Howrah News: ভোরবেলা ফুল তুলতে গিয়ে গয়না লুঠ, কান কাটল প্রৌঢ়ার
Domjur News Update: পুলিশ সূত্রে খবর, বুধবার ভোরে ফুল তুলছিলেন প্রৌঢ়া। সেই সময় পিছন দিক থেকে দুজন বাইক এসে কানের দুল ছিনতাই করে।
সুনীত হালদার, ডোমজুড়: সাতসকালে ফুল তুলতে গিয়ে বিপত্তি। সোনার গয়না ছিনতাই প্রৌঢ়ার। ঘটনা হাওড়ার ডোমজুড়ে জয়চন্ডীতলা পারুইপাড়ায়। ভোরবেলায় প্রৌঢ়ার থেকে সোনার গয়না ছিনতাই করে চম্পট দেয় দুই দুষ্কৃতী। ঘটনার তদন্তে ডোমজুড় থানার পুলিশ।
কান কাটল প্রৌঢ়ার: ডোমজুড়ে সোনার দোকানে ডাকাতির ঘটনার এখনও কিনারা করতে পারেনি পুলিশ। এরই মধ্যে ফের ছিনতাইয়ের ঘটনা। পুলিশ সূত্রে খবর, বুধবার ভোর পাঁচটা নাগাদ ডোমজুড়ের জয়চন্ডীতলা পারুইপাড়ায় নিজের বাড়ির সামনে ফুল তুলছিলেন অলকা পাডুই (৬৫)। সেই সময় পিছন দিক থেকে বাইরকে দুই দুষ্কৃতী চড়াও হয়। সোনার দুল ছিনতাই করে চম্পট দেয় তারা। ছিনতাইবাজরা এমনভাবে কানের দুলগুলি টানে তাতে ওই মহিলার ২ কানের নিচে অংশ ছিঁড়ে যায়। প্রথমে তাঁকে ডোমজুড় গ্রামীণ হাসপাতালে এবং পরে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরে ওই বাড়ি থেকে কিছুটা দূরে অন্য একজন মহিলা নিজের বাড়ির সামনে ফুল তুলছিলেন। সেই সময় অভিযুক্তরা ঠিকানা জানার নাম করে তাঁর থেকে সোনার হার ছিনতাই করে পালিয়ে যায়। ওই সোনার হারের দাম প্রায় দেড় লক্ষ টাকা বলে জানিয়েছেন হীরা দাস নামে ওই প্রোঢ়া। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে যায় ডোমজুড় থানা পুলিশ। এই নিয়ে তারা তদন্ত শুরু করেছে। ডোমজুড়ের সোনার দোকানের ডাকাতির এখনও পর্যন্ত কিনারা করতে পারেনি পুলিশ। তার উপর পরপর ছিনতাইয়ের ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। দ্রুত অভিযুক্তদের গ্রেফতারির দাবি করেছেন তাঁরা।
গত ১১ ডোমজুড় থানা থেকে ৭০০ মিটার দূরে সোনার দোকানে একেবারে দিনেদুপুরে ডাকাতির ঘটনা ঘটে। পরিচয় গোপন রাখতে মুখ ঢাকাও ছিল না তাঁদের। সোনার দোকানে ক্রেতা সেজে ঢুকে দোকান মালিককে মারধর করে লুঠপাট চালায় চারজনের দুষ্কৃতীদল। এই ঘটনায় এখনও পর্যন্ত অধরা অভিযুক্তরা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Trains Cancelled: ফের ট্রেন বাতিলের সিদ্ধান্ত রেলের, টানা দশ দিন যাত্রী ভোগান্তির আশঙ্কা