Howrah Murder: স্ত্রীর গলা কেটে খুন, পালিয়ে গিয়েও ফিরে এসে থানায় আত্মসমর্পণ স্বামীর
অভিযোগ, মঙ্গলবার রাতে স্ত্রীকে গলা কেটে খুন করে পালিয়ে যান স্বামী। পুলিশের দাবি, গতকাল বিকেলে নিজেই থানায় এসে খুনের কথা কবুল করেন। খুনের অভিযোগে স্বামীকে গ্রেফতার করে পুলিশ।
সুনীত হালদার, উলুবেড়িয়া (হাওড়া): প্রথমে স্ত্রীকে গলা কেটে খুন (Murder) করেন। এরপর পালিয়ে যান ভয়ে। পরে ফিরে এসে থানায় আত্মসমর্পণ (Surrender) করলেন স্বামী। হাওড়ার উলুবেড়িয়ার (Uluberia) ললিতাগোড়ি গ্রামের ঘটনা। অভিযোগ, মঙ্গলবার রাতে স্ত্রীকে গলা কেটে খুন করে পালিয়ে যান স্বামী। পুলিশের দাবি, গতকাল বিকেলে নিজেই থানায় এসে খুনের কথা কবুল করেন। খুনের অভিযোগে স্বামীকে গ্রেফতার করে পুলিশ। পারিবারিক বিবাদের জেরে স্ত্রীকে খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।
বেলদায় দুই সন্তানকে খুন: প্রথমে স্ত্রীকে গলা কেটে খুন করেন। এর পর পালিয়ে যান ভয়ে। পরে ফিরে এসে থানায় আত্মসমর্পণ করলেন স্বামী। হাওড়ার উলুবেড়িয়ার ললিতাগোড়ি গ্রামের ঘটনা। অভিযোগ, মঙ্গলবার রাতে স্ত্রীকে গলা কেটে খুন করে পালিয়ে যান স্বামী। পুলিশের দাবি, গতকাল বিকেলে নিজেই থানায় এসে খুনের কথা কবুল করেন। খুনের অভিযোগে স্বামীকে গ্রেফতার করে পুলিশ। পারিবারিক বিবাদের জেরে স্ত্রীকে খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।
ডাইন সন্দেহে খুন: গতকালই ডাইন সন্দেহে খুনের ঘটনা প্রকাশ্যে আসে। মধ্যযুগীয় কুসংস্কার জের। দক্ষিণ দিনাজপুরের বংশীহারীতে ডাইন অপবাদে এক ব্যক্তিকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল। থানায় গিয়ে আত্মসমর্পণ এক অভিযুক্তের। অভিযোগ, প্রতিবেশীর অসুস্থতা নিয়ে মন্তব্য করায়, আজ সকালে ওই ব্যক্তির বাড়িতে চড়াও হয় কয়েকজন। বাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ।
রক্তমাখা কুড়ুল হাতে থানায় ঢুকে আত্মসমর্পণ। তুকতাকের সন্দেহে একজনকে কুপিয়ে খুনের অভিযোগে গ্রেফতার হলেন এক যুবক। যে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। দক্ষিণ দিনাজপুরের বংশীহারিতে। বুধবার বাড়ির সামনে থেকে উদ্ধার হয় পঞ্চাশোর্ধ্ব লক্ষ্মীরাম হেমব্রমের মৃতদেহ। প্রত্যক্ষদর্শীদের দাবি, এদিন সকালে কয়েকজনকে সঙ্গে নিয়ে লক্ষ্মীরামের বাড়িতে চড়াও হন প্রতিবেশী মিলন বাস্কে। অভিযোগ, প্রথমে লক্ষ্মীরামকে বেধড়ক মারধর করা হয়। তারপর ঘর থেকে টেনে হিঁচড়ে বের করে। মিলন তাঁকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করে বলে অভিযোগ।