SSC Case: টাকা জুগিয়েছেন সাধারণ মানুষই, দুর্নীতির দায়ও তাঁদেরই, দাবি গোপালের
Gopal Dalapati:নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত গোপাল দলপতির মন্তব্য।
কলকাতা: নিয়োগ দুর্নীতিতে তোলপাড় গোটা রাজ্য। বাঘা বাঘা নেতা-মন্ত্রীদের নাম জড়িয়েছে দুর্নীতিতে (SSC Case)। কোটি কোটি টাকার লেনদেনের অভিযোগ উঠেছে। সেই মামলায় নয়া সংযোজন হৈমন্তী গঙ্গোপাধ্যায় (Haimanti Ganguly)। পেশায় অভিনেত্রী হৈমন্তীর ভূমিকাই এখন আতসকাচের নিচে। সেই আবহে এ বার সাধারণ মানুষের ঘাড়েই দুর্নীতির দায় চাপালেন তাঁর স্বামী, নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত গোপাল দলপতি (Gopal Dalapati)। তাঁর দাবি, এই দুর্নীতিতে উৎসাহ জোগান সাধারণ মানুষই।
বাঘা বাঘা নেতা-মন্ত্রীদের নাম জড়িয়েছে দুর্নীতিতে
মঙ্গলবার এবিপি আনন্দের মুখোমুখি হন গোপাল। দুর্নীতির নেপথ্যে কাদের হাত, কারা এত বড় দুর্নীতির জন্য দায়ী জিজ্ঞেস করলে বলেন, "এই দুর্নীতির জন্য দায়ী মানুষ কারণ নিচুতলায় প্রথমে টাকা জুগিয়ে মানুষই উৎসাহ জুগিয়েছেন। আমার ছেলের বা মেয়ের চাকরিটা করে দাও, বা আমার চাকরিটা করে দাও। তাঁরা প্রথমে অন্য়ায় করেছেন।"
নিয়োগ দুর্নীতিতে গোপাল এবং তাঁর স্ত্রী হৈমন্তীর নাম প্রথম সামনে আনেন যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ। সেই নিয়ে টানাপোড়েনের মধ্যেই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে তদন্তে। সিবিআই সূত্রে জানা গিয়েছে, ২০১৭ থেকে ২০২১ পর্যন্ত গোপাল দলপতির অ্যাকাউন্টে দফায় দফায় টাকা পাঠিয়েছিলেন কুন্তল। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে CBI সূত্রে। হাতে এসেছে কিছু ব্যাঙ্কের নথিও।,যেখানে দেখা গিয়েছে, গোপাল দলপতি এবং তাঁর সংস্থার অ্যাকাউন্টে ৫০ হাজার থেকে শুরু করে ১৩ লক্ষ টাকা পর্যন্ত জমা পড়েছে।
আরও পড়ুন: Haimanti Ganguly: কবে প্রকাশ্যে আসবেন হৈমন্তী, যা বললেন স্বামী গোপাল...
যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ কেন লক্ষ লক্ষ টাকা পাঠাতেন গোপালকে? নগদে এত টাকা এল কোথা থেকে? ওই টাকা কী অবৈধ চাকরিপ্রার্থীদের?গোপাল দলপতি সেই টাকা নিয়ে কার কাছে পাঠাতেন? এবিপি আনন্দকে দেওয়া প্রথম একান্ত সাক্ষাৎকারে এই নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছিলেন গোপাল দলপতি। বলেছিলেন, "পারিশ্রমিক হিসেবে আমাকে টাকা দিয়েছিল কুন্তল।"
যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ কেন লক্ষ লক্ষ টাকা পাঠাতেন গোপালকে?
স্কুলে নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রথমবার গোপালের নাম সামনে এনেছিলেন, যুব তৃণমূলের রাজ্য সম্পাদক ধৃত কুন্তল। যদিও সম্প্রতি গোপাল এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে দাবি করেছেন, তাঁকে ফাঁসানো চেষ্টা চলছে। স্ত্রী হৈমন্তীকেও আড়াল করেছেন গোপাল। এ ব্যাপারে হৈমন্তীর কোনও যোগ নেই বলে দাবি করেছেন তিনি।