Hooghly: জলের তলায় কৃষি জমি, হুগলিতে এক মাসেরও বেশি সময় ধরে বন্ধ চাষের কাজ
Agricultural Land: ধান জমি,সব্জি, কলা চাষের জমিতে কোথাও এক কোমর, কোথাও এক হাঁটু জল দাঁড়িয়ে
সৌরভ বন্দ্যোপাধ্যায়, শ্রীরামপুর: নয়ানজুলি ভরাট হয়ে যাওয়ায় কয়েক হাজার বিঘা জমি (Agricultural Land) জলের তলায়। ধান জমি,সব্জি, কলা চাষের জমিতে কোথাও এক কোমর, কোথাও এক হাঁটু জল দাঁড়িয়ে। প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ কৃষকদের।
এক মাস পেরিয়ে গিয়েছে, বদলাচ্ছে না ছবিটা। দিল্লি রোডের দুই ধারে পিয়ারাপুর ও বিঘাটি গ্রাম পঞ্চায়েতের প্রায় পাঁচ হাজার বিঘা জমিতে চাষাবাদ বন্ধ। স্থানীয়রা জানাচ্ছেন, দিল্লি রোডের দুই পাশের নিকাশি নয়ানজুলি বুজিয়ে তৈরি হচ্ছে হোটেল সহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান। চাষের জমির পাশাপাশি পিয়ারাপুরে কিছু জায়গায় ঘর বাড়িতেও জল ঢুকেছে। গঙ্গার সঙ্গে যুক্ত খালে জল নিকাশি না হওয়ায় বৃষ্টির জল বেরোতে পারছে না বলে জানিয়েছেন কৃষকরা। চাঁদানির বিধায়ক অরিন্দম গুইন জানান, দিল্লি রোড সম্প্রসারণ হওয়ায় উঁচু হয়েছে রাস্তা। সেই তুলনায় নয়ানজুলি নিচু হয়ে গিয়েছে। ডানকুনি খালা বুজে যাওয়ায় নিকাশি বন্ধ হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন: দিঘা-শৌলা মেরিন ড্রাইভের কাজ শেষ প্রায় ৮০ শতাংশ, আশায় বুক বাঁধছেন ব্যবসায়ীরা
সূত্রের খবর, দিল্লি রোড পার্শ্ববর্তী এলাকা পূর্ত দফতর দেখভাল করে। হুগলির জেলা শাসক পি দীপা প্রিয়া জানিয়েছেন, বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে খতিয়ে দেখে রিপোর্ট দিতে বলা হয়েছে। নিকাশি ব্যবস্থা ঠিক করতে ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনা সামনে আসতেই কটাক্ষ করেছে বিজেপি। বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি দাবি, “শাসক দলের মধ্যেই এই নয়নজলি, খাল, বুজিয়ে ফেলার কাজ হচ্ছে। শাসকদলের পঞ্চায়েত থেকে পুরসভার বিধায়ক সবাই লাভবান হচ্ছেন। সেই কারণেই তারা দেখেও দেখে না। এদিকে নিজেদের কৃষক দরদী সরকার বলে দাবি করে। এখানে জমি চাষ করতে না পেরে কৃষকদের মাথায় হাত। তা নিয়ে কোনও মাথা ব্যথা নেই শাসকদলের।’’
আরও পড়ুন: ফের কুসংস্কারের ঘটনা, প্রায় পঙ্গু হয়ে যাওয়া ব্যক্তির চিকিৎসায় ওঝা নিয়োগ পরিবারের, গ্রেফতার এক