Pregnant Woman Beaten : বিজেপি বুথ সভাপতির অন্তঃসত্ত্বা মেয়ের পেটে লাথি ! কাঠগড়ায় তৃণমূল নেতা
Bansberia Municipality : পুরসভার কল থেকে কে আগে নেবে জল ? এই নিয়ে ঝামেলার শুরু
সৌরভ বন্দ্যোপাধ্যায়, বাঁশবেড়িয়া (হুগলি) : বিবাদ চলাকালীন বিজেপি বুথ সভাপতির অন্তঃসত্ত্বা মেয়ের (Pregnant Woman) পেটে লাথি ! কাঠগড়ায় প্রতিবেশী তৃণমূল নেতা (TMC Leader)। বিজেপি নেতার (BJP Leader) বৃদ্ধ বাবাকেও মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত তৃণমূল নেতা-সহ ৪ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
তিল থেকে তাল !
পুরসভার কল থেকে কে আগে নেবে জল ? এই নিয়ে ঝামেলার শুরু। মুহূর্তের মধ্যেই তিল থেকে তাল ! বিজেপি নেতার অন্তঃসত্ত্বা মেয়ের পেটে লাথি মারার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। তুচ্ছ বিবাদ থেকে তুলকালাম হুগলির বাঁশবেড়িয়ার ১৬ নম্বর ওয়ার্ডে।
অভিযোগ, শনিবার বিকালে পুরসভার কল থেকে জল নেওয়াকে কেন্দ্র করে তৃণমূল নেতা ও প্রতিবেশী রাখাল দাসের সঙ্গে হাতাহাতিতে জড়ান স্থানীয় বিজেপি নেতা। ঝামেলা থামাতে আসেন বিজেপি নেতার বৃদ্ধ বাবা ও অন্তঃসত্ত্বা মেয়ে। অভিযোগ, সেই সময়ই বিজেপি নেতার বৃদ্ধ বাবার মাথায় লাঠি দিয়ে আঘাত করেন তৃণমূল নেতা। পাশে দাঁড়িয়ে থাকা বিজেপি নেতার অন্তঃসত্ত্বা মেয়ের পেটে লাথি মারা হয় বলেও অভিযোগ!
আক্রান্ত অন্তঃসত্ত্বা বলেন, আমার বাবা বিজেপি করে বলে তাই ঝামেলা। আজকে ঝামেলা করতে করতে দাদুকেও মেরেছে, আমি ছুটে এসে পাশে দাঁড়িয়েছিলাম বলে আমার পেটে লাথি মেরেছে।
হুগলির ইমামবাড়া হাসপাতালে চিকিৎসাধীন বিজেপি নেতার মেয়ে। বৃদ্ধের মাথায় ৯টি সেলাই পড়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।
অভিযোগকারী বিজেপি নেতা বলেন, গন্ডগোলের সময় মারতে আসে তৃণমূল কর্মী রাখাল দাস। বৃদ্ধ বাবা আর মেয়ে আটকাতে গেলে তাদের উপর চড়াও হয়। বাবার মাথায় লাঠি দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেয়। মেয়ে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা, তার পেটেও লাথি মারে।
হুগলির বাঁশবেড়িয়া পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও তৃণমূল নেত্রী মিনতি ধর বলেন, কল নিয়ে বিবাদ থেকে এই ঘটনা হয়েছে। যা হয়েছে তা সমর্থনযোগ্য নয়। পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে।
অন্যদিকে বাঁশবেড়িয়ার বিজেপির মণ্ডল সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, কল নিয়ে দুই পরিবারের বিবাদ অনেক দিনের। আজকে ঝামেলার সময় তৃণমূল নেতা এসে বুথ সভাপতির উপর চড়াও হয়। মারধর করে। আসলে তৃণমূলে এই ব্যাপারটা আছে যে যত বেশি মারধর করবে, সে তত উঁচু পোস্টে যাবে।
যদিও ঘটনার সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই বলে দাবি তৃণমূল পরিচালিত বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান ও তৃণমূল নেতা আদিত্য নিয়োগীর। তিনি বলেন, পানীয় জল নিয়ে এই ঘটনা কাম্য নয়। দুর্ভাগ্যজনক। এর মধ্যে রাজনীতি নেই। ঘটনার নিন্দা করছি।
ঘটনার পরেই অভিযুক্ত রাখাল দাস-সহ ৪ জনকে আটক করে তদন্ত শুরু করেছে মগরা থানা।