Hooghly News: এই কারণে লোকসভা ভোটে হেরেছেন লকেট, যা কারণ দেখালেন মিঠুন...
Lok Sabha Election 2024: লোকসভা ভোটে হুগলিতে তৃণমূল প্রার্থীর কাছে হেরে যান লকেট চট্টোপাধ্যায়।
সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি : গোষ্ঠীকোন্দলেই লোকসভা ভোটে হেরেছেন লকেট চট্টোপাধ্যায়। হুগলিতে সদস্য সংগ্রহ অভিযানে গিয়ে দলের একাংশকে কাঠগড়ায় তুললেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। এই ধরনের মন্তব্য করে রাজনীতিতে ভেসে থাকতে চাইছেন, পাল্টা কটাক্ষ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
এবারের লোকসভা ভোটে, জেতা আসন হুগলি থেকে দাঁড়িয়েছিলেন বিজেপির লকেট চট্টোপাধ্যায়। তাঁর হয়ে ভোটের প্রচারে যান বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী ও বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কিন্তু, লোকসভা ভোটে হুগলিতে তৃণমূল প্রার্থীর কাছে হেরে যান লকেট চট্টোপাধ্যায়। এবার লকেটকে পাশে বসিয়েই, তাঁর হারের জন্য দলের একাংশকে কাঠগড়ায় তুললেন বিজেপি নেতা মিঠুন। কোন্দল নিয়ে কার্যত হুঁশিয়ারিও শোনা যায় তাঁর গলায়।
মিঠুন বলেন, 'এখানে যতগুলো আমি দেখেছি, যতগুলো বিধানসভা আছে...সবকটা বিধানসভাতেই জেতা আছে। কিছু কিছু জায়গায় কিছু ভোটের জন্য লকেট হেরে গেল। গোষ্ঠীদ্বন্দ্ব...নো মার্সি। যাকে দেখব কাজ করছে না...আমার কোনও ইমোশন নেই। তুলে ফেলে দেব। '
মিঠুনের কোন্দল-মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'হি ইজ আ ডেড পলিটিশিয়ান...কোনও দাম নেই। মিঠুন রাজনীতিবিদ হিসেবে থাউজান্ড পার্সেন্ট ফেল, ব্যর্থ...ও যত মুখ দেখাবে তত ভোট কমবে বিজেপির।'
পাল্টা জবাব দিয়ে বিজেপি নেত্রী ও প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্য়ায় বলেন, 'রাজনীতি সম্পর্কে অভিজ্ঞ লোক। মানুষকে সত্যি কথাটা বলতে দ্বিধা বোধ করেন না। রাজ্যসভার সদস্য করার পরেও আজ সেই পার্টি ছেড়ে করাপশন পার্টি ছেড়ে বিজেপিতে অংশগ্রহণ করেছেন। এইজন্য এদের ভীষণ জ্বালা।'
এবার জেতা আসন থেকে সরিয়ে, অন্য় কেন্দ্রে প্রার্থী করা হয়েছিল দিলীপ ঘোষকে। লোকসভা ভোটে হেরে দলের একাংশের বিরুদ্ধেই সরব হয়েছিলেন তিনি। এবার লকেটের হার নিয়ে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের কথা উঠে এল মিঠুন চক্রবর্তীরই কথায়।
তৃণমূলের হাত ধরে রাজনীতিতে যাত্রা শুরু হলেও, ২০১৫ সাল থেকে তিনি বিজেপি-তে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে হুগলি থেকে জয়ী হন লকেট। এবারও তাঁকে সেখানেই প্রার্থী করে গেরুয়া শিবির। সেখানে আবার লকেটের একদা সতীর্থ রচনা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করে তৃণমূল।কিন্তু, ভোটে জয়ের হাসি হাসেন রচনা। যে ভোটের ফল নিয়ে এবার সরব হলেন মিঠুন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।