Garden Reach Building Collapse: গার্ডেনরিচে বেআইনি বহুতল বিপর্যয়, নমুনা সংগ্রহ অনুসন্ধান কমিটি
Kolkata Building Collapas: গার্ডেনরিচে বেআইনি বহুতল ভেঙে মৃত্যু হয়েছে ১২জনের। তার দায় নিয়ে এখনও চলছে রাজনৈতিক চাপানউতোর।
কলকাতা: গার্ডেনরিচে বেআইনি বহুতল বিপর্যয়ের (Garden Reach Building Collapse) ঘটনায় নমুনা সংগ্রহ করল কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) তৈরি অনুসন্ধান কমিটি। অন্য়দিকে পাল্টা পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছে ইন্সটিটিউট অফ টাউন প্ল্য়ানার্স ইন্ডিয়ার রাজ্য় শাখা।
নমুনা সংগ্রহ অনুসন্ধান কমিটি: গার্ডেনরিচে বেআইনি বহুতল ভেঙে মৃত্যু হয়েছে ১২জনের। তার দায় নিয়ে এখনও চলছে রাজনৈতিক চাপানউতোর। এই প্রেক্ষাপটে মঙ্গলবার দুর্ঘটনাস্থলে যায় কলকাতা পুরসভার তরফে গঠিত অনুসন্ধান কমিটি। ভেঙে পড়া বেআইনি বহুতলের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। ঘটনাস্থলের মাটি ও বহুতল ব্য়বহৃত লোহার নমুনা সংগ্রহ করেন তাঁরা। এবার তা পরীক্ষার জন্য় পাঠানো হবে যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে।
এদিকে গার্ডেনরিচে বেআইনি বহুতল বিপর্যয়ের পর বারবার স্থানীয় তৃণমূল কাউন্সিলরকে আড়াল করতে এবং পুরসভার ইঞ্জিনিয়ারদের দায়ী করতে দেখা গেছে মেয়রকে। ফিরহাদ হাকিম বলেছিলেন, “না কাউন্সিলর না। এটা দেখার কথা বিল্ডিং ডিপার্টমেন্টের। বিল্ডিং ডিপার্টমেন্টের। যদি ধরুন আমি কাউন্সিলরকে ছেড়েই দিলাম, বিল্ডিং ডিপার্টমেন্টের যাঁরা আধিকারিক, যাঁরা মাইনে পায়, তাঁদের দেখার কথা।’’ এই প্রেক্ষাপটে এবার ইঞ্জিনিয়রদের পাশে দাঁড়াল ইনস্টিটিউট অফ টাউন প্ল্য়ানার্স ইন্ডিয়ার রাজ্য় শাখা। সংগঠনের সদস্য বিমান বন্দ্য়াপাধ্য়ায় বলেন, “কাউন্সিলর লোকাল লেভেলের রুল তৈরি করে।’’
গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল ভাঙার পর থেকে মেয়র বারবার পুরসভার বিল্ডিং বিভাগের ঘাড়ে দায় চাপিয়েছেন। মেয়রের এই দায় ঝাড়ার চেষ্টার তীব্র সমালোচনা করেছেন কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্য়ায়। ফিরহাদ হাকিম সরাসরি কাঠগড়ায় তুলেছেন শোভন চট্টোপাধ্য়ায়। কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্য়ায় বলেন, “দুটো আধিকারিককে নিন্দে করলে ভিত নড়ে যাবে! আমি হলে দায় নিতাম। তাঁদের উপর দায় চাপাব, অথচ তাঁরা তো আমাদেরই নিয়োগ করা! এই দায় এড়াবো কি করে? মুখ্যমন্ত্রী অফিসারদের পাশে দাঁড়িয়ে ছিলেন। এখানে যিনি চালাচ্ছেন তার মানসিকতার উপর নির্ভর করছে।’’
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Loksabha Election 2024: ভোটের আগে অশান্তির ছবি বাংলায়, রাজ্যপালকে নালিশ শুভেন্দুর