Madhyamik Exam 2025: পরীক্ষাকেন্দ্র খুঁজে না পেয়ে দিশেহারা মাধ্যমিক পরীক্ষার্থী, বাইকে করে পৌঁছে দিল পুলিশ !
Police Helps Student On Madhyamik Exam 2025: হুগলির ডানকুনিতে পরীক্ষার সেন্টার খুঁজে না পাওয়ায় হন্যে মাধ্যমিক পরীক্ষার্থী ! সাহায্যের হাত এগিয়ে দিল পুলিশ

হুগলি: পথ হারানো মাধ্যমিক পরীক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিল পুলিশ। হুগলির ডানকুনিতে পরীক্ষার সেন্টার খুঁজে না পাওয়ায় হন্যে হয়ে ঘুরছিল ওই পরীক্ষার্থী। ডানকুনির চাকুন্দি হাইস্কুলের ছাত্রীর সিট পড়ে কানাইপুর হাইস্কুলে। বিষয়টি নজরে আসে ডানকুনি পুরসভার পুরপ্রধানের। তাঁরই নির্দেশে ওই ছাত্রীকে বাইকে করে পৌঁছে দেন স্থানীয় ট্র্যাফিক ইন্সপেক্টর।
সোমবার থেকে শুরু হচ্ছে এবছরের মাধ্য়মিক পরীক্ষা। মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯ লক্ষের বেশি। পর্ষদ ও পুলিশের প্রস্ততি সম্পূর্ণ। সমতল থেকে পাহাড়- পরীক্ষার্থী ও অভিভাবকদের কথা ভেবে করা হয়েছে সব রকম ব্যবস্থা। আজ থেকেই শুরু জীবনের প্রথম বড় পরীক্ষা, মাধ্যমিক। চলতি বছরে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯ লক্ষ ৮৪ হাজার ৭৫৩। তাঁদের মধ্যে ছেলে ৪ লক্ষ ২৮ হাজার ৮০৩ জন এবং মেয়ে ৫ লক্ষ ৫৫ হাজার ৯৫০ জন।
মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, ১০ তারিখ থেকে ২২ তারিখ পর্যন্ত চলবে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থীরা প্রশ্নপত্র পাবে সকাল ১০টা ৪৫-এ। পরীক্ষা চলবে সকাল ১১টা থেকে দুপুর ২টো পর্যন্ত। প্রতিবারের মতো, এবারও মালদা জেলায় রয়েছে পর্ষদের কড়া নজর। জেলার ১২২টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দেবে ২৬৩টি স্কুলে পকীক্ষার্থীরা। প্রতি পরীক্ষাকেন্দ্রে থাকছেন অতিরিক্ত ২ জন করে ভেনু সুপারভাইজার।পরীক্ষা নির্বিঘ্ন করতে পর্ষদ ও পুলিশের পক্ষ থেকে সব রকম ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে পরীক্ষাকেন্দ্রগুলির।
অপরদিকে, জেলায় জেলায় মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। বাঁকুড়া, ঝাড়গ্রামে হাতির হামলার মুখে যাতে পড়তে না হয়, সেজন্য পরীক্ষার্থীদের পৌঁছে দেওয়া হচ্ছে পরীক্ষাকেন্দ্রে। পরীক্ষার্থীদের হুলা পার্টির সাহায্যে কড়া নিরাপত্তায় পৌঁছনো হচ্ছে পরীক্ষাকেন্দ্রে। বাঁকুড়া জেলার জঙ্গলে এই মুহূর্তে ৬২ টি হাতি রয়েছে। জেলায় বেশ কিছু পরীক্ষাকেন্দ্র রয়েছে যেগুলি হাতি উপদ্রুত এলাকার মধ্যে পড়ে।
আরও পড়ুন, জঙ্গলে চলছিল তল্লাশি, আচমকাই বনকর্মীর উপর ঝাঁপিয়ে পড়ল বাঘ, মর্মান্তিক ঘটনা মইপীঠে !
অপরদিকে, এবছর ঝাড়গ্রামে মাধ্যমিকে বেশি ছাত্রীর সংখ্যা। ব্যাপক প্রশাসনিক নিরাপত্তা রাখা হয়েছে জঙ্গলমহলের ঝাড়গ্রামে। ঝাড়গ্রামে এবছর মাধ্যমিক পরীক্ষা দেবে ১৩,৬৫০ ছাত্রছাত্রী। এর মধ্যে ছাত্র ৬,৪০৪ এবং ছাত্রী ৭,২৪৬। মোট পরীক্ষাকেন্দ্র ৩৯। জেলাশাসক। সুনীলকুমার আগরওয়াল জানান, জেলায় এবার মাধ্যমিকে ছাত্রের থেকে ছাত্রীর সংখ্যা বেশি। মাধ্যমিক সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে যেতে কোনও অসুবিধায় যাতে পড়তে না হয় সেজন্য নির্দিষ্ট সময়ে পর্যাপ্ত বাসের ব্যবস্থা করা হয়েছে। জেলার যেসব এলাকায় হাতি রয়েছে সেইসব এলাকায় বনকর্মীদের পাশাপাশি মোতায়েন থাকছে পুলিশ। যাতে হাতির জন্য পরীক্ষার্থীদের কোনও অসুবিধা না হয় , তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।






















