Kolaghat: হরিদেবপুরের নিখোঁজ যুবক, কোলাঘাটে উদ্ধার মৃতদেহ
দুর্ঘটনা না অন্য কিছু, তদন্ত শুরু করেছে পুলিশ। জলে ডুবে মৃত্যু বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান।

কোলাঘাট: হরিদেবপুরের নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার হল কোলাঘাটে। ২০ তারিখ বাড়ি থেকে বেরোনোর পর থেকেই নিখোঁজ ছিলেন অনুরাগ সিংহ। কোলাঘাট থেকে উদ্ধার নিখোঁজ অনুরাগ সিংহের মৃতদেহ । দুর্ঘটনা না অন্য কিছু, তদন্ত শুরু করেছে পুলিশ। জলে ডুবে মৃত্যু বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান।
একই ঘটনা অণ্ডালেও: অন্যদিকে অণ্ডালের এক বাসিন্দা তিন দিন ধরে নিখোঁজ ছিলেন। অবশেষে অণ্ডালের দক্ষিণ খণ্ড এলাকার কালীপুরের পরিত্যক্ত খাদান থেকে উদ্ধার হয় যুবকের দেহ। মৃতের নাম দেবাশিস চট্টোপাধ্যায় (৩৪)। বাড়ি অণ্ডাল থানার দক্ষিণ খণ্ড এলাকায়।
গত ১৬ ডিসেম্বর বিকাল থেকে নিখোঁজ ছিলেন দেবাশিস। থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়। কিন্তু, দেবাশিসের কোনও হদিশ পাওয়া যায়নি। মঙ্গলবার বিকালে স্থানীয় কয়েকজন কালীপুর এলাকার জনবসতি থেকে কয়েক কিলোমিটার দূরে জঙ্গল ঘেরা একটা নির্জন পরিত্যক্ত খাদানে দেহ দেখতে পান। খবর পৌঁছায় গ্রামে। পরে স্থানীয় বাসিন্দারাই অণ্ডাল থানায় খবর দেন। পুলিশ বহু চেষ্টার পর সন্ধে ৬টা ২০ মিনিট নাগাদ পরিত্যক্ত খাদান থেকে দেহ উদ্ধার করে।
গড়বেতার জঙ্গলে যুবক-যুবতীর ঝুলন্ত দেহ !
গত মাসের শেষদিকে সাতসকালে জঙ্গল থেকে যুবক-যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে শোরগোল পড়ে যায় পশ্চিম মেদিনীপুর জেলায় (Dead Body Rescue in West Midnapore)। মর্মান্তিক ঘটনাটি ঘটে গড়বেতা ১ নম্বর ব্লকের ২ নম্বর সন্ধিপুর অঞ্চলের যাদববাটি এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই দিন সকালে আমশোলের জঙ্গলে হঠাৎই এক যুবক-যুবতীকে একত্রিতভাবে গাছের একটি ডালে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। তড়িঘড়ি খবর দেওয়া হয় গড়বেতা থানার অন্তর্গত সন্ধিপুর ফাঁড়ির পুলিশকে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে সন্ধিপুর ফাঁড়ির পুলিশ গিয়ে ওই যুবক-যুবতীর মৃতদেহ উদ্ধার করে।
দেহ উদ্ধার মালদাতেও
ঘর থেকে এক খেলনা বিক্রেতার রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনা ঘটে মালদা থানার ছাতিয়ান মোড় এলাকায়। পরিবারের অভিযোগ, তাঁকে রাতের অন্ধকারে খুন করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় মালদা থানার পুলিশ। মৃতের নাম নেপাল মণ্ডল (৪২)। তিনি মেলায় খেলনা বিক্রি করতেন।






















