West Bengal Live Blog: ফের বিমান বিভ্রাট! টেক অফের সময় তীব্র ঝাঁকুনি, দেড় ঘণ্টা আটকে বিমানবন্দরেই
West Bengal News Live Update: জেলা থেকে রাজ্য.. সব খবর দেখে নিন এক ঝলকে
LIVE

Background
কলকাতা: রাজ্য বনাম কেন্দ্রের টানাপোড়েনে বন্ধ হয়ে গিয়েছিল বরাদ্দ। সেই ১০০ দিনের কাজ নিয়ে এবার কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের। আগামী ১ অগাস্ট থেকে রাজ্যে ফের ১০০ দিনের কাজের প্রকল্প চালু করতে হবে বলে নির্দেশ কেন্দ্রীয় সরকারকে। আদালত সাফ জানিয়েছে, অনন্তকালে জন্য কোনও কেন্দ্রীয় প্রকল্পকে ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া যায় না। প্রয়োজনে দুর্নীতি প্রতিরোধী যে কোনও শর্ত আরোপ করুক কেন্দ্র। কিন্তু প্রকল্প চালু করতে হবে। (100 Days Work)। MGNREGA প্রকল্পের আওতায় ১০০ দিনের কাজ গ্রামাঞ্চলে রোজগারের সুযোগ সৃষ্টি করে। কিন্তু কেন্দ্রের বিজেপি সরকারের সঙ্গে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের টানাপোড়েনে সেই প্রকল্পের জন্য বরাদ্দ টাকা আটকে যায়। বিজেপি নেতৃত্ব প্রকাশ্যেই জানান, তাঁরাই চিঠি লিখে টাকা আটকে রাখতে আবেদন জানিয়েছেন। সেই থেকে গত তিন বছর ১০০ দিনের কাজের টাকা বন্ধ ছিল। বৃহস্পতিবার সেই নিয়েই কড়া নির্দেশ দিল আদালত। (MGNREGA in West Bengal)
আর জি কর হাসপাতালে দুর্নীতি মামলায় ১ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ । সিবিআই-কে তদন্ত শেষ করার নির্দেশ আলিপুরের বিশেষ সিবিআই আদালতের । '১ সেপ্টেম্বরের মধ্যে তদন্তের চূড়ান্ত রিপোর্ট জমা দিতে হবে। ৩০ জুন সন্দীপ ঘোষ, আশিস পাণ্ডে, সুমন হাজরা-সহ ৫ জনকে হাজির করতে হবে'। CBI-কে নির্দেশ বিশেষ সিবিআই আদালতের বিচারকের। ৩০ জুন এই আর জি কর হাসপাতালে দুর্নীতি মামলার চার্জ গঠনের সম্ভাবনা। দীর্ঘদিন তদন্ত চলতে পারে না, অভিযোগ তোলেন অভিযুক্তদের আইনজীবীদের।
সজলের পুজো বন্ধে নোটিস পুলিশের! সন্তোষ মিত্র স্কোয়ারের এ বারের থিম 'অপারেশন সিঁদুর'। থিম ঘোষণার পরই মিলেছে পুলিশের ক্রাউড ম্যানেজমেন্ট সংক্রান্ত নোটিস। উদ্দেশ্যপ্রণোদিত ভাবে পুজো বন্ধ করতেই মুচিপাড়া থানার পুলিশ নোটিস অভিযোগ সজল ঘোষের। 'স্টল বসানোয় নিষেধাজ্ঞা, কতজন ভলান্টিয়ার রাখতে হবে। কলকাতা পুলিশ বৈষম্যমূলক আচরণ করছে', অভিযোগ বিজেপি নেতার। 'গত ২ বছর সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মণ্ডপ পরিদর্শনে আসেন না পুলিশ কমিশনার'। গতবছর সন্তোষ মিত্র স্কোয়ারে ভিড় দেখেই দর্শকদের সুবিধার কথা মাথায় রেখে এই নোটিস, পাল্টা দাবি পুলিশের।
এবার ব্রিজ ভেঙে পড়লো অসমে। কালাইন-শিলচর সড়কে হারাং নদীর উপর ভাঙ্গারপাড় ব্রিজ ভেঙে পড়ল। এক মাস আগে এই সেতু সারাইয়ের পর তা খোলা হয়েছিল। সেতু ভাঙায় দুটি পণ্য বোঝাই লরিও ভেঙে নদীতে পড়ে যায়। ব্রিজ ভেঙে পড়ায় ত্রিপুরা ও মিজোরামের সঙ্গে গুয়াহাটির যোগাযোগ ব্যবস্থা ব্যাহত।
Mamata Banerjee: 'সংবিধান হত্যা দিবস' পালনের তীব্র বিরোধিতা মমতা বন্দ্যোপাধ্যায়ের
'সংবিধান হত্যা দিবস' পালনের তীব্র বিরোধিতা মমতা বন্দ্যোপাধ্যায়ের
'জরুরি অবস্থার ৫০ বছর উপলক্ষ্যে চিঠি পাঠিয়েছে কেন্দ্র'
'সংবিধান হত্যা দিবস পালনের কথা বলা হয়েছে'
'মুখ্যসচিবের কাছে চিঠি পাঠিয়েছে কেন্দ্র'
'সংবিধান হত্যা দিবস পালনে আপত্তি রয়েছে'
'এখন কি দেশে আদৌ গণতন্ত্র আছে?'
কেন্দ্রকে কড়া ভাষায় আক্রমণ মুখ্যমন্ত্রী মমতার
West Bengal Live News: কালীগঞ্জ উপনির্বাচনের আগে ওয়েব কাস্টিং নিয়েও বিতর্ক
কালীগঞ্জ উপনির্বাচনের আগে ওয়েব কাস্টিং নিয়েও বিতর্ক। 'গুজরাতের সংস্থাকে কেন ওয়েব কাস্টিংয়ের দায়িত্ব?' টেন্ডারে অনিয়মের অভিযোগে কমিশনে তৃণমূলের অভিযোগ






















