Gangasagar Accident: কুম্ভের মধ্যে গঙ্গাসাগরে যাওয়ার পথে উল্টে গেল যাত্রীবাহী বাস! খালে তলিয়ে যেতে যেতে প্রাণরক্ষা!
Gangasagar Accident News: চৌরঙ্গীতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে উল্টে যায় বাসটি।

গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: কুম্ভের মধ্যে গঙ্গাসাগরে যাওয়ার পথে উল্টে গেল যাত্রীবাহী বাস। আহত ভিন রাজ্যের পুণ্যার্থী সহ ১০ জন।
ঠিক কী ঘটেছে?
সকাল সাড়ে সাতটা নাগাদ দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগরের কচুবেড়িয়া বাস স্ট্যান্ড থেকে যাত্রী বোঝাই করে গঙ্গাসাগরের উদ্দেশ্যে যাচ্ছিল বাসটি। চৌরঙ্গীতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে উল্টে যায় বাসটি। স্থানীয় বাসিন্দারা এসে ওই গাড়ির মধ্যে থাকা যাত্রীদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাগর গ্রামীণ হাসপাতালে পাঠিয়েছে।
ঘটনার খবর পেয়ে ঘটনার স্থলে এসে পৌঁছেছে সাগর থানার বিশাল পুলিশ বাহিনী সিভিল ডিফেন্সের কর্মীরা সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা ও বিডিও কানাইয়া কুমার রায় জানিয়েছেন, পথ দুর্ঘটনায় আহত হয়েছে ৮ থেকে ১০ জন। আহতদের সাগর গ্রামীণ হাসপাতালে চিকিৎসা চলছে।
উল্লেখ্য, দিনকয়েক আগেই মহাকুম্ভে যাওয়ার পথে উত্তরপ্রদেশের জৌনপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হল আটজনের। প্রায় ৪০ জন আহত হন। ভোর ৫টা নাগাদ দুর্ঘটনা ঘটে। ডবল ডেকার বাসের পিছনে ধাক্কা মারে চাল বোঝাই ট্রাক। ৩ পুণ্যার্থীর মৃত্যু হয়। দুর্ঘটনার কবলে পড়ে একটি গাড়িও। গাড়ির আরোহী ৫ পুণ্যার্থীর মৃত্যু হয়।
আরও পড়ুন, গাড়ির সামনের ও পিছনের সিটেও রক্ত! সিনেমার থ্রিলারকেও হার মানাবে ট্যাংরাকাণ্ড
তার আগে মহাকুম্ভ যাওয়ার পথে আসানসোলের কুুলটিতে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল দুই প্রৌঢ়ের। আহত হন দুই পরিবারের চার মহিলা-সহ ৬ জন। আহতদের মধ্যে এক মহিলার অবস্থা আশঙ্কাজনক। বাঁকুড়ার বিষ্ণুপুরের অযোধ্যা গ্রাম থেকে
শান্তনু মুখোপাধ্যায় ও শৈলেন বন্দ্যোপাধ্যায়ের পরিবার-সহ মোট ৮ জন গাড়ি করে প্রয়াগরাজে যাচ্ছিলেন। গতকাল রাত সাড়ে ১১টা নাগাদ কুলটির চৌরঙ্গি মোড়ে ১৯ নম্বর জাতীয় সড়কের ওপর তাঁদের গাড়ির পিছনে বেপরোয়া লরি ধাক্কা মারে। তার জেরে দাঁড়িয়ে থাকা কন্টেনারের পিছনে ধাক্কা মারে গাড়ি। ঘটনাস্থলেই গাড়ির আরোহী এক প্রৌঢ়ের মৃত্যু হয়। পরে হাসপাতালে মৃত্যু হয় আরেক প্রৌঢ়ের।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে






















