Mamata Banerjee: 'আমি বাড়ির বউদের খুব প্রশংসা করি', নজরুল মঞ্চে অকপট মমতা
CM Praises The Ladies: 'আমি একটা ব্যাপারে বাড়ির বউদের খুব প্রশংসা করি। বিশ্বাস করুন, আমি বাইরে গেলে যদি ছোট দোকান থেকে দুটো মাথার ক্লিপ কিনে দিই তাতেই তারা খুশি হয়', নজরুল মঞ্চের সভায় অকপট মুখ্য়মন্ত্রী।
![Mamata Banerjee: 'আমি বাড়ির বউদের খুব প্রশংসা করি', নজরুল মঞ্চে অকপট মমতা CM Mamata Banerjee Praises The Ladies Of The House For Not Being Demanding At Nazrul Manch Mamata Banerjee: 'আমি বাড়ির বউদের খুব প্রশংসা করি', নজরুল মঞ্চে অকপট মমতা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/02/d25bf560c959b0effda3fa3a8fe1d8171672676118533482_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: 'আমি একটা ব্যাপারে বাড়ির (house) বউদের (wife) খুব প্রশংসা (appreciation) করি। আমি অনেক সময় শুনি,বউরা এই চায়, ওই চায়। বিশ্বাস করুন, আমি বাইরে গেলে যদি ছোট দোকান থেকে দুটো মাথার ক্লিপ কিনে দিই তাতেই তারা খুশি হয়', নজরুল মঞ্চের সভায় অকপট মুখ্য়মন্ত্রী (CM)। তৃণমূলনেত্রীর মতে, তাঁর পরিবারের বউরা কখনও কিছু চাননি। অল্পেতেই খুশি হয়েছেন।
কী বললেন তৃণমূলনেত্রী?
এদিন নজরুল মঞ্চের অনুষ্ঠানে তিনি বলেন, 'যদি দার্জিলিংয়ে যাই, একটা চাদর কিনে হাতে দিই, তাতেই ওরা খুশি হয়েছে। কোনও দিন সোনা-হিরে এসব চায়নি। পুজোয় একটা শাড়ি দিলেই মুখটা হাসিতে জ্বলজ্বল করে। কারণ তারা এই ভাবে তৈরি হয়েছে। ওদের মানসিকতাই এই ভাবে তৈরি হয়েছে। অভিষেক কাল আমাকে বলছিল, আমার বাচ্চাদের তুমি কত খেলনা কিনে দাও। আমাকে তো কিছু একটা দিতে পারো। আমি বললাম, ছিল না তো দেব কোথা থেকে? ছোটদের আমি সবসময় ভালোবাসি।' এর আগেও একাধিক বার পরিবারের সদস্যদের সম্পর্কে সর্বসমক্ষে অকপট হয়েছেন তৃণমূলনেত্রী। কিন্তু যখন পঞ্চায়েত ভোটের আগে, দুর্নীতির একের পর এক অভিযোগে দল ও তাঁর পরিবারের দিকে আঙুল উঠছে তখন এই ধরনের মন্তব্যের মধ্যে আলাদা অর্থ খুঁজে পাচ্ছে রাজনৈতিক মহলের অনেকেই। তৃণমূলনেত্রী অবশ্য কিছুটা হালকাচ্ছলেই কথাগুলি বলেন আজ। নিজের প্রসঙ্গও ছুঁয়ে যান। বলেন, 'আমাকে কাউকে হেল্প করতে হয় না। কাউকে আমাকেও হেল্প করতে হয় না।'
'লিবারেল' অতীতেও...
২০১৯-র লোকসভা ভোটের আগে প্রচারে গিয়ে ভাইয়ের বউদের সম্পর্কে অকপট হতে শোনা গিয়েছিল মুখ্য়মন্ত্রীকে। সে বার বলেছিলেন, 'আমি একসময় আমার ভাইয়ের বউকে বলেছিলাম, তোর যদি কখনও প্রেম করতে ইচ্ছে করে কারও সঙ্গে, তুই করে নিস। আমার কোনও অসুবিধে নেই।' বিজেপির সমালোচনা করতে গিয়েই এই প্রসঙ্গে মন্তব্য করেছিলেন তিনি। এবারও ভোটের আগে কর্মিসভায় তাঁর এমন মন্তব্যে শোরগোল। প্রসঙ্গত, এদিনের কর্মিসভা থেকেই গ্রামে গ্রামে জনসংযোগে জোর দেয় তৃণমূল। নজরুল মঞ্চে 'দিদির সুরক্ষাকবচ' কর্মসূচিও সূচনা করে তারা। আগামী ৬০ দিন তৃণমূলের নতুন কর্মসূচির ঘোষণা করেন মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানানো হয়, '১০ কোটি মানুষের জন্য নতুন অ্যাপ দিদির দূত'। কর্মিসভায় আগামী ৬০ দিন ধরে তৃণমূল কংগ্রেসের বুথ স্তরে একটা নতুন কর্মসূচির ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভার শুরুতেই তিনি সেমনে আনলেন ক্যাম্পেনের লোগো । বললেন, 'আমাদের দলের সভানেত্রী বাংলার মুখ্যমন্ত্রী এবং সকলের, সকলের প্রতি মা-মাটি-মানুষের প্রতি উৎসর্গীকৃত প্রাণ, আমি তাঁকে অনুরোধ করব, যে তাঁর হাত দিয়ে আজকে এই কর্মসূচির শুভ সূচনা যাতে আমরা উপলব্ধি করতে পারি। এবং সবার সামনে এই ক্যাম্পেনের লোগো প্রকাশের জন্য আমি নেত্রীকে অনুরোধ করব। '
আরও পড়ুন:২ জানুয়ারি দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, নজর রাখুন' কোনদিকে ইঙ্গিত অভিষেকের?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)