West Bengal: দুর্গাপুজোর আগে সরকারি কর্মীদের জন্য সুখবর, মাস শেষের আগেই মিলবে বেতন
Government Salary: সরকারের তরফে জানান হয়েছে, এই মাসের ২৮ তারিখ বেতন পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা।
সুমন ঘড়াই, কলকাতা: উৎসবের মরশুমে মাস শেষের আগেই মিলবে রাজ্য সরকারি কর্মচারীদের বেতন। অবসরপ্রাপ্তরাও মাস ফুরোনোর আগেই পাবেন পেনশন। বিজ্ঞপ্তি জারি করে রাজ্য অর্থ দফতর জানিয়েছে।
সরকারের তরফে জানান হয়েছে, এই মাসের ২৮ তারিখ বেতন পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। ওইদিনই বেতন মিলবে স্কুলশিক্ষক, পুরকর্মী-সহ রাজ্য সরকারের অধীনস্থ আধা সরকারি কর্মচারীদের। অবসরপ্রাপ্তরা পেনশন পাবেন ২৯ সেপ্টেম্বর। অক্টোবরে ২১ তারিখ বেতন পাবেন রাজ্য সরকারি ও আধা সরকারি কর্মচারীরা। অবসরপ্রাপ্তরা পেনশন পাবেন ২৯ অক্টোবর। অর্থ দফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এদিকে, ডিএ মামলায় ফের হাইকোর্টে ধাক্কা রাজ্যের। রাজ্যের পুনর্বিবেচনার আবেদন খারিজ করে আগের রায়ই বহাল রাখল বিচারপতি হরিশ টন্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চ।
আরও পড়ুন, দুর্গাপুজোর আগাম শুভেচ্ছা জানালেন পার্থ, বাঙালির শ্রেষ্ঠ উৎসব জেলেই কাটাতে হবে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে
২০১৬-য় বকেয়া ডিএ-এর দাবিতে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে মামলা দায়ের হয়। রাজ্য সরকারি কর্মচারিদের পক্ষে রায় দেয় স্যাট। স্যাটের রায়ের বিরোধিতা করে হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য। সরকারের যুক্তি ছিল, অর্থের অভাবে উচ্চ হারে ডিএ দেওয়া যাচ্ছে না। ডিএ সরকারি কর্মীদের মৌলিক ও আইনত অধিকার। চলতি বছরের ২০ মে রায় দেয় বিচারপতি হরিশ টন্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চ। ৩ মাসের মধ্যে বকেয়া মেটানোর নির্দেশ দেয় আদালত। ডিভিশন বেঞ্চে রায় পুনর্বিবেচনার আর্জি জানায় রাজ্য সরকার। সেই আর্জি খারিজ করে আগের রায় বহাল রাখল হাইকোর্ট।