Weather Update: চরম অস্বস্তি, যদিও এই মুহূর্তে দেশের প্রথম ১০ উষ্ণ শহরের মধ্যে নেই কলকাতা ; তালিকায় কোন কোন শহর ?
Alert of Heatwave: চর্চায় উঠে আসছে, কলকাতার এই গরমে যখন মানুষের জেরবার অবস্থা হয়ে উঠছে, তখন প্রথম ১০-এ থাকা শহরগুলিতে মানুষের কী অবস্থা হচ্ছে ?
কলকাতা : শহরে এত গরম যে বাইরে বের হওয়ায় দুষ্কর হয়ে গিয়েছে। স্বস্তির খোঁজে দ্রুত এসির কাছে গিয়ে আশ্রয় নিচ্ছে মানুষ। আর যাঁদের সেই সংস্থান নেই, তাঁদের অস্বস্তিকর গরমে কার্যত নাজেহাল হতে হচ্ছে। এই পরিস্থিতিতে স্বস্তির খোঁজে রাজ্যবাসী। কিন্তু, সবথেকে চমকপ্রদ বিষয় হল, এত গরম স্বত্ত্বেও এই মুহূ্র্তে দেশের প্রথম ১০টি উষ্ণ শহরের মধ্যে নেই কলকাতা। এই পরিস্থিতিতে চর্চায় উঠে আসছে, কলকাতার এই গরমে যখন মানুষের জেরবার অবস্থা হয়ে উঠছে, তখন প্রথম ১০-এ থাকা শহরগুলিতে মানুষের কী অবস্থা হচ্ছে ?
তীব্র তাপপ্রবাহে জ্বলছে উত্তর-পশ্চিম ভারত। কার্যত তাপমাত্রার রেকর্ডের 'লড়াই' চলছে। লাদাখ থেকে ঝাড়খণ্ড অধিকাংশ জায়গাতেই ভয়ঙ্কর চিত্র উঠে আসছে। আবহাওয়া দফতর বলছে, তীব্র তাপপ্রবাহের কবলে রয়েছে- বিহার, চণ্ডীগড়, দিল্লি, হরিয়ানা, হিমাচলপ্রদেশ, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশের মতো রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি।
এই মুহূর্তে গরমের নিরিখে দেশের প্রথম ১০ শহর-
১. উত্তরপ্রদেশের প্রয়াগরাজে তাপমাত্রা ৪৭.৬ ডিগ্রি সেলসিয়াস
২. পাঞ্জাবের ভাটিণ্ডা ও হরিয়ানার পিণ্ডারায় তপমাত্রা ৪৬.৯ ডিগ্রি সেলসিয়াস করে
৩. হরিয়ানায় ফরিদাবাদে সর্বোচ্চ তাপমাত্রা ৪৬.৬ ডিগ্রি সেলসিয়াস
৪. হরিয়ানার রোহতক ও সিরসায় তাপমাত্রা ৪৬.২ ডিগ্রি সেলসিয়াস
৫. ঝাড়খণ্ডের ডালটনগঞ্জ ও পাঞ্জাবের ফরিদকোটেও তীব্র গরমের থাবা। ৪৬ ডিগ্রি সেলসিয়াস।
৬. পাঞ্জাবের অমৃতসর ও পাঠানকোটে তাপমাত্রা ছুঁল ৪৫.৮ ডিগ্রি সেলসিয়াস
৭. হরিয়ানার হিসারে ৪৫.৭ ডিগ্রি সেলসিয়াস
৮. পাঞ্জাবের পাটিয়ালায় তাপমাত্রা পৌঁছল ৪৫.৪ ডিগ্রিতে
৯. হরিয়ানার মহেন্দ্রগড়ে ৪৫.২ ডিগ্রি সেলসিয়াস
১০. হরিয়ানার গুরগাঁওয়ে সর্বোচ্চ তাপমাত্রা ৪৫.১ ডিগ্রি সেলসিয়াস।
বঙ্গের আবহাওয়ার সামগ্রিক চিত্র -
বিহার থেকে অসম পর্যন্ত বিস্তৃত অক্ষরেখা, দখিনা বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। দক্ষিণবঙ্গে বর্ষার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। কলকাতায় আজ বৃষ্টি হতে পারে। কাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা। বইতে পারে দমকা হাওয়া। এর মধ্যেই আজ তাপপ্রবাহের সতর্কতা রয়েছে পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায়। অন্যদিকে, উত্তরবঙ্গে দুর্যোগ আরও কিছুদিন চলবে। সিকিম-সহ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মালদা ও দুই দিনাজপুরেও ভারী বৃষ্টি হবে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।