Mamata Banerjee: সকালে উঠে আমার কত বয়স হল - এটা একটা রোগ: মমতা
TMC: সুস্থতা আসলে কী? সেই বিষয়েও এদিন বলেন মমতা।
কলকাতা: নজরুল মঞ্চে তৃণমূলের কর্মী সম্মেলনে বক্তব্য রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই বক্তব্যে রাজনৈতিক বার্তা থেকে শুরু করে দলীয় কর্মীদের উপদেশ। সব কিছুই উঠে এসেছে। কর্মীদের কীভাবে সুস্থ থাকতে হবে, সুস্থতা আসলে কী? সেই বিষয়েও এদিন বলেন মমতা।
সুস্থতাই আসলে....
এদিন মমতা বলেন, 'আপনার কত বছর বয়স হল, তা ভাববার দরকার নেই। অর্ধেক দিন চলে যায় ঘুমিয়ে। রাতটা ঘুমিয়ে চলে যায়। জীবনটা যতটা বছর কেটেছে, তার অর্ধেক ঘুমিয়ে কাটিয়েছি। মনে রাখবেন যতক্ষণ সুস্থ থাকবেন, সুস্থতাই আপনার বয়স। অন্যকিছু নয়। যতক্ষণ সুস্থ থাকবেন, হেঁটে চলবেন, পেড়িয়ে চলবেন সবকিছু। রোজ সকালে উঠে...আমার কত বয়স হল। এটা একটা রোগ। মানে কাজ করবে না, ফাঁকি দেবে বলে এটা আগে থেকেই ভেবে নেয়। আমি কিন্তু এটার বিরুদ্ধে।'
তিনি আরও বলেন, 'যতক্ষণ সুস্থ থাকব, সেটাই আমার বয়স। সুস্থতা মানুষকে কাজ করতে শেখায়। আর যদি আমি মনে করি, আমি বেডরিডন হয়ে গিয়েছি। উঠতে পারছি না, চলতে পারছি না। প্যারালিসিস হয়ে গিয়েছি। তখন মৃত্যুটাই কাম্য। চেষ্টা করা হবে। চিকিৎসা যদি সাড়া না দেয়। তাহলে তো কারও বোঝা হয়ে বাঁচা যায় না। কিন্তু দেখতে হবে চিকিৎসায় যেন কারও অসুবিধা না হয়। বয়োজেষ্ঠ্য মানুষদের আমি দেখি না, এটাও ঠিক নয়। তাঁরা আমাদের মানুষ করেছেন। তাঁদের সম্মান দিয়ে কাজ করব।'
আগেও সচেতনতার বার্তা:
স্বাস্থ্য নিয়ে বরাবরই সচেতনতার বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। বিভিন্ন সময় সুস্থ থাকতে শরীরচর্চার পরামর্শ দিয়েছেন মমতা। নিজের কথাও তুলে ধরেছেন। গত বছর পুরুলিয়া জেলার প্রশাসনিক বৈঠকেও মমতাকে প্রায় একই মেজাজে দেখা গিয়েছে। পুরুলিয়ার ঝালদা পুরসভার চেয়ারম্যানের ওজন নিয়ে প্রশ্ন করেন তিনি। তাঁর ওজন শুনে চোখ কপালে উঠেছিল মমতার। একশো কেজির উপর ওজন শুনে মমতা তাঁকে তড়িঘড়ি ব্যায়াম করার পরামর্শ দেন। প্রাণায়ম করেন কিনা জিজ্ঞাসা করেন। তা শুনে চেয়ারম্যান বলেছিলেন তিনি তা করেন, এক হাজার বার করে কপালভাতি করেন। যদিও তা বিশ্বাস করেননি মমতা। তিনি তখন তাঁকে বলেছিলেন মঞ্চে এসে ওই সংখ্যায় প্রাণায়ম করতে পারলে তিনি পুরস্কার দেবেন। পুরস্কারের কথা শুনেও অবশ্য মঞ্চে উঠে প্রাণায়ম দেখাননি সেই চেয়ারম্যান। সেই চেয়ারম্যান সুরেশ আগরওয়াল রোজ সকালে উঠে পকোড়া খান শুনেও চমকে গিয়েছিলেন মুখ্য়মন্ত্রী। তাঁকে পকোড়া বন্ধ করার পরামর্শও দিয়েছিলেন।
আরও পড়ুন: 'আমি বাড়ির বউদের খুব প্রশংসা করি', নজরুল মঞ্চে অকপট মমতা