Hooghly BJP : হুগলিতে তুলকালাম ! সুকান্তকে পেয়েই দল থেকে কোন 'নোংরা লোক'দের তাড়ানোর আর্জি জানালেন বিক্ষুব্ধরা?
BJP News : হুগলিতে সুকান্ত মজুমদার যেতেই সেখানকার স্থানীয় সংগঠন নিয়ে ক্ষোভপ্রকাশ করল দলেরই একাংশ। রীতিমতো বিক্ষোভের মুখে পড়লেন বিজেপির রাজ্য সভাপতি।
সোমনাথ মিত্র, হুগলি : লোকসভায় বাংলা থেকে তিরিশের বেশি আসন লক্ষ্য রেখে এগিয়েছিল বিজেপি। তার অর্ধেকের কম আসনেই থামতে হয়েছে। এরপর বিধানসভা উপনির্বাচনে ৩ টি জেতা-আসন হাতছাড়া হয়েছে গেরুয়া শিবিরের। লোকসভা ভোটের ফল বেরনোর পর থেকেই পশ্চিমবঙ্গের জেলা জেলায় বহু নেতাই দলের সংগঠন, হাইকমান্ডের দূরদর্শিতা নিয়ে প্রশ্ন তুলেছিল। উপনির্বাচনের ফল বেরনোর পর তা যেন আরও প্রকট হল। হুগলিতে সুকান্ত মজুমদার যেতেই সেখানকার স্থানীয় সংগঠন নিয়ে ক্ষোভপ্রকাশ করল দলেরই একাংশ। রীতিমতো বিক্ষোভের মুখে পড়লেন বিজেপির রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী।
কর্মী সম্মেলনে সুকান্ত মজুমদারের কাছে দলের মণ্ডল সভাপতিদের বিরুদ্ধে সরাসরি নালিশ জানালেন বিজেপি কর্মীরা। বিক্ষুব্ধরা অভিযোগ তুললেন, তৃণমূলের দালালরা দলে ঢুকে বিজেপিকে শেষ করে দিচ্ছে। হুগলির পাণ্ডুয়ায় বিজেপি রাজ্য সভাপতির সামনেই প্রকাশ্যে এল দলীয় কোন্দল।
সুকান্ত মজুমদার এর কাছে ক্ষোভ প্রকাশ করার পর স্থানীয় বিজেপি কর্মী দীপক শর্মা এবিপি আনন্দকে জানালেন, ' বেশ কিছু মণ্ডল সভাপতি নিজেরাই দল চালাচ্ছেন। ঠিকঠাক কাজ করছেন না। আমরা সহযোগিতা পাচ্ছি না। তাই সে কথাই বললাম । উনি বিষয়টা দেখবেন বলেছেন। আমাদের দাবি দলের মধ্যে কিছু নোংরা লোক আছে তাদের সরাতে হবে। ব্লকের কিছু নেতৃত্ব আছে তাদের সরাতে হবে। আমরা তার জন্য কাজ করতে পারছি না'
এ বিষয়ে বিজেপি হুগলf সাংগঠনিক জেলা সভাপতি তুষার মজুমদার বলেন, ' ক্ষোভ কোথাও নেই। যিনি ঢুকে কথাগুলো বললেন তিনি দলই ঠিকমতো করে না। উনি কোনও পদে নেই। কারও কোন অভিযোগ থাকলে আগে আমাকে বলতে হবে। তাই না করে যদি দিল্লিতে জানায় তাহলে ঘুরে আমার কাছেই তো সেই অভিযোগ আসবে? হেরে গেলে অনেক কথা হয়। জিতে গেলে কোনও কথা হয় না। সে কতটা কাজ করেছে সেটা আগে দেখতে হবে। ' মোট কথা দলীয় কর্মীদের একাংশের ক্ষোভকে গুরুত্ব দিতে নারাজ বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সভাপতি।
আর এই ঘটনা নিয়ে কটাক্ষই করেছে তৃণমূল। অন্তর্দ্বন্দ্বেই শেষ হবে গেরুয়া শিবির, কটাক্ষ করেছে তৃণমূল। বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে রাজ্যের শাসক দল। হুগলি সংগঠনিক জেলা তৃণমূল কংগ্ৰেসের সম্পাদক অসিত চট্টোপাধ্যায় বলেন, বিজেপির আজ যা দলের অন্তর্দ্বন্দ্ব তাতে ২০২৬ সাল পর্যন্ত বিজেপি থাকবে কি না তাই সন্দেহ । বিজেপি দলটা একটা ক্ষয়িষ্ণু শক্তিতে পরিণত হয়েছে। সারা ভারতবর্ষে বিজেপির ভাঙ্গন শুরু হয়েছে।
আরও পড়ুন :
সোমবার থেকেই শনির প্রকোপে কোন রাশি, কোন রাশির অর্থের ঝনঝনানি? এই সপ্তাহের রাশিফল