Kalyan On I-Pac : 'আইপ্যাক কোথায়? বাজারে তো আমাকেই হাঁটতে হচ্ছে' বিস্ফোরক কল্যাণ
MP Kalyan Banerjee Questions Role Of I-Pac : ' কোথায় আইপ্যাক? প্রার্থীদের জেতানোর জন্য তো সেই আমাদের খাটতে হচ্ছে! '
সৌরভ বন্দ্যোপাধ্যায়, শ্রীরামপুর : দলীয় প্রার্থীর হয়ে প্রচারে নেমে শ্রীরামপুরে প্রশান্ত কিশোরের (Prashant Kishor) সংস্থাকে নিশানা করলেন তৃণমূল ( All India Trinamool Congress) সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। স্বভাবসিদ্ধ চাঁচাছোলা ভঙ্গিমায় প্রশ্ন তুললেন , 'আজ আইপ্যাকের লোক কোথায়? আইপ্যাকের লোক কোথায়? ... জেতানোর জন্য নামুক, আইপ্যাক কোথায়? বাজারে তো আমাকেই হাঁটতে হচ্ছে, খাটতে হচ্ছে'
তৃণমূলের সঙ্গে প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাকের ( I - PAC ) দূরত্বের জল্পনা!বিজেপির জোট সঙ্গী, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে পিকের (PK) সাক্ষাতে নতুন সমীকরণের ইঙ্গিত! এই প্রেক্ষাপটেই আইপ্যাককে নিয়ে কড়া আক্রমণ শানালেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়!
আরও পড়ুন :
কুয়াশার চাদরে মুড়ি দিয়ে দিন শুরু, বৃষ্টি নামবে কি ?
কিছুদিন আগেই তৃণমূল বিধায়ক মদন মিত্র ও তৃণমূল সাংসদ সৌগত রায়ের মুখে আইপ্যাক প্রসঙ্গে শোনা গিয়েছিল প্রশংসার সুর। সেই আইপ্যাকের বিরুদ্ধেই আক্রমণাত্মক, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেল নিয়ে মুখ খোলা শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়! বললেন,' অন্য সময় অনেক লোক পাবেন এর লোক, ওর লোক, এর লোক, তার লোক ঢোকানোর জন্য। কিন্তু কাজ করার সময় আমাদেরই পাবেন।'
সম্প্রতি তৃণমূলের পুরভোটের প্রার্থী তালিকা নিয়ে বিভ্রাটের জেরে আইপ্যাকের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। দলের অফিসিয়াল পেজে তালিকা কে আপলোড করল, তা নিয়ে শুরু হয় তরজা। পরিস্থিতি এই পর্যায়ে পৌঁছয় যে, আইপ্যাকের সঙ্গে তৃণমূলের গাঁটছড়া ভাঙার জল্পনা তুঙ্গে ওঠে। এই আবহেই আইপ্যাক প্রসঙ্গে তৃণমূল নেতাদের ভিন্নমত প্রকাশ্যে আসায় তীব্র কটাক্ষ করেছে বিরোধীরা। ' অবশ্য আই-প্যাক প্রসঙ্গে এড়িয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেন, আমাদের দল যথেষ্ট শক্তিশালী, যার যখন দরকার হয়, তখন তার থেকে পরামর্শ নেয়, কিন্তু শেষ কথা দলই বলবে ' । শেষপর্যন্ত গলবে বরফ? না কি আইপ্যাক-তৃণমূল বিচ্ছেদই ভবিতব্য? এগুলিই এখন সবচেয়ে বড় প্রশ্ন।