Kolkata News: গড়িয়ার এই ৩ টি রুটে বন্ধ অটো, চালকদের অভিযোগ, 'INTTUC-র নতুন কমিটিতে BJP কর্মী..' !
Garia Auto Strike: গড়িয়ার তিনটি রুটে বন্ধ অটো, কী কারণে এই প্রতিবাদ ? কী বলছেন চালকরা ?
সৌমিত্র রায়, কলকাতা: গড়িয়ার ৫ নং বাস স্ট্যান্ডের উল্টোদিকেই ৩টি রুটের অটোর স্ট্যান্ড। গড়িয়া থেকে পাটুলি, গড়িয়া থেকে গোলপার্ক, গড়িয়া স্টেশন থেকে গড়িয়াহাট- এই তিনটে অত্যন্ত গুরুত্বপূর্ণ রুট। কারণ এই তিনটি রুটের মধ্যে পড়ে, একাধিক স্কুল, কলেজ এবং হাসপাতাল। এদিকে এই তিনটে রুটের অটো বন্ধ আজ সকাল ১১ টা থেকে। অটোচালকরা প্রতিবাদ জানিয়ে অটো বন্ধ রেখেছে। কিন্তু কেন ? এদিন বিকেল ৪ টে পার করলেও গড়ায়নি অটোর চাকা। যার দরুণ স্বাভাবিকভাবেই চরম ভোগান্তির মুখে নিত্য যাত্রীরা।
কী কারণে গড়িয়া থেকে ৩ টি গুরুত্বপূর্ণ রুটের অটো বন্ধ রেখেছেন চালকরা ?
ইউনিয়নের সদস্যরা দাবি করেছেন, গতকাল রাতের অন্ধকারে, গড়িয়ায় ইউনিয়নের নতুন কমিটির তালিকা টাঙানো হয়েছে। নতুন তালিকায় যারা রয়েছেন, তাঁদের অনেকেই বহিরাগত। এই INTTUC এর যারা সদস্য, তাঁরা অভিযোগ করে জানিয়েছেন যে, তাঁদের মধ্যে অনেকেই বিজেপিও করেন। তারই প্রতিবাদে, ইউনিয়ন গত সমস্যায় ঝামেলায় জড়িয়েছে দুই পক্ষ। এবং এর জেরেই আজ সকাল ১১ টা থেকে। চালকরা অটো বন্ধ রেখেছেন। অটোস্ট্যান্ডের দেওয়ালে ইউনিয়নের পোস্টারের নিচেই পড়েছে বিজেপি কর্মীদের ছবি দেওয়া পোস্টারও। অনেকেই আগে থাকতে জানেন না যে, এই রুটের অটো বন্ধ রয়েছে। যার জেরে ব্যস্ত সময়ে অফিস ফেরত যাত্রীরা দুর্ভোগের মুখে পড়েছেন।
আরও পড়ুন, ভোট লুঠ করে উপনির্বাচনে জিতছে চাইছেন মমতা : শুভেন্দু
রথযাত্রার আগের দিন ভোগান্তিতে যাত্রীরা
প্রসঙ্গত, আজ সপ্তাহান্তে সকাল থেকেই কম বেশি বৃষ্টিতে ভিজেছে কলকাতা-সহ একাধিক এলাকা। এদিকে রথযাত্রার আগের দিন অনেকেই বেরিয়েছেন ছুটি কাটাতেও। পড়ুয়া, অফিস যাত্রীরা তো বটেই, নিত্য যাত্রীদের পাশাপাশি নাকাল হঠাৎ আসা যাত্রীরাও। দীর্ঘ সময় ধরে অটো না থাকায় বাসগুলিতেও হয়েছে ভিড়। যদিও ওই তিন রুটে অটো বন্ধে সবমিলিয়ে পরিস্থিতি অপেক্ষাকৃত জটিল। পরিষেবা স্বাভাবিক হওয়ার অপেক্ষায় যাত্রীরা।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।