Firhad On Howrah: কলকাতার ধাপার মতো বায়ো মাইনিং হাওড়াতেও ? বেলগাছিয়া ইস্যুতে যা বললেন ফিরহাদ..
Firhad Hakim On Howrah Belgachhia: আতঙ্কের প্রহর গুনছেন হাওড়ার বেলগাছিয়ার বাসিন্দারা, কী প্রতিক্রিয়া ফিরহাদের ?

হাওড়া: জল নেই, বিদ্যুৎ নেই, বাড়ির দেওয়ালে চওড়া হচ্ছে ফাটল। এরই মধ্যে ভেঙে পড়েছে একটি বাড়ি। আতঙ্কের প্রহর গুনছেন হাওড়ার বেলগাছিয়ার বাসিন্দারা। অনেকেই বাড়ি ছেড়ে রওনা দিচ্ছেন নতুন ঠিকানায়। এহেন পরিস্থিতি আজ বৈঠক করলেন ফিরহাদ হাকিম।
'হাওড়া কর্পোরেশন ও কেএমডিএ যৌথভাবে, হাওড়া উন্নয়নে আজ থেকে কাজে নেমেছে'
এদিন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, '..Segregation আছে, কিন্তু ওখানে কলকাতার মত Segregation চলছে না।' তিনি জানান বিষয়টা দেখতে লোক পাঠানো হয়েছে হাওড়া পুরসভার তরফে। তবে এর পাশাপাশি ফিরহাদের সংযোজন, হাওড়া কর্পোরেশন ও কেএমডিএ যৌথভাবে, হাওড়া উন্নয়নে আজ থেকে কাজে নেমেছে। হাওড়া কর্পোরেশনের আগে থেকেই ৪১৯ জন কর্মচারী ছিলেন। যাদের সেরকম কোনও কাজ ছিল না। হাওড়া কর্পোরেশনে , তালিকা দিয়েছি, যে কোন কর্মচারীর কী কাজ রয়েছে।'
কলকাতার ধাপার মতো বায়ো মাইনিং হাওড়াতেও ?
তিনি আরও বলেন, সবকটা জায়গায়, বায়োমাইনিং শুরু করে দিয়েছি। অধিকাংশই ১০০ বছর আগের। সেটা আসানসোলেও তাই, শিলিগুড়িতেও তাই। সব জায়গায় বায়োমাইনিং হয়ে যাবে। তারপর ফ্যাক্টরি হবে। নতুনগুলি আর ৬ মাসের মধ্যে প্রসেস করব।'
আরও পড়ুন, 'শুভেন্দু সত্যি সত্যিই মার খেলে খুশি হতাম'! বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়
মাথার ওপর ছাদ নেই। খোলা আকাশের নীচে ত্রিপল টাঙিয়ে রাত কাটছে। গত ৬ দিন ধরে অবর্ণনীয় দুর্দশার মধ্যে রয়েছেন হাওড়ার বেলগাছিয়ার বাসিন্দারা। একদিকে মাটি বসে ধস নামছে, আরেকদিকে রাস্তা উঁচু হয়ে বাড়ির চালে ঠেকছে। দুয়ের মাঝে পড়ে চিন্তায় ঘুম উড়েছে বালি পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের শতাধিক বাসিন্দার। ভেঙে পড়েছে নিকাশি ব্যবস্থা। নোংরা জলে ভাসছে রাস্তাঘাট।
হাওড়ার জলসঙ্কট মেটাতে বিকল্প পাইপলাইনের কাজ চলাকালীন নামে ধস। মাটি বসে যাওয়ায় একাধিক বাড়ি, অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে রাস্তায় ফাটল। ৩ দিন ধরে নেই বিদ্যুৎ, মাথার উপর ছাদ হারিয়ে অথৈ জলে এলাকার বাসিন্দারা। পরিস্থিতি মোকাবিলায় জরুরি ভিত্তিতে কাজ চলছে বলে জানিয়েছেন হাওড়া পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান। পাশে থাকার আশ্বাস দিয়েছেন মন্ত্রী অরূপ রায়।
আতঙ্কের মধ্যেই রাস্তায় নেমে আসে বহু পরিবার। প্রশাসনের অব্যবস্থার বিরুদ্ধে সরব তাঁরা। সম্প্রতি চলে বিক্ষোভ। একটি স্কুলে রাখার ব্যবস্থা করা হয়েছে তাঁদের। স্থানীয় ক্লাবের পক্ষ থেকে দেওয়া হয়েছে খাবার। গাড়িতে করে জল দেওয়ার ব্যবস্থা করা হলেও বাসিন্দাদের অভিযোগ তা পর্যাপ্ত নয়। এদিন এলাকা পরিদর্শনে গিয়ে, মন্ত্রী অরূপ রায় দাবি করেন, পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
