Hooghly News: এক সপ্তাহে দু'বার উদ্বোধন কামারকুণ্ডু ব্রিজের, প্রকল্প নিয়ে কেন্দ্র-রাজ্য দড়ি টানাটানি
Kamarkundu Bridge: কেন্দ্র এবং রাজ্য সরকারের যৌথ টাকায় হুগলির কামারকুণ্ডুতে তৈরি হয়েছে এই রেল ওভারব্রিজ।
অরিত্রিক ভট্টাচার্য, আশাবুল হোসেন, সৌরভ বন্দ্যোপাধ্যায়,হুগলি: প্রকল্পের উদ্বোধন নিয়ে কেন্দ্র-রাজ্য দড়ি টানাটানি। তার জেরে এক সপ্তাহে একই ব্রিজের দু’বার উদ্বোধন হল। গত ৩ জুন কামারকুণ্ডুর রেলব্রিজের (Kamarkundu Bridge) উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। ১০ জুন সেই ব্রিজের উদ্বোধন করলেন রেল প্রতিমন্ত্রী, যা নিয়ে আরও একবার বাগযুদ্ধে জড়াল বিজেপি (BJP) এবং তৃণমূল (TMC)।
এক ব্রিজের দু'বার উদ্বোধন
কেন্দ্র এবং রাজ্য সরকারের যৌথ টাকায় হুগলির কামারকুণ্ডুতে তৈরি হয়েছে এই রেল ওভারব্রিজ। গত জুন এই রেল ব্রিজের উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। রেলমন্ত্রী যাতে ওই ওভারব্রিজের উদ্বোধনে অংশ নিতে পারেন, সেজন্য হুগলির জেলাশাসককে চিঠি লিখে, উদ্বোধনের দিন পরিবর্তনের আবেদন করে রেল। কিন্তু, তাতেও অনুষ্ঠান সূচি পাল্টায়নি। এরপর মুখ্যমন্ত্রীর সেতু উদ্বোধনের ঠিক এক সপ্তাহ পর, সেই সেতুই নতুন করে উদ্বোধনের সিদ্ধান্ত নেন রেল কর্তৃপক্ষ।
আরও পড়ুন: WB HS Results 2022 Declared: একই স্কুলের ২২ জন মেধাতালিকায়, উচ্চমাধ্যমিকে নজির গড়ল পিংলা
সেই অনুযায়ী, শুক্রবার ভার্চুয়ালি সেই ব্রিজেরই উদ্বোধন করলেন রেল প্রতিমন্ত্রী রাওসাহেব পাটিল দানভে। এই অনুষ্ঠানে মঞ্চে থাকার জন্য, হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের পাশাপাশি আমন্ত্রিত ছিলেন আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার এবং সিঙ্গুরের তৃণমূল বিধায়ক বেচারাম মান্না।
প্রকল্পের উদ্বোধন নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত
কিন্তু অপরূপা পোদ্দার বা বেচারাম মা, কেউই শুক্রবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। বরং নতুন ব্রিজের অদূরে সভা করে, আগেভাগে ব্রিজ উদ্বোধনের জন্য রাজ্য সরকারকে নিশানা করেন বিজেপি নেতা-নেত্রীরা। এ নিয়ে লকেট বলেন, "সাংসদ হিসেবে বারবার বলেছি, কবে উদ্বোধন করবেন। চুপি চুপি নিজেরা করবে বলে বলছিল না।" বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরাসরি মমতাকে নিশানা করে বলেন, "ফেডারেল স্ট্রাকচারে কেন্দ্র-রাজ্য থাকে। উনি নিজে করে দিলেন।" শুক্রবার কামারকুণ্ডুর রেলব্রিজের পাশাপাশি আরও কয়েকটি প্রকল্পের উদ্বোধন করেন রেল প্রতিমন্ত্রী।