Hoogly News: করোনা মোকাবিলায় কী ব্যবস্থা? পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে কেন্দ্রীয় দল
Hoogly Corona Update: বুধবার হুগলির চুঁচুড়ায় যায় পাঁচ সদস্যের কেন্দ্রীয় টিম। মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে জেলার স্বাস্থ্য কর্তাদের সঙ্গে কথা বলেন কেন্দ্রের কর্তারা।
সমীরণ পাল ও সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: করোনা মোকাবিলায় (Covid) কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা খতিয়ে দেখতে হুগলিতে (Hoogly) কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Union Health Ministry) প্রতিনিধি দল। জেলা স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন কেন্দ্রের স্বাস্থ্য কর্তারা। এদিকে, করোনা সচেতনতায় পথে নামল উত্তর ২৪ পরগনার বনগাঁ পুরসভা (Bongaon Municipality Corporation)।
বছর শেষে উৎসবের মরসুমে চোখ রাঙাচ্ছে ওমিক্রন। উদ্বেগ বাড়িয়ে রাজ্যে নতুন করে ওমিক্রন (Omicron) আক্রান্ত হয়েছেন ৫ জন। তার মধ্যে চারজনের বিদেশ যাওয়ার রেকর্ড নেই। এ নিয়ে রাজ্যে করোনার নতুন ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১১। এই অবস্থায় মারণ ভাইরাস মোকাবিলায় কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতেই বাংলায় এসেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রতিনিধি দল।
বুধবার হুগলির চুঁচুড়ায় যায় পাঁচ সদস্যের কেন্দ্রীয় টিম। মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে জেলার স্বাস্থ্য কর্তাদের সঙ্গে কথা বলেন কেন্দ্রের কর্তারা।হুগলির মুখ্য স্বাস্থ্য আধিকারিক রমা ভুঁইয়া জানিয়েছেন, এই মুহূর্তে জেলায় প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা ৫০-এর নীচে, তবে তৃতীয় ঢেউ এলে আমরা তার মোকাবিলায় কতটা প্রস্তুত সেবিষয়েই বিশদে জানতে এদিন বৈঠক হয়।
বৈঠক শেষে এদিন চুঁচুড়া (Chinsurah) ও চন্দননগর (Chandannagar) হাসপাতালের পরিকাঠামো ঘুরে দেখে স্বাস্থ্য মন্ত্রকের প্রতিনিধি দল। করোনা সচেতনতায় উদ্যোগী হয়েছে উত্তর ২৪ পরগনার বনগাঁ পুরসভাও। পথ চলতি মানুষ থেকে ব্যবসায়ী সবাইকে সতর্ক করতে এদিন পথে নামেন পুর প্রশাসক গোপাল শেঠ।
উল্লেখ্য, দেশে এবং রাজ্যে ক্রমাগত বাড়ছে ওমিক্রন আক্রান্তের (Omicron) সংখ্যা। বুধবারই পশ্চিমবঙ্গে (West Bengal) হদিশ মিলেছে নতুন ৫ ওমিক্রন আক্রান্তের। এই প্রেক্ষাপটে উদ্বেগ বাড়িয়ে লাফিয়ে বাড়ল করোনার সংক্রমণ। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ১,০৮৯ জন। গতকাল রাজ্য়ে সংক্রমিতের সংখ্যা ছিল ৭৫২ জন। সবমিলিয়ে রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৬,৩২,৯০৬ জন।
গত ২৫ ডিসেম্বর পার্কস্ট্রিটের ছবিটা উদ্বেগ বাড়িয়েছিল। সিঁদুরে মেঘ দেখেছিলেন চিকিৎসকরা। সেইমতোই উদ্বেগ বাড়িয়ে রাজ্যে করোনা এবং ওমিক্রনের সংক্রমণ বাড়ছে। বুধবার প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ১২ জনে। গতকাল যে সংখ্যাটা ছিল ৭। সবমিলিয়ে শুরু থেকে এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে মোট ১৯,৭৪৫ জনের।
এই সময় পর্বে করোনামুক্ত হয়েছেন ৮০৭ জন। সবমিলিয়ে শুরু থেকে এখনও পর্যন্ত রাজ্যে করোনামুক্ত হয়েছেন ১৬,০৫,৪৩৪ জন। আজ রাজ্যে সুস্থতার হার ৯৮.৩২ শতাংশ। সরকারি হিসেবে ২৯ ডিসেম্বরে রাজ্যে করোনায় সক্রিয় রোগীর সংখ্যা ৭,৭২৭।