Howrah News: ফের ধস হাওড়ায়! নেই জল-বিদ্যুৎ, বাড়িতে চওড়া ফাটল! তলিয়ে যেতে পারে বেলগাছিয়ার এই এলাকা?
Howrah Belgachia Crisis:হাওড়ার বেলগাছিয়া রোডে এই বিপর্যয়ের আসল কারণ কী? এই প্রশ্নের উত্তরে একেক বারে একেক রকম উত্তর দিলেন খাদ্য প্রক্রিয়াকরণমন্ত্রী ও মধ্য হাওড়ার তৃণমূল বিধায়ক অরূপ রায়

সুনীত হালদার, হাওড়া: জল নেই, বিদ্যুৎ নেই, বাড়ির দেওয়ালে চওড়া ফাটল ধরেছে। যে কোনও মুহূর্তে বাড়ি ভেঙে পড়ার আশঙ্কা। দিন-রাত আতঙ্কে কাটাচ্ছেন হাওড়ার বেলগাছিয়া এলাকার বাসিন্দারা। জলের পাইপ লাইন মেরামতি করতে গিয়ে বুধবার রাতে এই এলাকায় ধস নামে। ৩ দিন পরেও পরিস্থিতি যে-কে-সেই।
অন্যদিকে, আজও নির্জলা উত্তর হাওড়া বিধানসভার ১৪টি ওয়ার্ড। এ ছাড়াও বালি পুরসভার ৩টি ওয়ার্ডেও জলসঙ্কট চরমে। বেলগাছিয়া মোড়ে ভূর্গভস্থ পাইপ লাইন বসিয়ে পদ্মপুকুর জল প্রকল্পের সঙ্গে লাইন জোড়ার কাজ আজ ভোরে শেষ হয়েছে। তবে আনুষঙ্গিক কিছু কাজ বাকি থাকায় আজ সকালেও উত্তর হাওড়ায় জল সরবরাহ করা সম্ভব হয়নি। অন্য পুরসভা থেকে জলের ট্যাঙ্কার এনে পানীয় জল সরবরাহের ব্যবস্থা করেছে হাওড়া পুরসভা।
এদিকে, বেলগাছিয়া ভাগাড়ে ধসের কারণ খতিয়ে দেখতে আজ পরিদর্শনে যাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ দল। ভাগাড় সরানো যায় কি না, তা নিয়ে বিশেষজ্ঞদের মতামত নেওয়া হবে বলে হাওড়া পুরসভা সূত্রে খবর।
হাওড়ার বেলগাছিয়া রোডে এই বিপর্যয়ের আসল কারণ কী? এই প্রশ্নের উত্তরে একেক বারে একেক রকম উত্তর দিলেন খাদ্য প্রক্রিয়াকরণমন্ত্রী ও মধ্য হাওড়ার তৃণমূল বিধায়ক অরূপ রায়। আর তাতেই রাজ্য রাজনীতির পারদ চড়ল আরও। কার গাফিলতিতে বাসিন্দাদের জীবনে নেমে এল এত বড় দুর্ভোগ? কারণ হিসেবে, তিন তত্ত্ব খাড়া করলেন মধ্য হাওড়ার তৃণমূল বিধায়ক ও রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণমন্ত্রী। তৃণমূলের মন্ত্রীকে জবাব দিতে দেরি করেনি বিরোধীরা।
পাইপলাইনের মেরামত করতে গিয়ে গতকাল হাওড়ার বেলগাছিয়া এলাকায় একাধিক বাড়িতে ফাটল ধরে। রাস্তাতেও ফাটল দেখা যায়। জল নেই, বিদ্য়ুৎহীন বিস্তীর্ণ এলাকা। বিপদের ঝুঁকি নিয়ে, টর্চ জ্বালিয়ে চলাফেরা করছেন স্থানীয়রা। এ নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা।আজ সকালে বিক্ষোভও দেখান বাসিন্দারা। অনেকেই বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছেন। খাদ্য প্রক্রিয়াকরণমন্ত্রী ও মধ্য হাওড়ার তৃণমূল বিধায়ক অরূপ রায়ের দাবি, এটা প্রাকৃতিক বিপর্যয়, মানুষের জন্য কাজ করতে গিয়ে এই বিপত্তি।
রাজনৈতিক এই তরজার মধ্যেই বিপর্যয়ের কারণ, খুঁজতে এদিন এলাকায় আসেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সদস্যরা। তাঁদের অনুমান, ভাগাড়ে জমে থাকা বর্জ্যের মধ্যে মিথেন গ্যাসের প্রভাবেই এই ধস।
এক সময় প্রাচ্যের শেফিল্ড হিসেবে পরিচিত হাওড়ায় পুর পরিষেবা নিয়ে অভিযোগের শেষ নেই। বিশেষজ্ঞরা বলছেন, পরিকল্পনাহীনভাবে ভাগাড় তৈরি করার ফলে এই দুর্ঘটনা। কিন্তু সমাধান মিলবে কোন পথে? তার দিশা দেখাতে পারেননি।






















