WB By Election 2024: ভোট লুঠ করে উপনির্বাচনে জিতছে চাইছেন মমতা : শুভেন্দু
Suvendu Attacks Mamata On Bagda By Election 2024: সভা করতে 'বাধা', বাগদা উপনির্বাচনের প্রচারে নেমে মুখ্যমন্ত্রীকে নিশানা, 'ফোন করে বলেছেন..', কোন গোপন তথ্য প্রকাশ্যে আনলেন শুভেন্দু ?
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ১০ জুলাই বাগদায় উপনির্বাচন ( Bagda By Election 2024)। তার আগে শনিবার সেখানে একটি পথসভা করার কথা ছিল শুভেন্দু অধিকারীর। কিন্তু, অনুমতি না থাকার অভিযোগে শুক্রবার দুপুরে সভাস্থলে পৌঁছে প্রস্তুতি বন্ধ রাখার নির্দেশ দিলেন বাগদা বিধানসভার দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট।যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তবে শেষ অবধি এদিন প্রচারে নামেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। প্রচারে নেমেই তোপ দাগলেন মুখ্যমন্ত্রীকে (CM Mamata Banerjee)। বললেন, 'ভোট লুঠ করে উপনির্বাচনে জিতছে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়।'
আপনার যেখানে সভা করার কথা ছিল, সেখানে ববি হাকিমকে সভা করার অনুমতি দেওয়া হয়েছে। আপনার সভা নিয়ে এত বিতর্ক কী বলবেন ?
শুভেন্দু বলেন, 'আটকাতে পেরেছে নাকি ? বাগদার মাটিতে এসেছি। ওইভাবে আটকানো যায় না। ওটা এখানকার এসপি করবেন। মমতা কালকে পার্থ ভৌমিক, রাজীব বন্দ্যোপাধ্যায়দের নিয়ে মিটিং করেছে। এবং ওদের সামনে থেকে এসপি-কে ফোন করে বলেছেন, আমার এই সিট চাই। লুঠ করে জিতিয়ে দিতে হবে। উনি নবান্ন থেকে ফোন করে বলেছেন, আমার কাছে সমস্ত তথ্য আছে।'
ফিরহাদ হাকিমকে সরিয়ে শোভনকে মেয়র করতে চান মমতা : শুভেন্দু
অপরদিকে, এদিন শোভন ইস্যুতে মুখ খোলেন শুভেন্দু। আক্রমণ করেন ফিরহাদকেও। শোভনের তৃণমূলে ফেরার জল্পনার মধ্যেই শুভেন্দুর চাঞ্চল্যকর দাবি, 'ফিরহাদ হাকিমকে সরিয়ে শোভনকে মেয়র করতে চান মমতা।' মূলত গতকালই শোভনের বাড়িতে গিয়ে হাজির হন তৃণমূলের হেভিওয়েট কুণাল ঘোষ। শোভনের সঙ্গে কথা হয় দক্ষিণ কলকাতার এক তৃণমূল নেতারও। 'যোগাযোগ আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি ইচ্ছে হয়, সেই ইচ্ছাকে দূরে ঠেলে দেব না। একুশে জুলাই যাওয়ার খুব ইচ্ছে আছে। যোগদানের মাহেন্দ্রক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায় জানেন', এবিপি আনন্দকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বললেন শোভন চট্টোপাধ্যায়। 'শোভন চট্টোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরের এবং ঘরানার। কখন কি হবে, নেত্রী সিদ্ধান্ত নেবেন', শোভনের সঙ্গে বৈঠক প্রসঙ্গে বক্তব্য কুণাল ঘোষের।
মঞ্চও তৈরি হয়ে গিয়েছে, শেষ মুহূর্তে বন্ধ করা হয়েছে, কী বলবেন ?
শুভেন্দু বলেন, এগুলি যতো করবে, তত ধ্বংসের পথে যাবেন।
আরও পড়ুন, ' মুকুল রায়কে দেখে এলাম, খারাপ লাগল, চোখ বুজে শুয়ে..', জানালেন কুণাল ঘোষ
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।