Hooghly News:খেলতে খেলতে জলে পড়ে গিয়ে তারকেশ্বরে মৃত্যু ২ কিশোরের
Death Due To Drowning:খেলতে খেলতে জলে পড়ে গিয়ে মারা গেল ২ কিশোর। তারকেশ্বর পুরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। দুই কিশোরের মৃত্যুর খবর আসতেই এলাকায় শোকের ছায়া।
সোমনাথ মিত্র, হুগলি: খেলতে খেলতে জলে পড়ে গিয়ে মারা গেল ২ কিশোর (Adolescent Death)। তারকেশ্বর (Tarakeshwar Municipality) পুরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। দুই কিশোরের মৃত্যুর খবর আসতেই এলাকায় শোকের ছায়া।পুলিশ জানিয়েছে, মৃতের নাম অমিত সাউ এবং সরিয়া খাটুয়া। অমিতের বয়স ১৫ বছর, সরিয়ার বয়স ১৬।
কী ঘটেছিল?
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, তারকেশ্বর পুরসভার ১১নং ওয়ার্ডের রনের খালের ধারে খেলায় মগ্ন ছিল দুই কিশোর। এর মধ্যে নবম শ্রেণির ছাত্র অমিত সাউয়ের বাড়ি তারকেশ্বরের ১১ নং ওয়ার্ডে। অন্য জন, সরিয়া খাটুয়া থাকত কলকাতার বড়বাজার থানা এলাকায়। সরিয়াও নবম শ্রেণির ছাত্র। গত কাল অর্থাৎ শনিবার সে তারকেশ্বরে মামার বাড়ি বেড়াতে এসেছিল। রবিবার বিকেলে খালের ধারে একটি গাছে টায়ার বেঁধে খেলছিল দুজন। সঙ্গে আরও কয়েকজন ছিল বলে জানা যায়। খেলার মাঝে, আচমকাই অমিত ও সরিয়া খালের জলে পরে যায়। সঙ্গীরা তৎক্ষণাৎ অভিভাবকদের ঘটনাস্থলে ডেকে আনে। খবর দেওয়া হয় দমকলেও। ঘটনাস্থলে উপস্থিত হয় পুরসভার চেয়ারম্যান-সহ স্থানীয় প্রচুর মানুষ। সকলে মিলে খালে নেমে দুই কিশোরের খোঁজ শুরু করে। কিছু ক্ষণ পর তাদের উদ্ধার করে তারকেশ্বর গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তত ক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। ওই কিশোরদের মৃত বলে ঘোষণা করে দেন চিকিৎসকরা। আচমকা এই দুই কিশোরের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ এলাকা।
মার্চে মর্মান্তিক ঘটনা...
গত মার্চ মাসে, দোলের দিন কার্যত একই ধরনের দুটি মর্মান্তিক ঘটনার সাক্ষী ছিল কলকাতা। সে দিন মানিকতলার অরবিন্দপল্লির পুকুর থেকে উদ্ধার করা হয় ৫০ বছরের সুশান্ত পাইনের মৃত দেহ। অন্যদিকে, একই ভাবে রানিকুঠির একটি পুকুর থেকে উদ্ধার হয় ২৯ বছরের রাহুল হাজরার দেহ। স্থানীয় সূত্রে খবর, মৃত দু'জনই সকাল থেকে দোল খেলেছিলেন। তারপর পুকুরে স্নান করতে নেমে তলিয়ে যান দু'জনই। পরে পুলিশ এসে ডুবুরি নামিয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে। দোল খেলার পর জলে নেমেই কি মর্মান্তিক পরিণতি ? খতিয়ে দেখা শুরু করে পুলিশ। মানিকতলার ঘটনাটি কয়েকজন কিশোর দেখতে পেয়েছিল। যার পর পুলিশ এবং দমকলে খবর দেওয়া হয়। জানা যায়, বিকেল চারটেয় পুকুরের কাছে ডুবুরি পৌঁছয়। আধঘণ্টা তল্লাশির পর পুকুর থেকে দেহ উদ্ধার হয় সুশান্তর। স্থানীয় সূত্রে খবর, আবির খেলার পর পুকুর পাড়ে বসেছিলেন। তারপর তিনি কীভাবে পুকুরে পড়ে গেলেন, নাকি তিনি নিজেই জলে নেমেছিলেন, তা নিয়ে খোঁজখবর শুরু করে মানিকতলা থানা।
আরও পড়ুন:২৩ অগাস্ট থেকে বন্ধ থাকবে অমরনাথ যাত্রা, ঘোষণা সরকারের