Hooghly Young Man Death: মোটর বাইক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, ধুন্ধুমার উত্তরপাড়ায়
Young Man Death at Uttarpara: মৃতের বন্ধু ও পাড়া প্রতিবেশীরা হাসপাতালে চড়াও হয়। সেখান থেকে পুলিশ সরিয়ে দিলে ভাঙচুর করা হয় একটি টিএমের কিয়স্ক ও কয়েকটি দোকান। গতকাল রাত সাড়ে ১১টা নাগাদ এই ঘটনা ঘটেছে
সৌরভ বন্দ্যোপাধ্যায়, উত্তরপাড়া: হুগলির (Hooghly) উত্তরপাড়ায় (Uttarpara) মোটর বাইক দুর্ঘটনায় (Bike Accident) এক যুবকের মৃত্যুকে ঘিরে ধুন্ধুমার। মৃতের বন্ধু ও পাড়া প্রতিবেশীরা হাসপাতালে চড়াও হয়। সেখান থেকে পুলিশ তাঁদের সরিয়ে দিলে ভাঙচুর করা হয় একটি টিএমের কিয়স্ক ও কয়েকটি দোকান। গতকাল রাত সাড়ে ১১টা নাগাদ এই ঘটনা ঘটেছে উত্তরপাড়ার স্টেশনরোডে।
পুলিশ সূত্রে খবর, দুটি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন এক মোটরবাইক আরোহী। তাঁকে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে (Uttarpara State General Hospital) নিয়ে গেলে চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন। এরপরই মৃতের বন্ধু ও প্রতিবেশীরা অভিযোগ করেন, দুর্ঘটনায় নয়, পিটিয়ে খুন করা হয়েছে যুবককে। এই অভিযোগে তাঁরা হাসপাতালে ভাঙচুর চালান। উত্তরপাড়া থানার (Uttarpara Police Station) পুলিশ গিয়ে তাদের লাঠিচার্জ করে সরিয়ে দেয় বলে অভিযোগ। এরপরই বাইরে ভাঙচুরের ঘটনা ঘটে। হামলা ও ভাঙচুরের অভিযোগে পুলিশ ৫ জনকে আটক করেছে।
এদিকে কালীপুজোর রাতে শান্তিপুরের সুতোর গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড। হঠাৎ আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। গতকাল রাতে নদিয়ার শান্তিপুর থানার বসন্তপল্লিতে একটি সুতোর গোডাউনে আগুন লাগে। নিমেষে সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে চারিদিকে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৩টি ইঞ্জিন। প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তারা। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হননি। শাড়ি তৈরির জন্য ওই গোডাউনে সুতো মজুত করে রাখা হয়েছিল। প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দাদের ধারণা, বাজি থেকে আগুন লেগে থাকতে পারে।
এর আগে গত সপ্তাহে এসএসকেএম হাসপাতালে (SSKM) প্রসূতির মৃত্যু ঘিরে উত্তেজনা। হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছিল মৃতের পরিবার। হাসপাতাল কর্তৃপক্ষর জানায়, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। পরিবার সূত্রে জানা, তিলজলা থানা এলাকার বাসিন্দা হিনা নাজকে তপসিয়ার একটি নার্সিংহোমে ভর্তি করানো হয়। কিছুক্ষণ পর সেখান থেকে তাঁকে নিয়ে আসা হয় এসএসকেএম হাসপাতালে। পরিবারের অভিযোগ, এসএসকেএমে ভর্তি নিতে টালবাহানা করা হয়। দীর্ঘক্ষণ পর ভর্তি করা গেলেও ঠিকমতো চিকিৎসাই হয়নি হিনার। মৃত্যু হয় প্রসূতি ও তাঁর গর্ভস্থ সন্তানের। এর পরই ক্ষোভে ফেটে পড়েন প্রসূতির পরিজনরা।
আরও পড়ুন: Bankura Medical College: পোস্ট গ্র্যাজুয়েট কোর্সে আসন সংখ্যা বাড়ল বাঁকুড়া মেডিক্যাল কলেজে