Siliguri News: শিলিগুড়িতে গ্রেফতার সোনা পাচার চক্রের মূল চক্রী
Gold Smuggler Arrested: শিলিগুড়ি থেকে ধরা পড়ল সোনা পাচার চক্রের মূল চক্রী হরেকৃষ্ণ সাহা। তার বাড়ি ময়নাগুড়ির দেবী নগরের মিল পাড়ায়।
বাচ্চু দাস, শিলিগুড়ি: অবশেষে সোনা পাচার চক্রের মূল চক্রীকে (Gold smuggler) গ্রেফতার করলেন কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতরের আধিকারিকরা। শিলিগুড়ি (Siliguri) থেকে তাকে গ্রেফতার করা হয়।
কেন্দ্রীয় রাজস্ব দফতর সূত্রে জানা গেছে, ধৃতের নাম হরেকৃষ্ণ সাহা। ধৃত ওই ব্যক্তি ময়নাগুড়ির দেবী নগরের মিলপাড়ার বাসিন্দা।
প্রসঙ্গত উল্লেখ্য,গত ২২ অক্টোবর জলপাইগুড়ির ২৭ নম্বর জাতীয় সড়কে অভিযান চালিয়ে সোনা পাচারের অভিযোগে গৌরব কুমার সাহা নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেন কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতরের আধিকারিকরা। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় ১৯টি সোনার বিস্কুট। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৭২ লক্ষ ৫৭ হাজার ৯৬৬ টাকা।
এরপর ধৃতকে আদালতে হাজির করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে উঠে আসে সোনা পাচার চক্রের সঙ্গে জড়িত থাকা সরবরাহকারী হরেকৃষ্ণ সাহার নাম। তারপরই অভিযুক্তের খোঁজে শুরু হয় তল্লাশি। অবশেষে বৃহস্পতিবার রাতে শিলিগুড়ি থেকে অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হন কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতরের আধিকারিকরা।
শুক্রবার ধৃতকে হেফাজতে নেওয়ার আর্জি জানিয়ে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয় কেন্দ্রীয় রাজস্ব দফতরের তরফে। আদালত সেই আবেদন মঞ্জুর করেছে। পাশাপাশি এই ঘটনার সঙ্গে যুক্ত আরও দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছেন গোয়েন্দারা।
প্রসঙ্গত উল্লেখ্য, গত ২২ অক্টোবর গৌরব কুমার সাহা নামে ওই যুবক পরনের ট্রাউজারের গোপন পকেটে সোনার বিস্কুট লুকিয়ে সরকারি বাসে করে যাচ্ছিল। কিন্তু তার কাছে যে প্রায় দু’কোটি টাকা মূল্যের সোনার বিস্কুট আছে সেটা কেউ একবারের জন্যও বুঝতে পারেননি। কিন্তু গোয়েন্দাদের কাছে এই খবর পৌঁছে যায়। ওই বিপুল পরিমাণ সোনা পাচারের পরিকল্পনা করেছিল ভিন রাজ্যের পাচারকারী ওই যুবক। তাকে শিলিগুড়ি সংলগ্ন জলপাইগুড়ি জেলার হুসলুডাঙ্গা টোল প্লাজার কাছে ২৭ নম্বর জাতীয় সড়কের কাছে ধরে ফেলা হয়। এরপর শুরু হয় লাগাতার জেরা। এই যুবক আগেও এমন পাচারের কাজ করেছে বলে জেরায় স্বীকার করেছে। সেই সঙ্গে একথা জানা যায়, ওই সোনার বিস্কুট আসছে দুবাই থেকে। তবে তা কোন পথে এই রাজ্যে ঢুকছে সেটা এখনও জানা যায়নি।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Bagdah News: বাগদায় নদী ভরাট করে অবৈধ নির্মাণ, অভিযুক্ত তৃণমূলের পঞ্চায়েত প্রধান