবার তাঁকে জিজ্ঞাসাবাদও করা হয়। পঞ্চায়েত নির্বাচনের জন্য এবার বেশ কয়েকটি এলাকার দায়িত্ব দেওয়া হয়েছে সৌমেন্দু অধিকারীকে। তাই তাঁর আশঙ্কা, সুযোগ পেলেই তাঁর বিরুদ্ধে নতুন অভিযোগ দায়ের করা হতে পারে। এই পরিস্থিতিতে রক্ষাকবচ চেয়ে মঙ্গলবার আদালতের দ্বারস্থ হন সৌমেন্দু। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। আগামী সপ্তাহের বুধবার এই মামলার শুনানি।
বারবার জিজ্ঞাসাবাদ: চলতি বছরের শুরুতেই পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন সৌমেন্দু অধিকারী। কাঁথির রাঙামাটি শ্মশান দুর্নীতি মামলায় পুলিশি জিজ্ঞাসাবাদ চলে। এই নিয়ে মোট ৬ বার কাঁথি থানায় জিজ্ঞাসাবাদ করা হল কাঁথি পুরসভার প্রাক্তন চেয়ারম্যানকে। সৌমেন্দু অধিকারীর দাবি, তিনি তদন্তে সহযোগিতা করছেন। এই নিয়ে টানা ৬ বার কাঁথি থানায় হাজিরা দিয়েছেন সৌমেন্দু অধিকারী। আবার তাঁকে তলব করা হয়েছে। আগামী সোমবার তাঁকে কাঁথি থানায় তলব করা হল।
রাঙামাটি শ্মশান দুর্নীতি মামলা: এদিন সকাল ১১টায় সৌমেন্দু অধিকারীকে হাজিরা দিতে বলা হয়েছিল। সূত্রের খবর, তিনি ইমেলে জানান তাঁর শারীরিক সমস্যা রয়েছে সেই কারণেই সকাল ১১টায় তিনি যেতে পারবেন না। দুপুরের খাওয়া-দাওয়া সেরে দুপুর ১টা নাগাদ জিজ্ঞাসাবাদের জন্য থানায় উপস্থিত হতে পারবেন। সৌমেন্দু অধিকারীর (Soumendu Adhikari) আইনজীবী অনির্বাণ চক্রবর্তী বলেন, 'উনি তদন্তে সহযোগিতা করছেন। পুলিশ (Police) যতবার ডেকেছে এসেছেন। অসুস্থ থাকায় বাইরের খাবার খাবেন না, তাই আজ দেরিতে এসেছেন।' এদিন দুপুর ১টা বেজে ৫-নাগাদ কাঁথি থানায় পৌঁছন তিনি। পুলিশ সূত্রে খবর, কাঁথির (Contai Police Station) আইসি ও SDPO-র নেতৃত্বে চলে জিজ্ঞাসাবাদ। প্রায় ৩ ঘণ্টা ১০ মিনিট ধরে চলে গোটা প্রশ্নোত্তর পর্ব।
তৃণমূলে (TMC) থাকাকালীন প্রায় ১০ বছর কাঁথি পুরসভার (Contai Municipality) চেয়ারম্যান ছিলেন সৌমেন্দু অধিকারী। পুরসভার মেয়াদ ফুরনোর পরও প্রশাসকের দায়িত্ব সামলেছেন। পরে ২০২১ সালের বিধানসভা ভোটের আগে দাদা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) মতো তিনিও বিজেপিতে যোগ দেন।
কী কী অভিযোগ: তারপর তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠে। কাঁথির রাঙামাটি শ্মশান উন্নয়নে টাকা নয়ছয়। শ্মশান চত্বরে স্টল তৈরি করে বেআইনিভাবে বিক্রি। এমনকী টেন্ডারের শর্ত মেনে কাজ না করা-সহ একাধিক দুর্নীতির (Corruption) অভিযোগে সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা রুজু করা হয়। এর আগে কাঁথির রাঙামাটি শ্মশান দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মামলায় সৌমেন্দু অধিকারীকে পুলিশি তদন্তে সহযোগিতার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট (Kolkata High Court)। আগামী সোমবার ফের তাঁকে কাঁথি থানায় তলব করা হয়েছে।