Fuel Price Hike: ১৬ দিনে ১৪ বার! প্রায় ১ টাকা বেড়ে আজ থেকে কলকাতায় পেট্রোল ১১৫ টাকা পার
Petrol-Diesel Price Hike: পেট্রোপণ্যের দাম দিনে দিনে ভয়ঙ্কর রেকর্ড ভাঙার পরও, কোনও সরকার কেন কোনও ব্যবস্থা নিচ্ছে না? প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ।
কলকাতা: অব্যাহত পেট্রোপণ্যের (Petrolium Price) দাম বৃদ্ধি। ২৩টি জেলার মধ্যে ১৭টিতে সেঞ্চুরি পার করল ডিজেল (Diesel)। কলকাতাতেও (Kolkata) ডিজেল ১০০ ছুঁইছুঁই। ইতিমধ্যেই দেশে সর্বকালীন রেকর্ড ছুঁয়েছে পেট্রোলের দাম (Petrol price)। লিটারে ৮৪ পয়সা বেড়ে কলকাতায় আজ পেট্রোলের দাম দাঁড়িয়েছে ১১৫ টাকা ১২ পয়সা। অন্যদিকে, ৮১ পয়সা বেড়ে শহরে ডিজেলের দাম হয়েছে ৯৯ টাকা ৮৩ পয়সা।
এই নিয়ে ১৬ দিনে ১৪ বার দাম বাড়ল জ্বালানির (Fuel Price Hike)। গত ১৬ দিনে পেট্রোলের দাম বাড়ল লিটারে ১০ টাকা ৪৫ পয়সা। ১৬ দিনে ডিজেলের দাম বেড়েছে ১০ টাকা ৪ পয়সা।
বাংলায় ফের ১০০ টাকার বেশি ডিজেল
ভোট শেষ, পেট্রোপণ্যের দামের ম্যারাথন দৌড় শুরু! ৬ মাস পর বাংলায় ফের ডিজেলের সেঞ্চুরি! অব্যাহত রইল পেট্রোপণ্যের দামবৃদ্ধি! এই নিয়ে ১৬ দিনে ১৪ বার দাম বাড়ল! লিটারে ৮৪ পয়সা বেড়ে কলকাতায় বুধবার পেট্রোলের দাম দাঁড়াল ১১৫ টাকা ১২ পয়সায়। গত ১৬ দিনে পেট্রোলের দাম বাড়ল লিটারে ১০ টাকা ৪৫ পয়সা। অন্যদিকে, ৮১ পয়সা বেড়ে শহরে ডিজেলের দাম হল ৯৯ টাকা ৮৩ পয়সা। অর্থাৎ, ১ লিটার পেট্রোল কিনতে গ্রাহককে ১০০ টাকাই দিতে হবে। এ ক’দিনে ডিজেলের দাম বেড়েছে ১০ টাকা ৪ পয়সা। আর কত বাড়বে দাম? লিটার প্রতি ১২ টাকা, না ১৫ টাকা? না কি আরও বাড়বে পেট্রোপণ্যের দাম? নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও আর কত বাড়বে? এই পরিস্থিতিতে পরিবহণ খরচ তো বাড়ছেই, সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম!
পেট্রোল ও ডিজেলের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার কর বাবদ এক্সাইজ ডিউটি নেয়। রাজ্য সরকারগুলি সেলস ট্যাক্স অথবা ভ্যাট নেয়। ভারতের বিভিন্ন রাজ্যে একজন গ্রাহক ১০০ টাকার পেট্রোল কিনলে, তার মধ্যে ৩৪ টাকা থেকে ৫৩ টাকা অবধি শুধু কেন্দ্র ও রাজ্য সরকারকে ট্যাক্স দিতে হয়! কিন্তু, পেট্রোপণ্যের দাম দিনে দিনে ভয়ঙ্কর রেকর্ড ভাঙার পরও, কোনও সরকার কেন কোনও ব্যবস্থা নিচ্ছে না? প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ।
পেট্রোপণ্যের দাম বৃদ্ধিতে উদ্বেগ
অর্থনীতিবিদরাও পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন। অর্থনীতিবিদ শৈবাল কর বলেছেন, ‘উদ্বেগের বিষয়। পেট্রোলের পর ডিজেল বাড়লে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম বাড়বে। যুদ্ধ চলছে, তার ফলে প্রভাব পড়বেই। সরকারেরও ভাবনচিন্তা করে সামাল দেওয়া দরকার। সাময়িক পদক্ষেপ করা দরকার। এরকম চলতে থাকলে পরিস্থিতি আরও খারাপ হবে। শ্রীলঙ্কাতেও এরকম হচ্ছে। কেন্দ্রীয় সরকার এমন কিছু করতে পারে। এক মাসের জন্য কিছু করলেন আপত্কালীন রিলিফ।’
পেট্রোপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদ
পেট্রোপণ্যের দাম বাড়ার প্রতিবাদে ইতিমধ্যেই দেশজুড়ে আন্দোলনে নেমেছে কংগ্রেস। গতকাল কংগ্রেসের সংসদীয় দলের বৈঠকে সেই আন্দোলনকেই আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন সনিয়া গাঁধী।
করোনায় অসংখ্য মানুষ চাকরি হারিয়েছেন, বহু মানুষের বেতন কমেছে, কারও আবার বেতন বৃদ্ধি থমকে গিয়েছে। আর এই পরিস্থিতিতে ভারতে পেট্রোপণ্যের রেকর্ড দাম! মানুষের উপর ভয়ঙ্কর বোঝা! অনেকেরই প্রশ্ন, দাম কার জন্য কি তাহলে আরও একটা ভোটের জন্য অপেক্ষা করে থাকতে হবে?