Hooghly News : ট্রেনের ইঞ্জিন বিকল, সকাল থেকে বিপর্যস্ত ব্যান্ডেল কাটোয়া শাখার ট্রেন চলাচল
ব্যান্ডেল কাটোয়া শাখায় একটি স্পেশাল ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। এর ফলে বহুক্ষণ ট্রেন চলাচল বিঘ্নিত হয়।
![Hooghly News : ট্রেনের ইঞ্জিন বিকল, সকাল থেকে বিপর্যস্ত ব্যান্ডেল কাটোয়া শাখার ট্রেন চলাচল Hooghly News Train Service From Bandel To Katwa Was Disrupted Due To Engine Problem Hooghly News : ট্রেনের ইঞ্জিন বিকল, সকাল থেকে বিপর্যস্ত ব্যান্ডেল কাটোয়া শাখার ট্রেন চলাচল](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/05/31356375b3e427ce266e321006e357b01659685561_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি : শুক্রবার। সকাল সকাল কেউ যাচ্ছিলেন অফিসে, কেউ বা ব্যবসায়, কেউ আবার শিক্ষপ্রতিষ্ঠানে। সেই সময়ই ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ব্রেক কষল ব্যান্ডেল কাটোয়া শাখার নিত্যযাত্রীদের জীবনযাত্রার স্বাভাবিক ছন্দে।
ঘড়িতে তখন সকাল সাড়ে ৯ টা। ব্যান্ডেল স্টেশনে থিকথিকে ভিড়। ব্যান্ডেল কাটোয়া শাখার বেশিরভাগ স্টেশনেই এই সময় যাত্রীদের চাপ। তখনই ঘটল বিপত্তি। ব্যান্ডেল কাটোয়া শাখায় একটি স্পেশাল ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। এর ফলে বহুক্ষণ ট্রেন চলাচল বিঘ্নিত হয়।
আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ
ব্যান্ডেল কাটোয়া শাখায় আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয় সকাল সাড়ে নটা থেকে। ব্যান্ডেল কাটোয়া শাখার সোমরা বাজার ও বেহুলা স্টেশনের মাঝামাঝি একটি স্পেশাল ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার পরই দুর্ভোগের সূচনা। এর ফলে আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। ব্যান্ডেল থেকে নবদ্বীপ কাটোয়া যাওয়ার বিভিন্ন স্টেশনে ট্রেন দাঁড়িয়ে পড়ে
ভোগান্তির মুখে পড়েন রেল যাত্রীরা।কাটোয়া থেকে একটি ইঞ্জিন নিয়ে গিয়ে স্পেশাল ট্রেনটি নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলে রেলওয়ে সূত্রে খবর ।রেলের অফিসারদের নিয়ে স্পেশাল ট্রেনটি জঙ্গিপুর যাচ্ছিল বলে জানা গেছে ।
আরও পড়ুন :
'সরকারি চাকরি দেব বলে ১ কোটিরও বেশি টাকা তুলেছি', স্পষ্ট স্বীকারোক্তি ভাঙড়ের শিক্ষকের
মাস কয়েক আগে থার্ড লাইন সম্প্রসারণের জন্য ৭২ ঘণ্টা বন্ধ ছিল ব্যান্ডেল ও মগরার মধ্যে ট্রেন চলাচল। তখনও সমস্যায় পড়েন সেখানকার নিত্যযাত্রীরা। তারপর ফের জুন মাসে ভোগান্তির মুখে পড়েন নিত্যযাত্রীরা। বকেয়া কাজের জন্য প্রায় এক মাস ব্যান্ডেল শাখায় অন্তত ৩০০ টি লোকাল ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেয় পূর্ব রেল। রেলের তরফে জানানো হয়, ইন্টারলকিংয়ের কাজ শেষ হলেও কিছু কাজ তখনও বাকি । ৩ জুলাই পর্যন্ত ব্যান্ডেল শাখায় প্রতিদিন ১০টি লোকাল ট্রেন বাতিল করা হয়
বন্ধ নিউ জলপাইগুড়ি-দার্জিলিং টয় ট্রেন পরিষেবা
আজ থেকে তিনদিনের জন্য বন্ধ নিউ জলপাইগুড়ি-দার্জিলিং টয় ট্রেন পরিষেবা। নর্থ-ইস্ট ফ্রন্টিয়ার রেলের তরফে জানানো হয়েছে, কার্শিয়ং থেকে ঘুমের মাঝে লাইন মেরামতির জন্য রবিবার, ৭ অগাস্ট পর্যন্ত বন্ধ থাকছে নিউজলপাইগুড়ি-দার্জিলিং টয় ট্রেন চলাচল। সামনে পুজোর মরশুম, সেই সময় পাহাড়ে ভিড় বাড়বে পর্যটকদের। তার আগে যাত্রীদের চাপ কম থাকায় টয় ট্রেন পরিষেবা বন্ধ রেখে লাইন মেরামতের সিদ্ধান্ত।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)