Murshidabad: বাড়ি থেকে প্রাথমিকের পার্শ্বশিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধার, আত্মহত্যা বলে প্রাথমিক তদন্তে অনুমান
Murshidabad News: কী কারণে মৃত্যু, খতিয়ে দেখছে খড়গ্রাম থানার পুলিশ। দেহ ইতিমধ্যেই পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য়। তবে প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে।
রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: প্রাথমিকের পার্শ্ব শিক্ষকের (Primary Para Teacher) ঝুলন্ত দেহ উদ্ধার হল। মুর্শিদাবাদের (Murshidabad) খড়গ্রামের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে ওই ব্যক্তি আত্মহত্যা (Suicide) করেছেন।
পার্শ্ব শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধার
মুর্শিদাবাদের খড়গ্রামে প্রাথমিকের পার্শ্ব শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধার হল। ওই ব্যক্তি গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। মৃতের নাম গোপালচন্দ্র ঘোষ। বছর সাঁইত্রিশের গোপাল খড়গ্রামের পুনিয়া প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষক।
পরিবার সূত্রে খবর, ওই শিক্ষকের স্ত্রী বাপের বাড়িতে রয়েছেন। গতকাল রাতে বন্ধুবান্ধবদের সঙ্গে আড্ডা দিয়ে বাড়ি ফেরেন গোপালচন্দ্র ঘোষ। এরপর বাড়ি ফিরে খাওয়া দাওয়া সারেন। এরপর স্ত্রীয়ের সঙ্গে ফোনে কথা বলতে বলতে দোতলায় নিজের ঘরের দিকে চলে যান বলে জানা যাচ্ছে। তার কিছুক্ষণ পর ভাই ওপরে গিয়ে দেখেন চিলেকোঠায় ঝুলন্ত অবস্থায় রয়েছেন দাদা গোপালচন্দ্র ঘোষ।
কী কারণে মৃত্যু, খতিয়ে দেখছে খড়গ্রাম থানার পুলিশ। দেহ ইতিমধ্যেই পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য়। তবে প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।
আরও পড়ুন: Pavlov Hospital: পাভলভে আবাসিকদের গায়ে ক্ষতচিহ্ন, ঘা; সুপারকে শোকজ করল স্বাস্থ্য দফতর
পারিবারিক ঝামেলায় কুঁয়োয় ঝাঁপ, অবশেষে বাঁচল প্রাণ
গতকালের ঘটনা। পারিবারিক ঝামেলা হয়েছিল। স্বামী-স্ত্রী-র মধ্যে ঝামেলা (Marital discord), আর তারপরেই রাগে, অভিমানে কুয়োয় ঝাঁপ দেন স্বামী। এই ঘটনাটি ঘটে শুক্রবার সকালে। এদিন বীরভূমের (Birbhum) মহম্মদ বাজার থানার কাঁইজুলি বোডিং পাড়ায় এই ঘটনাটি ঘটে। কুয়োয় ঝাঁপ দেওয়া সেই ব্যক্তির নাম নাসু শেখ। যিনি আব্দুল সালাম নামেও পরিচিত। পুলিশ এসে কুয়ো থেকে সেই ব্যক্তিকে উদ্ধার করে। দড়ি দিয়ে ওই ব্যক্তিকে জল থেকে তুলে আনা হয়। সেই সময় পুরো বেঁহুশ হয়ে গিয়েছিলেন তিনি।