Garden Reach Building Collapse Live: ৫ তলার ওপরে গাঁথনি করতে গিয়ে দুর্ঘটনা, দাবি ধৃত প্রোমোটারের
West Bengal Building Collapse News : ১০ জনকে স্থানীয় নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৮ ও ১০ বছরের দুই বালক-সহ ৬ জন ICU-তে ভর্তি।

Background
মাঝরাতে গার্ডেনরিচে ঝুপড়ির ওপর ভেঙে পড়ল নির্মীয়মাণ বহুতল। ৪৭ বছরের সামা বেগম ও ৫৫ বছরের হাসিনা খাতুনের মৃত্যু হয়েছে। মৃত দুই মহিলাই ঝুপড়ির বাসিন্দা। ধ্বংসস্তূপের নীচে এখনও আটকে রয়েছেন ৭ জন। তাঁদের মধ্যে ২ জন সংজ্ঞাহীন অবস্থায় রয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। বহুতল-বিপর্যয়ে ১৫ জন আহত, এঁদের মধ্যে ৫ জন SSKM হাসপাতালে চিকিৎসাধীন, বাকি ১০ জনকে স্থানীয় নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৮ ও ১০ বছরের দুই বালক-সহ ৬ জন ICU-তে ভর্তি।
Garden Reach Building Collapse: ৫ তলার ওপরে গাঁথনি করতে গিয়ে দুর্ঘটনা, দাবি ধৃত প্রোমোটারের
গুরুতর আহত অবস্থায় হাসপাতাল-নার্সিংহোমে বেশ কয়েকজন। গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতলের প্রোমোটার গ্রেফতার। গার্ডেনরিচকাণ্ডে ধৃত প্রোমোটারের বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা সহ একাধিক ধারায় মামলা পুলিশের। ৫ তলার ওপরে গাঁথনি করতে গিয়ে দুর্ঘটনা, দাবি ধৃত প্রোমোটারের।
গার্ডেনরিচে ২২-এর ডিসেম্বর থেকে তৈরি হচ্ছিল বহুতল। ১৬০০ টাকা স্কোয়ার ফিট, প্রতিটি ফ্ল্যাট ৫০০ বর্গফুটের। দেড় বছরের মধ্যেই ধূলিসাৎ সস্তার ফ্ল্যাট।
Kolkata Building Collapse News: বেআইনি বহুতল ভেঙে গার্ডেনরিচে মৃত্যুমিছিল
বেআইনি বহুতল ভেঙে গার্ডেনরিচে মৃত্যুমিছিল। গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল ভেঙে মৃত বেড়ে ৯। ১৯ ঘণ্টা পার, ধ্বংসস্তূপে এখনও ৪-৫জন আটক।






















