Mamata Banerjee: আমি গর্বিত আমি একজন ভারতীয়, আমি গর্বিত বাংলার মাটিতে জন্ম নিয়েছি: মমতা
Netaji Birth Anniversary: 'আমি গর্বিত আমি একজন ভারতীয়, আমি গর্বিত বাংলার মাটিতে জন্ম নিয়েছি', নেতাজি জন্মজয়ন্তীতে বার্তা মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
কলকাতা: 'আমি গর্বিত আমি একজন ভারতীয়, আমি গর্বিত বাংলার মাটিতে জন্ম নিয়েছি', নেতাজি জন্মজয়ন্তীতে বার্তা মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee On Netaji Birth Anniversary)। একই সঙ্গে সম্প্রীতির (CM Gives Harmony Message) বার্তাও ফিরে এল তাঁর কথায়। নেতাজি সুভাষচন্দ্র বসু (Netaji Subhash Chandra Bose) তো বটেই, এদিন রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Tagore), মোহনদাস করমচাঁদ গাঁধী, নজরুল ইসলাম, স্বামী বিবেকানন্দ, বিরসা মুন্ডা, মাতঙ্গিনী হাজরা, দেশবন্ধু প্রসঙ্গ ছুঁয়ে মমতা বললেন,'প্রত্যেকের সুর একটাই। ...হাজারটা ফুল নিয়ে যখন মালা তৈরি হয়, তখন মনে থাকে না ওটা হিন্দুর ঘরের ফুল নাকি মুসলমান ঘরের ফুল নাকি শিখের ঘরের ফুল নাকি ক্রিশ্চানের বাড়ির ফুল। ওটা তফশিলির ফুল, ওটা আদিবাসীর ফুল, নাকি মালির ফুল, না পুলিশের ফুল, না হোমগার্ডের ফুল, সে কথাও মনে থাকে না।'
সৌজন্যের বার্তাও...
নেতাজি জন্মজয়ন্তীতেও কেন্দ্রের বিজেপি সরকারের উদ্দেশে একহাত নিয়েছেন তৃণমূলনেত্রী। বলেন, 'জয় হিন্দ স্লোগান কার? বন্দেমাতরম কার? জনগণমন অধিনায়ক জয় হে কার? যাঁদের এত কিছু রয়েছে, তাঁদের সঙ্গে কথা বলতে হলে একটু সৌজন্য দেখাতে হয়। এখন যেন কেমন হয়ে গিয়েছে...আরশোলা কামড়ালেও সেন্ট্রাল টিম আসে। কিন্তু উত্তরপ্রদেশে কটি টিম পাঠিয়েছে? ' তৃণমূলনেত্রীর সাফ অভিযোগ, কথায় কথায় বাংলাকে ছোট করার চেষ্টা হচ্ছে।
আর যা বললেন...
'শহিদ দ্বীপ, স্বরাজ দ্বীপের নাম নেতাজি দিয়েছিলেন। অন্য কেউ দেননি।' নাম না করেই দ্বীপের নামকরণ বিতর্কে প্রধানমন্ত্রীকে তাঁর কটাক্ষে এর মধ্য়েই রীতিমতো আলোড়ন পড়েছে। তবে এতেই থামেননি তিনি। অভিযোগ করেন, 'নেতাজি যোজনা কমিশন তৈরি করেছিলেন। তুলে দেওয়া হয়েছে।' চাঁচাছোলা সমালোচনার পাশাপাশি আত্মপক্ষ সমর্থনের সুরও শোনা গিয়েছে তাঁর কথায়। গত কয়েক সপ্তাহে 'দিদির দূত' কর্মসূচিতে গিয়ে যে ভাবে শাসকদলের নেতা বিধায়কদের বিক্ষোভের মুখে পড়তে হয়েছে তা নিয়ে মুখ্য়মন্ত্রীর বক্তব্য, ' রাস্তা দিয়ে গেলে মানুষ কিছু বলবে না, তা নয়। ক্ষোভ থাকতেই পারে। মানুষের কিছু জানানোকে বিক্ষোভ বলে না।' তবে সেন্ট্রাল টিম নিয়ে নিজের ক্ষোভের কথা চাপা রাখেননি মুখ্যমন্ত্রী। উত্তরপ্রদেশের প্রসঙ্গ টেনে তীব্র আক্রমণ শানিয়েছেন বিজেপি সরকারকে। সেই সঙ্গে তাঁর খেদ, 'অতীতে রাজনীতির মধ্যে মাধুর্য থাকত যা এখন আর নেই।' সব মিলিয়ে নেতাজি জন্মজয়ন্তীতেও চেনা মেজাজেই দেখা গেল তাঁকে।
আরও পড়ুন:বাইশ গজে ব্যাটিং বিক্রম দেখে শুভমনের নতুন নাম দিলেন গাওস্কর